সুমন ঘড়াই, হাওড়া : একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে সাহায্য। রাজ্যকে প্রায় ১ হাজার কোটি টাকা ঋণ (Loan) দিল বিশ্ব ব্যাঙ্ক (World Bank)। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একের পর এক প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার (West Bengal State Government)। মহিলা, বৃদ্ধ, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ঘোষণা করা হয়েছে ভাতা।


সূত্রের খবর, এইসব প্রকল্পকে আরও ভালভাবে চালাতে বিশ্ব ব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছিল রাজ্য সরকার। শনিবার নবান্নের (Nabanna) তরফে প্রেস বিজ্ঞপ্তি (Press Release) দিয়ে জানানো হয়েছে, সবদিক খতিয়ে দেখে, ১৯ জানুয়ারি ঋণ মঞ্জুর করে বিশ্ব ব্যাঙ্ক। ভারতীয় মুদ্রায় (Indian Currency) যার পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের তোপ, পাল্টা জবাব তৃণমূলেরও।


রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'এই সরকার ঋণগ্রস্ত, ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের এর দায় নিতে হবে।' সিপিএম (CPM) নেতা তন্ময় ভট্টাচার্য বলেছেন, 'আমরা যখন ছেড়েছিলাম তখন যা ঋণ ছিল, এই দশ বছরে তা কয়েকগুণ বেড়ে গেল, এখন এমন অবস্থা যে এদের অর্থমন্ত্রী পর্যন্ত নিজেকে সরিয়ে দিয়েছে।' তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বিরোধীদের বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ। বরং রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে ওয়ার্ল্ড ব্যাঙ্কের ঋণদান আখেরে স্বীকৃতি জানানোর মাধ্যম হিসেবেই মনে করছেন তিনি।


রাজ্যের তরফে দাবি করা হয়েছে, বিশ্ব ব্যাঙ্ক থেকে পাওয়া ঋণে আরও ভাল ভাবে চালানো যাবে সামাজিক প্রকল্পগুলি।


আরও পড়ুন- করোনাকালে এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের, প্রাথমিকে রাজ্যের নতুন প্রকল্প 'পাড়ায় শিক্ষালয়'


এদিকে, করোনাকালে (Corona Pandemic) এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের। এবার প্রাথমিক স্তরে (Primary Education) নতুন প্রকল্প আনছে রাজ্য (West Bengal Government)। নতুন যে প্রকল্পের নাম ‘পাড়ায় শিক্ষালয়’ (Paraye Sikhhaloy)। আগামী সোমবার সরকারিভাবে প্রকল্পের ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। করোনাকালে প্রায় ২ বছর বন্ধ প্রাথমিকের পঠনপাঠন। ক্লাসরুমের (Class Room) বন্দ গণ্ডিতে কচিকাঁচাদের ক্লাস নেওয়া বিপদ্দজনক হতে পারে বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসকরা (Doctors)। সেই কথা মাথায় রেখেই খোলা জায়গায় (Open Air Spaces) নেওয়া হবে পড়ুয়াদের ক্লাস।