অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: হেলিকপ্টার (Helicopter) ভাড়া নিতে চায় রাজ্য সরকার (West Bengal Government)। কমপক্ষে ছ’জন বসতে পারেন এমন কপ্টার ভাড়া নিতে চায় রাজ্য। ভিআইপি-দের (VIP) সফরের উপযুক্ত ওই হেলিকপ্টার হতে হবে দুই ইঞ্জিনের (Engine)। ৫ বছরের জন্য ভাড়া নেওয়া কপ্টার মাসে ৪৫ ঘণ্টা চালাতে চায় রাজ্য (West Bengal)। বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহন দফতরের (Department of Transport, West Bengal)।
রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য হেলিকপ্টার ভাড়া নিতে চেয়ে বিজ্ঞপ্তি দিল পরিবহন দফতর (Department of Transport, West Bengal)। এই বিষয়ে আগ্রহী সংস্থাকে টেন্ডার (Tender) দেওয়ার জন্য আহ্বানও জানানো হয়েছে। ১৪ ডিসেম্বর পরিবহণ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওয়েট লিজ’ (Wet Lease) পদ্ধতিতে হেলিকপ্টার ভাড়া নিতে চায় রাজ্য। কমপক্ষে ৬ জন বসতে পারেন এমন কপ্টার নেওয়া হবে। ভিআইপি-দের সফরের উপযুক্ত ওই হেলিকপ্টার হতে হবে দুই ইঞ্জিনের। ৫ বছরের জন্য ভাড়া নেওয়া কপ্টার মাসে ৪৫ ঘণ্টা চালাতে চায় রাজ্য।
বিজ্ঞপ্তিতে (Notice) আরও বলা হয়েছে, চপার রক্ষণাবেক্ষণের (Maintenance) দায়িত্ব থাকবে ভাড়া দেওয়া সংস্থার হাতে। চালক ও অন্যান্য কর্মীর ব্যবস্থা করবে রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্য সরকার কোনও নির্ভরযোগ্য সংস্থার থেকেই হেলিকপ্টার ভাড়া নিতে চাইছে। সে কারণে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই সব সংস্থাই দরপত্র পাঠিয়ে আবেদন করতে পারবে, যারা গত তিন বছরে কমপক্ষে ২৫ কোটি টাকার ব্যবসা করেছে। ভাড়া নেওয়া হেলিকপ্টারটি (Helicopter) পুরনো হলেও, সেটা ৮ বছরের বেশি যেন না হয়। দিন ও রাতে উড়তে পারে কপ্টারই ভাড়া নেওয়া হবে। ৫ জানুয়ারির (5 January) মধ্যে আগ্রহী সংস্থাকে টেন্ডার জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: Ration Card Update: রেশন কার্ডের কাজ এগোল কতদূর? এই উপায়ে নিজেই জানুন কার্ডের অবস্থা