কলকাতা: দক্ষিণবঙ্গে ফের বাড়ছে গরম। বেলা হলেই চোখ রাঙাচ্ছে সূর্য। অন্য়দিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বাজ পড়ে মৃত্যু (Jalpaiguri Lighting Death) হল একজনের। শোকস্তব্ধ ডুয়ার্সের গুরজং ঝোড়া চা বাগান।


বজ্রপাতে মৃত্যু জলপাইগুড়িতে: স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় এই চা বাগান সংলগ্ন এলাকায়। সেই সময়ে মাঠে ছাগল চড়িয়ে বাড়ি ফিরছিলেন রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের গুরজং ঝোড়া চা বাগানের মন্দির লাইনের বাসিন্ধা বিষ্ণু নায়েক। হঠাৎই বজ্রপাত হয়। ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মাঠে লুটিয়ে পরে বিষ্ণু। গ্রামবাসীরা তড়িঘড়ি বিষ্ণুকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে ডুয়ার্সের গুরজং ঝোড়া চা বাগানে। পুলিশ মৃত দেহের ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করেছে।


এদিকে মালদায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ১১ জনের। দুপুর হতেই আকাশ কালো করে শুরু হয় ব্যাপক ঝড়-বৃষ্টি। মুহুর্মুহু বাজ পড়তে থাকে। বৃষ্টি থেকে বাঁচতে, গাছতলায় আশ্রয় নেন অনেকে। মাঠেও কাজ করছিলেন কেউ কেউ। তখনই বাজ পড়ে প্রাণ হারান ১১ জন। মৃতদের মধ্যে ৩ জন মালদার সাহাপুরের বাসিন্দা। ২ জনের বাড়ি গাজোলের আদিনা এবং রতুয়ার বালুপুর এলাকায়। মৃতদের মধ্যে রয়েছে মানিকচকের বাসিন্দা ৮ ও ১১ বছর বয়সি ২ জন নাবালক। অসিত সাহা এবং রাজ মৃধা নামে দশম ও একাদশ শ্রেণীর দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে বাজ পড়ে। মৃতদের মধ্যে রয়েছেন হরিশচন্দ্রপুরের বাসিন্দা দম্পতি নয়ন রায় ও প্রিয়াঙ্কা রায়। বাজ পড়ে আহত হয়েছেন ২ জন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যে দেওয়া হবে বলে জানিয়েছেন মালদার জেলাশাসক। আহতদের চিকিৎসার খরচও দেবে প্রশাসন।

এদিকে তবে তীব্র গরমে নাজেহাল কলকাতা। বৃহস্পতিবার বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনি ও রবিবার পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলতে পারে। রবিবার বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। চলতি সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি পেরোতে পারে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে এই সপ্তাহে গরমে ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হতে হবে শহরবাসীকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Abhijit Ganguly: 'তুমি কত টাকায় বিক্রি হও?' অভিজিতের মন্তব্যে বিতর্ক