কলকাতা  : ২০২৩-২৪ সালের একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি । দুপুর ১২ থেকে ৩.১৫ পর্যন্ত পরীক্ষা। 
                
এবছর, উচ্চমাধ্যমিক পরিক্ষা শুরু হয় ১৪ মার্চ। ৬০টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষায় বসে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে এই সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হল জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিট মিলবে ৩১ মে।

এবার যারা উচ্চমাধ্যমিক দিয়েছে, করোনাকালে তারা মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষাই তাদের কাছে কার্যত প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষার ফলে অপেক্ষায় ছিল লক্ষ লক্ষ পরীক্ষার্থী।           



  • উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬

  • নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার 

  • উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫

  • দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা

  • উচ্চমাধ্যমিকে তৃতীয় ৪ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪  

  • তৃতীয় চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা

  • তৃতীয় আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক

    রেজাল্ট সংক্রান্ত আরও তথ্য




  •  


    উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। এ বছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হল পরীক্ষার ৫৭ দিনের মাথায় । এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। ৩১ মে মার্কশিট বিলি। ২০২৩-২৪ সালের একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি।  উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন। 
    বেলা ১২.৩০ থেকে দেখা যাচ্ছে এবিপি আনন্দর ওয়েবসাইটে - 
    উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে https://bengali.abplive.com-এ




    নজর রাখুন





    বেলা ১২টায়  উচ্চমাধমিকের ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।  ক্লিক করুন : wb12.abplive.com