বাপান সাঁতরা, খানাকুল: টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির খানাকুল। জল ঢুকেছে খানাকুলের ১০টিরও বেশি গ্রামে। আরামবাগ-গড়েরঘাট রাজ্যসড়কের ভরসা এখন নৌকা। বিপদসীমার ওপর দিয়ে বইছে রূপনারায়ণ, মুণ্ডেশ্বরী নদীর জল। জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। স্থানীয় প্রশাসনের দেখা না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।
DVC লাগাতার জল ছাড়ায় আতঙ্ক বাড়ছে খানাকুলে। খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ, মুণ্ডেশ্বরী নদীর জল বিপদসীমা দিয়ে বইছে। আরামবাগ-গড়েরঘাট রাজ্যসড়কে চলছে নৌকা। খানাকুলের মাড়োখানা, জগৎপুর, বনহিজলি, বারনন্দনপুর এলাকায় একতলা বাড়ির ভেতরে, গ্রামের রাস্তা এখনও জলমগ্ন রয়েছে। বিস্তীর্ণ চাষের জমিতে রয়েছে জল। কোথাও হাঁটুসমান, কোথাও কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক গ্রামে বাড়ি থেকে বেরিয়ে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। যদিও স্থানীয় প্রশাসনের দেখা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে দুর্গতদের মধ্যে। ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করছেন খানাকুলবাসী। বিভিন্ন দুর্বল নদীবাঁধে মেরামতের কাজ চললেও গত বছর ভেঙে যাওয়া বাঁধের কাজ এখনও পর্যন্ত সম্পন্ন করতে পারেনি। যার ফলে জলের চাপ বাড়লে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কায় আতঙ্কিত খানাকুলের বাসিন্দারা। এই মুহূর্তে আরও মাথাব্যথা বাড়াচ্ছে আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাস। এরফলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।