কলকাতা : রাস্তা দিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। হঠাৎই উঠল চোর চোর স্লোগান! এই ভিডিও ট্যুইট করে, বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan ) ।


এই ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ  লিখেছেন, ' আজ বাঁকুড়াবাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee )  স্বাগত জানাল না, চোর চোর স্লোগান দিল। অথচ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) মহাশয়ের মিটিংয়ে লক্ষাধিক লোক। '                                                  


তৃণমূলের নবজোয়ার কর্মসূচির বুধবার একমাস পূর্ণ হচ্ছে। বুধবার পুরুলিয়ায় যাচ্ছেন অভিষেক। মঙ্গলবার সন্ধেবেলায় বাঁকুড়ার খাতড়ায় স্থানীয় চপের দোকানে গিয়েও শুনতে হল রাস্তা নিয়ে অভিযোগের কথা। মঙ্গলবার সিমলাপাল থেকে যে রাস্তা ধরে, অভিষেকের কনভয় খাতরায় আসে, সে রাস্তার বিভিন্ন প্রান্তে জমায়েত করেছিলেন কুড়মিরা। তার জেরে প্রথমে বনকাটি মোড়ে থমকায় অভিষেকের গাড়ি। যদিও কেন্দ্রের ঘাড়েই বঞ্চনার দায় চাপিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।             

আরওপড়ুন :


শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

             


বনকাটি মোড় থেকে ৩ কিলোমিটার দূরে, পুখুড়িয়া মোড়ে ফের বাধার মুখে পড়ে অভিষেকের কনভয়। তবে তাঁর গাড়ি বেরিয়ে গেলেও, আন্দোলনকারীদের ক্ষোভের জেরে কনভয়ের বাকি গাড়িগুলি আটকে পড়ে।এর আগে গত ১৭ মে, একইভাবে শুভেন্দু অধিকারীর কাছে অভাব-অভিযোগ জানিয়েছিলেন কুড়মি আন্দোলনকারীরা। 


মঙ্গলবার বাঁকুড়ায় কুড়মিদের ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের জেরে দফায় দফায় থমকায়  কনভয়। গাড়ি থেকে নেমে কুড়মিদের অভিযোগ শোনেন অভিষেক। সেই সঙ্গে নিশানা করেন বিজেপিকেও। পাল্টা কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।


এদিন খাতরাতেই কুড়মিদের একটি অনুষ্ঠানে অংশ নেন অভিষেক। পরে চায়ের দোকানে জনসংযোগ করতেও দেখা যায় তাঁকে।


 






নজর রাখুন " target="_blank"> বেলা ১২টায়  উচ্চমাধমিকের ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।  ক্লিক করুন : wb12.abplive.com  https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html  https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html