কলকাতা: ওমিক্রন-উদ্বেগের (Omicron) মাঝেই করোনার তৃতীয় ঢেউ (Third Wave) নিয়ে সতর্কবার্তা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে উঠে এল তথ্য। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য দফতরের। কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত।


স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় ঢেউয়ে প্রতিদিন ৩০-৩৫ হাজার সংক্রমণ হতে পারে। মার্চ-এপ্রিলে পরিস্থিতি স্বাভাবিক । সরকারি ল্যাবে টেস্ট নিয়েও সতর্কবার্তা জারি করা হয়েছে। আরটি-পিসিআর টেস্ট দ্বিগুণ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। বহির্বিভাগ, (Outdoor) জরুরি বিভাগে (Emergency) বাধ্যতামূলক করোনা টেস্ট। সংক্রমণের নিরিখে ৬ জেলায় করোনা পরীক্ষার হার বাড়াতে পারে বিপদ। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। 


গতকাল স্বাস্থ্য ভবনে একটি বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ, সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। সূত্রের খবর, ওই বৈঠকে তথ্য বিশ্লেষণ করে তাঁরা গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত পান। সেই মতো বিভিন্ন জেলাকেও সতর্ক করা হয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের ৩ এবং দক্ষিণবঙ্গের ৩ জেলাকেও সতর্ক করা হয়েছে। তাঁরা মূল্যায়ন করছেন আগামী এক সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা প্রবলভাবে বাড়তে পারে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিক থেকে মেডিক্যাল কলেজগুলিকে সতর্ক করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। বহির্বিভাগ, (Outdoor) জরুরি বিভাগে (Emergency) কারোর উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করা হবে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে। নেগেটিভ এলে আরটিপিসিআর করা হবে। রিপোর্ট দেখে সংশ্লিষ্ট ব্যক্তির সংস্পর্শে কারা এসেছেন তা চিহ্নিত করার ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে। পাশপাশি করোনা পরীক্ষা দ্বিগুণ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। 


এদিকে ওমিক্রন-উদ্বেগের (Omicron) মাঝেই দেশে করোনায় একলাফে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৮ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২।  


আরও পড়ুন: Omicron : "আতঙ্কিত হতে হবে না, কিন্তু সজাগ থাকুন", ওমিক্রন আবহে বার্তা এইমস প্রধানের