প্রকাশ সিনহা ও মোহন দাস, হুগলি : চিটফান্ড মামলায় (Chit Fund Scam Case) আরও এক তৃণমূল নেতা গ্রেফতার। সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার খানাকুলের তৃণমূল নেতা (TMC Leader Arrested)। হুগলির খানাকুলের বাড়ি থেকে গ্রেফতার তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন খানাকুল ১ নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি প্রবীর চট্টোপাধ্যায়। ৯০ থেকে ১০০ কোটি টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হয় এই তৃণমূল নেতাকে। কয়েকমাস আগেই উত্তর ২৪ পরগনার অপর এক তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেফতার করা হয়েছিল চিটফান্ড মামলায়।
ঠিক কী অভিযোগ
সিবিআই সূত্রে খবর ভারত কৃষি সমৃদ্ধ প্রাইভেট লিমিটেডের নাম করে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন গ্রেফতার হওয়া খানাকুলের তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়। যে সংস্থার বিরুদ্ধে তদন্ত করছিল সিবিআই। অভিযোগ, বাজার থেকে বেআইনিভাবে ৯০ থেকে ১০০ কোটি তুলেছিল যে সংস্থা। বিভিন্ন স্কিম দেখিয়ে মানুষকে ভুল পথে চালিত করার অভিযোগ ছিল সংস্থার বিরুদ্ধে। সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন খানাকুল ১ নম্বর ব্লকের তৃণমূলের সহ সভাপতি প্রবীর চট্টোপাধ্যায়।
বেশ কয়েকমাস ধরেই তাঁর খোঁজ করছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু মিলছিল না তাঁর খোঁজ। শেষমেশ জানা যায়, নিজের বাড়িতে এসেছেন প্রবীর চট্টোপাধ্য়ায়। যারপরই তাঁকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী আধিকারিকদের দাবি, যেহেতু সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন প্রবীর চট্টোপাধ্য়ায়। তাই মানুষকে ভুল বুঝিয়ে টাকা তোলার গোটা বিষয়টাই তিনি জানেন। আপাতত তাঁকে জেরা করে এই বিপুল পরিমাণ টাকা কোথায় সেটাই জানার চেষ্টা করছে সিবিআই।
আরও পড়ুন- 'মাথা কে জানেন,তাহলে নিজেই সাক্ষ্য দিন' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের
গ্রেফতার রাজু সাহানিও- সিবিআই সূত্রে দাবি, তল্লাশিতে রাজু সাহানির রিসর্ট ও লাগোয়া বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পত্তির নথি, একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ উদ্ধার হয়। সিবিআই সূত্রে দাবি, ধৃত রাজুর নামে তাইল্যান্ডের (Thailand) ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও মিলেছে। সিবিআই সূত্রে দাবি, ‘বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর তদন্ত করতে গিয়ে সৌম্যরূপ ভৌমিক নামে একজনের নাম উঠে আসে।
নথি পরীক্ষা করে দেখা যায়, ওই ব্যক্তির নামে প্রচুর টাকা পাঠানো হয়েছে। কিন্তু সেইসব টাকাই ঢুকেছে রাজু সাহানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপরই সিবিআই স্ক্যানারে চলে আসেন হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু। আর কোথায় কোথায় তাঁর সম্পত্তি আছে, সেইসব সম্পত্তির উত্স কী, তা খতিয়ে দেখার কাজ করেছে সিবিআই।