কলকাতা: রেশন সামগ্রী পেতে গেলে থাকতেই হবে রেশন কার্ড (Ration Card)। ইতিমধ্যে ডিজিটাল রেশন কার্ড চালু হয়েছে বাংলায়। এবার রেশন কার্ড সংক্রান্ত পরিষেবা আরও আধুনিক করল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতর। রাজ্য সরকার নিয়ে এল ই-রেশন কার্ড (E ration card) ব্যবস্থা। সেই কাজের জন্য এবার ব্যবহার করা যাবে ভারত সরকারের ডিজি লকার (Digi Locker) ব্যবস্থা। 


গোটা বিষয়টি জানিয়ে টুইটও করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের (Department of Food and Supply, Government of WB) তরফে। নিয়ে আসা হয়েছে ডিজি-লকার ব্যবস্থা।


 






কী কী সুবিধা মিলবে?



  • ডিজি-লকারের মাধ্যমে পাওয়া যাবে ই-রেশন কার্ড।

  • ডিজি-লকারে রেশন কার্ড নম্বর দিলেই মিলবে ই-রেশন কার্ড।

  • এই ই-রেশন কার্ড পশ্চিমবঙ্গের সব রেশন দোকানেই সমানভাবে গৃহীত হবে।

  • রেশনকার্ড রয়েছে এমন কোনও ব্যক্তি অথবা রেশন কার্ডের বৈধতা যাচাই করতে চান এমন কোনও কর্তৃপক্ষ এই ব্যবস্থায় রেশন কার্ডের তথ্য পাবেন।


কীভাবে রেশন কার্ডের বৈধতা যাচাই করা যাবে?



  • প্রথমে www.digilocker.gov.in-এই ওয়েবসাইটে যান।

  • সেখানে 'State Government' অপশনে গিয়ে 'West Bengal' সিলেক্ট করুন।

  • এবার একটি পেজ খুলে যাবে। সেখানে 'Department of Food Supplies' অপশন দেখতে পাবেন সেটা ক্লিক করুন।

  • তারপর দেখতে পাবেন 'Ration Card' অপশন, এবার সেটা ক্লিক করুন।

  • এখানে একটি পেজ খুলে যাবে, সেখানে ঠিক ঠিক জায়গা মতো রেশন কার্ড নম্বর, কার্ডের ক্যাটাগরি দিন।

  • এবার ক্লিক করলেই মিলবে ই-রেশন কার্ড, সেটা ডাউনলোড করে বৈধতা পরীক্ষা করুন। 


আরও পড়ুন:  কোন রেশন কার্ডে কী মিলবে? জেনে নিন এখনই