ঝিলম করঞ্জাই, কলকাতা: বেসরকারি হাসপাতালে কোনও সরকারি চিকিৎসক যুক্ত থাকলে, স্বাস্থ্য দফতরের নো অবজেকশন সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক। বেসরকারি হাসপাতালের জন্য স্বাস্থ্য দফতরের তরফে ফের জারি হল অ্যাডভাইসরি। 


পাশাপাশি, সংশ্লিষ্ট হাসপাতালে লিখিত নোটিশ টাঙিয়ে ওই সরকারি চিকিৎসক নির্দিষ্ট কোন সময় বেসরকারি হাসপাতালে উপস্থিত থাকেন, সেটাও জানাতে হবে। নিয়ম না মানলে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট না মানার জন্য কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেবে স্বাস্থ্য দফতর। বেসরকারি হাসপাতালের জন্য ফের জারি হল অ্যাডভাইসরি।