হিন্দোল দে, কলকাতা : বাইরে বেরোলেই গায়ে ছ্যাঁকা লাগার মতো পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে প্রবল তাপপ্রবাহ। এরই মধ্যে সারা রাজ্যজুড়েই তাপপ্রবাহ জারি থাকার পূর্বাভাস দিন আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,
- দক্ষিণবঙ্গের দুই জেলা, বীরভূম ও পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
- বীরভূমে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
- বাইরে মুখ, চোখ, নাক ঢেকে বাসিন্দারা বেরোচ্ছেন। রাস্তাঘাটে লোক চলাচল অপেক্ষাকৃত কম।
- পশ্চিম বর্ধমানেও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
- জরুরি কাজ ছাড়া বাসিন্দারা ঘর থেকে বেরোচ্ছেন না। ঠান্ডা পানীয়র দোকানে ভিড়। সকাল ১০টার পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে বাজারহাট।
- বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। মুখ-মাথা ঢেকে লোকজন রাস্তায় বেরোচ্ছেন। কোথাও ছায়া দেখলেই সেখানে আশ্রয় নিচ্ছেন পথচারীরা। অন্যান্যদিনের তুলনায় রাস্তায় লোকজনও অনেক কম।
গরম শুকনো হাওয়ায় চড়ছে পারদ
উত্তর-পশ্চিমের গরম শুকনো হাওয়ায় চড়ছে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় এখন তাপপ্রবাহের পরিস্থিতি। মাত্র ২টি জেলা বাদে তাপপ্রবাহের পরিস্থিতি সর্বত্রই। আজ এবং কাল এই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া-দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে।
উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি
২৫ থেকে ২৭ এপ্রিল মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।