কলকাতা : কোথায় গেল ট্যাবের টাকা ? কারও অ্যাকাউন্টে টাকা জমা পড়ল ২ বার। কেউ আবার পেলেনই না। ট্যাব এর টাকা নিয়ে বাংলা জুড়ে হইচই। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। কিন্তু গত কয়েকদিন ধরে, সেই টাকা নিয়েও, সামনে আসছে একের পর এক অভিযোগ । বিভিন্ন জেলা থেকে এত অভিযোগ জমা পড়েছে যে, সোমবার তড়িঘড়ি বৈঠকে বসে পড়েন মুখ্যসচিব। সঙ্গে যোগ দেন মালদা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর , এই পাঁচ জেলার DM, SP-রা। তারপরই জেলা জেলা থেকে শুরু ধরপাকড়। পুলিশের জালে ট্যাব চুরির অভিযুক্তরা।
ট্যাব কেলেঙ্কারির অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের সাইবার ক্রাইম শাখার পুলিশ। ধৃতের নাম হাসান শেখ। বৈষ্ণবনগরে একটি ফোটোকপির দোকান ও সাইবার ক্যাফে রয়েছে হাসানের। রাজ্য সরকারের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা নয়ছয়ে মালদার এই সাইবার ক্যাফে মালিকের যোগ রয়েছে বলে পুলিশের দাবি। ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে বড় কোনও চক্র, খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া ট্যাব কেলেঙ্কারির অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ৩ জনকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে ২ জন চোপড়া এবং একজন ইসলামপুরের বাসিন্দা। ধৃত ৩ জনকে মঙ্গলবারই পূর্ব মেদিনীপুর জেলায় নিয়ে আসা হবে। এই জেলার ৬৫ জন পড়ুয়ার রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ ওঠে। পূর্ব মেদিনীপুরের চারটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে FIR দায়ের হয়। তদন্তে নেমে এবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
এই ট্যাব কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যেই পূর্ব বর্ধমান জেলায় টাকা না পাওয়া ৮৪ জন পড়ুয়ার অ্যাকাউন্টে জমা পড়েছে টাকা। রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য এককালীন ১০ হাজার টাকা দেওয়া হয়। অভিযোগ ওঠে, পূর্ব বর্ধমান জেলায় ২৭টি স্কুলের ৮৫ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা জমা পড়েনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে