সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : রাজ্যের স্বাস্থ্য সচিবের (State Health Secretary) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চলেছে ন্যাশনাল কমিশন ফর এসসি (National Commission for SC)। শীঘ্রই নেওয়া হবে নজিরবিহীন এই পদক্ষেপ। মেদিনীপুর সংশোধনাগার (Medinipore Correctional Centre) পরিদর্শনে এসে জানালেন কমিশনের ভাইস চেয়ারম্যান (Vice Chairman) অরুণ হালদার। নির্দল প্রার্থী হওয়ায় এক চিকিৎসকের চাকরি চলে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে সমন পাঠিয়েও স্বাস্থ্য সচিবের সাড়া না মেলায় এই পদক্ষেপ নেওয়া হতে চলেছে বলে জানালেন তিনি। 


পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিবকে অ্যারেস্ট ওয়ারেন্ট (Arrest Warrant) পাঠাতে চলেছে জাতীয় ন্যাশনাল কমিশন ফর এসসি। আজ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে এসে এমনই মন্তব্য করে গেলেন কমিশনের ভাইস চেয়ারম্যান অরুন হালদার। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসের নতুন ঘটনা ঘটতে চলেছে, স্বাস্থ্য সচিবকে এরেস্ট ওয়ারেন্ট পাঠাতে হচ্ছে। সমনকেও অবহেলা করেছেন তিনি। বনগাঁ লোকসভা কেন্দ্রে (Bongaon Lok Sabha) নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডাক্তার সজল বিশ্বাস (Sajal Biswas)। প্রতিদ্বন্দ্বিতা করার পর সে চাকরি ছাড়তে চেয়েছিল। কিন্তু তাকে চাকরিও ছাড়তে দেওয়া হয়নি এবং চাকুরী থেকে চলে আসার পর তাকে জয়েনও করতে দেওয়া হয়নি। এই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছিল। রিপোর্ট আসেনি। সমন পাঠিয়েছি তাতেও আসেন নি। তাই এবার স্বাস্থ্য সচিবের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট যাবে বলে জানালেন কমিশনের ভাইস চেয়ারম্যান।


বিভাগীয় তদন্ত শুরু হয় সজল বিশ্বাসের। কলকাতা হাইকোর্ট  (Calcutta High Court) ও এসসি কমিশনের দ্বারস্থ হন সজল বিশ্বাস। স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট চায় এসসি কমিশন। স্বাস্থ্য সচিবকে সমন পাঠানো হয়। সমনের কোনও উত্তর আসেনি। 


আরও পড়ুন- 'সংবিধান মেনেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি', শাহকে নিশানা মমতার


এদিকে, গতকালই ফের প্রকাশ্যে চলে আসে তৃণমূলের অন্দরের বিবাদ। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ব্লক কমিটি তৈরি করা নিয়ে চন্দ্রকোণায় সামনে এসে পড়ল সমস্য়া। দলেরই ব্লক সভাপতিকে নিশানা করলেন জেলা সম্পাদক ও প্রাক্তন ব্লক সভাপতির। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ব্লক কমিটি ঘোষণা নিয়ে এবার সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। শুক্রবার, তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা করেন চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের সভাপতি মহাদেব মল্লিক। নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে ঘনিষ্ঠদের কমিটিতে জায়গা করে দিয়েছেন, এই অভিযোগ তুলে দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন ব্লক সভাপতি। পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সম্পাদক সূর্যকান্ত দোলই বলেন, 'ব্লকের অন্যান্য নেতৃত্বদের সাথে আলোচনা না করে মনমতো পছন্দের লোকেদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে দলের পুরানো নেতা কর্মীদের বঞ্চিত করে,নিজে একনায়কতন্ত্র কায়েম করার জন্যই এই ব্লক কমিটি গঠন।'