ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনা (Novel Coronavirus) থেকে এখনও পুরোপুরি স্বস্তি মেলেনি। এর মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স (MonkeyPox)। তথ্য বলছে, বিশ্বের ২১৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ব্যধি। আগামীদিনে আরও ছড়াবে বলে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তাই মাঙ্কিপক্স নিয়ে সতর্ক কেন্দ্রও। আগেই রাজ্যগুলিকে সাবধান করেছিল, এ বার নির্দেশিকা (Monkeypox Guidelines) প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য় দফতর (West Bengal Health Department)।
মাঙ্কিপক্স নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকা-
* কারও যদি rash বা মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
* যে দেশগুলিতে এই ভাইরাস ছড়িয়েছে, সেখান থেকে ২১ দিনের মধ্যে আসা ব্যক্তির উপর বাড়তি নজরদারি।
* মাঙ্কিপক্স পজিটিভ, এমন কারও বা সন্দেহভাজনের সংস্পর্শে এলে, ২১ দিন আইসোলেশনে থাকতে হবে। বিষয়টি প্রশাসনকে জানাতে হবে।
* সন্দেহভাজন রোগীকে আইসোলেশনে রাখতে হবে।
* এই ধরনের ঘটনা সামনে এলে সঙ্গে সঙ্গে জানাতে হবে CMOH বা MSO (কলকাতার জন্য)-কে।
* মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সময় সমস্তরকম সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে তা কোনও ভাবেই ছড়িয়ে না পড়ে।
রাজ্যের তরফে ইতিমধ্যেি সতর্ক করা হয়েছে সমস্ত জেলার মুখ্য স্বাস্ব্য আধিকারিককে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মাঙ্কিপক্স সতর্কতায় তৈরি রাখা হয়েছে বেলেঘাটা আইডিকে। সন্দেহভাজন রোগী এলে, সেখানে রেখেই হবে চিকিত্সা, পর্যবেক্ষণ। সংক্রমণের মোকাবিলায়, রাজ্যের বিমানবন্দর এবং বন্দর এলাকাগুলিতে চলছে বাড়তি নজরদারি।
গায়ে বসন্তের মতো গুটি, জল ফোসকা, প্রচণ্ড জ্বালা, সঙ্গে জ্বর, কাঁপুনি, মাথার যন্ত্রণা, আপাতত মাঙ্কি পক্সের এই উপসর্গগুলিকেই চিহ্নিত করা গিয়েছে। করোনার পর এখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এই সংক্রামক ব্যাধি।
আরও পড়ুন: India Corona Update: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের তিনহাজার ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় মৃত ১৪
ভারতে এখনও প্রবেশ না করলেও, বিদেশে হু হু করে ছড়াচ্ছে মাঙ্কিপক্স। ইউরোপীয় ইউনিয়নের ডিজিজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই বিশ্বের ২১৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ঘটিত রোগ। আমেরিকা, ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, ইজরায়েল, নাইজিরিয়া-সহ বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে। ব্রিটেনে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ।
সংক্রমণ নিয়ে সতর্ক কেন্দ্র
এমন পরিস্থিতিতে সংক্রমিত দেশগুলির সঙ্গে ভারতের বিমান সংযোগের উপর বিশেষ নজরদারির দাবি উঠছে। চিকিৎসকদের মতে, এই সময় বিশেষ ভাবে সতর্ক থাকা দরকার। কারণ এই মুহূর্তে মাঙ্কিপক্সের কনও চিকিৎসা নেই, রোগীকে নিভৃতে রাখাই একমাত্র উপায়।