আস্তানা: দেবীপক্ষের মধ্যে দেশের হয়ে পদক জিতলেন বাংলার ২ তরুণী। টেবিল টেনিসে প্রথমবার ভারতের হয়ে পদক এল মহিলা ডাবলসে। ইতিহাস গড়লেন ঐহিকা মুখোপাধ্যায় এবং সুতীর্থা মুখোপাধ্যায়। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন এই জুটি। যার সঙ্গে সঙ্গেই পদক নিশ্চিত হয়ে গেল। এর আগে এশিয়ান গেমসেও এই জুটিই দেশকে পদক এনে দিয়েছিলেন। এবার চ্যাম্পিয়নশিপের সেমিতে ওঠার পথে তাঁরা হারালেন দক্ষিণ কোরিয়ার কিম নাইয়ং ও লি এউনহিয়ে জুটিকে। খেলার ফল সুতীর্থাদের পক্ষে ১০-১২, ১১-৭, ১১-৯ ১১-৮ গেম। আগামীকাল রবিবার ১৩ অক্টোবর জাপানের জুটি মিওয়া হারিমোতো ও মিউ কিশারার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে খেলতে নামবেন এই বাংলার তরুণী জুটি।
কোয়ার্টার ফাইনালের ম্য়াচে এদিন শুরুতে প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন ভারতীয় জুটি। কিন্তু সেখান থেকেই পাল্টা কাউন্টার অ্য়াটাকে ম্য়াচ ঝুলিতে পুরে নেন তাঁরা। এর আগে এই টুর্নামেন্টে ডাবলসে কোনও ভারতীয় জুটি পদক জিততে পারেনি। ঐহিকা যেখানে এদিনের খেলায় মাঝে মাঝ মন্থর করে দিচ্ছিলেন প্রতিপক্ষের স্পিড। সেখানে সুতীর্থা নিজের স্বভাবচরিতভাবে আক্রমণাত্মক মেজাজেই খেলতে থাকেন গোটা ম্য়াচে। তবে দুজনের মেলবন্ধন এতটাই শক্তিশালী ছিল যে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া জুটির কাছে তার কোনও জবাব ছিল না।
গত বৃহস্পতিবার ভারতের পুরুষ টেবিল টেনিস দল ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছিল চলতি টুরনামেন্টে। সেমিতে চাইনিস তাইপেইয়ের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরে যেতে হয় ভারতে পুরুষ টেবিল টেনিস দলকে। যদিও কোয়ার্টার ফাইনালে কাজাখাস্তানের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতেই পদক নিশ্চিত করেছিল ভারতীয় দল।
এর আগে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন ঐহিকা-সুতীর্থা জুটি। উত্তর কোরিয়ার জুটির বিরুদ্ধে সেমিফাইনালে হারলেও প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলার দুই অ্যাথলিট যে লড়াই মেলে ধরেছিলেন তা তারিফ করার মতোই ছিল। প্রথম গেমে ১১-৭ ব্যবধানে লিডও নিয়েছিলেন ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। যদিও উত্তর কোরিয়ার প্রতিপক্ষ সুয়ং চা ও সুয়ং পাকের জুটি পরের গেমেই ৮-১১ ব্যবধানে তাঁদের হারিয়ে খেলায় সমতা ফেরায়। হেরে গেলেও হতেদ্যম না হয়ে ১১-৭ গেমে ফের পরের ম্যাচে জেতে তারা। তুল্যমূল্য লড়াইয়ে ৯-১১ ও ৮-১১ ফলে পরের দুটো গেমে পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাকে ১১-৫ ব্যবধানে পরের গেম জেতেন তারা। টানটান লড়াই গড়ায় শেষ গেমে। যেখানে অবশ্য ২-১১ ফলে হেরে ৩-৪ গেমের ব্যবধানে ম্যাচে হেরে যান সুতীর্থারা। তবে আগামীকাল, রবিবার খেলার ফল ভারতের পক্ষেই থাকবে, এই আশাই করছেন সবাই।