কলকাতা: ব্যক্তিগতভাবে ইস্তফা না দিলে তা গৃহীত হবে না। RG কর কাণ্ডের (RG kar doctor death Case) প্রতিবাদে গণ ইস্তফা দিয়েছেন আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৪০ জন সিনিয়র চিকিৎসকরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গণ ইস্তফা (Mass resignation) দিয়েছেন অন্যান্য মেডিক্যাল কলেজের অনেক চিকিৎসক। 


তার জবাবে নবান্নের তরফে শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্য়োপাধ্যায় সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়ে দিলেন, নিয়ম অনুযায়ী ইস্তফা দেওয়ার বিষযটি ব্যক্তিগত। নিয়োগকর্তাকে কারণ সহ ইস্তফাপত্র জমা দিতে হবে ব্যক্তিগতভাবে। না হলে তা পদত্যাগ হিসেবে গণ্য হবে না। এই পরিস্থিতিতে চিকিৎসকদের গণ ইস্তফা বলে যা ঘোষণা করা হচ্ছে তা সরকার গ্রহণ করছে না। সরকারি সার্ভিস রুল অনুযায়ী, ইস্তফাপত্র ব্যক্তিগতভাবে দিতে হয়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এই ধরনের গণইস্তফা জমা পড়েছে। অনেক জায়গায় তার প্রতি পাতাতে স্বাক্ষরও নেই। এটা একটা সমবেত আবেদনপত্র মাত্র। নিয়োগকর্তার কাছে নিযুক্তকে ব্যক্তিগতভাবে ইস্তফাপত্র জমা দিতে হয়, ব্যক্তিগত কারণ জানিয়ে। সুতরাং, গণইস্তফার নামে যা জমা পড়েছে, তা গ্রাহ্য নয়। এনিয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়।”


প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রসঙ্গে সিনিয়র চিকিৎসকরা জানান রাজ্যজুড়ে এখনও পর্যন্ত প্রায় ৬০০ জন চিকিৎসক ব্যক্তিগত স্তরে নবান্নের কাছে ব্যক্তিগতভাবে ইস্তফা পত্র দিয়েছেন। তারপরেও কোনও পদক্ষপ নেয়নি রাজ্য সরকার। এই বিষয়ে যদি সরকার কোনও ব্যবস্থা নিত তাহলে বুঝতাম সরকারের এই বিষয়ে সদিচ্ছা আছে। কিন্তু, তার কোনও লক্ষণই দেখতে পাচ্ছি না আমরা। তাই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা যা বলছেন তার সঙ্গে সরকারির নির্দেশের কোনও মিল নেই।


সরকারি হাসপাতালের চিকিৎস ও স্বাস্থ্য় কর্মীদের নিরাপত্তার দাবিতে ১০ দফা দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করে আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সমর্থনে আরজি কর, এসএসকেএম-সহ একাধিক হাসপাতালের চিকিৎসকরা গণ ইস্তফার পথে হেঁটেছেন। অবশ্য আগেই তাঁরা গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন। সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও গণ ইস্তফা দিয়েছেন। সবমিলিয়ে এই সংখ্যা একশোর বেশি।  তবে সকলেই জানিয়েছিলেন, সরকার তাঁদের ইস্তফা গ্রহণ না করা পর্যন্ত তাঁরা পরিষেবা চালিয়ে যাবেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar Case: এবার হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি 'ফেমা'র, ' সমাধান না বেরোলে, অনশনকারীরা মৃত্যুর দিকে..'