Bengali News Live : খেজুরিতে বিজেপি কর্মীর ২ ময়নাতদন্তে ২ ধরনের রিপোর্ট ! হাইকোর্টে কী বলল রাজ্য সরকার ?
West Bengal News Live Updates: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
ABP Ananda Last Updated: 20 Aug 2025 10:25 PM
প্রেক্ষাপট
কলকাতা : সংবিধানের ১৩০ তম সংশোধনীর কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সুপার-এমার্জেন্সির নামান্তর, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'ভারত থেকে গণতান্ত্রিক ব্যবস্থা চিরতরে শেষ করতে এই পদক্ষেপ'। 'বিচারব্যবস্থার স্বাধীনতা শেষ করতে...More
কলকাতা : সংবিধানের ১৩০ তম সংশোধনীর কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সুপার-এমার্জেন্সির নামান্তর, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'ভারত থেকে গণতান্ত্রিক ব্যবস্থা চিরতরে শেষ করতে এই পদক্ষেপ'। 'বিচারব্যবস্থার স্বাধীনতা শেষ করতে এই বিল আনা হয়েছে'। 'ভারতীয় গণতন্ত্রের উপর এটা হিটলারের মতো আক্রমণ'।সুশ্রীতা সোরেনের মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। মুরলিধর শর্মার নেতৃত্বে টিম গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। থানায় অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ মিলেছে বলেও জানিয়েছিল সিঙ্গল বেঞ্চ। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, সেই মামলাতেই এই নির্দেশ।মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১। গোপন সূত্রে খবর পেয়ে, ডোমকলের কামুরদিয়ার কালিতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় গাজলু শেখ নামে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি উন্নতমানের দেশি বন্দুক। অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডোমকল থানা। তবে কোথা থেকে জোগাড় করেছিলেন এই আগ্নেয়াস্ত্র? কীসের উদ্দেশে? জানতে চলছে জিজ্ঞাসাবাদ।কাজের টোপ দেখিয়ে উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগ দুই ব্য়ক্তির বিরুদ্ধে। কসবা থানায় দায়ের হল অভিযোগ। রাজর্ষি দে ও এসএস উদ্দিন নামে ২ ব্য়ক্তি বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অভিযোগ দায়ের হতেই পলাতক ২ অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলা রুজু করেছে কসবা থানার পুলিশ।২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের রিভিউ পিটিশনও সুপ্রিম কোর্টে খারিজ। নতুন করে শুনানির প্রয়োজন নেই, জানিয়ে দিলেন বিচারপতিরা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Update: অভয়ার পরিবারের বিরুদ্ধে মানহানি মামলা কুণাল ঘোষের
অভয়ার পরিবারকে এবার আইনি নোটিস কুণাল ঘোষের । অভয়ার পরিবারের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি। রাজনৈতিক দলের শেখানো কথা বলছেন বলে আক্রমণ। 'কোনও নোটিস পাইনি, ওনার কথার কোনও জবাবও দেব না'। 'ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের একটাই লক্ষ্য মেয়ের জন্য বিচার'। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টা আক্রমণে অভয়ার পরিবার।