সনৎ ঝা, শিলিগুড়ি : ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল শিলিগুড়ি (Siliguri) লাগোয়া জলপাইগুড়ির (Jalpaiguri) অম্বিকানগর। ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। পুলিশকে লক্ষ করে করা হয় ইট বৃষ্টি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ (Police)।


কীভাবে দুর্ঘটনা ?


দাউ দাউ করে জ্বলছে ট্রাক। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করল পুলিশ। দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শনিবার সকালে এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির অম্বিকানগর। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে গাটপাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে যাচ্ছিলেন স্থানীয় ৩ যুবক। দ্রুতগতিতে এসে ট্রাকটি পিছন থেকে ধাক্কা মারে বাইকে। দুর্ঘটনার তীব্রতায় ট্রাকের নীচে ঢুকে যায় বাইকটি।


ট্রাকে আগুন, পুলিশের লাঠিচার্জ


ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবা নামে এক যুবকের। আহত হন বাকিরা। কান্নায় ভেঙে পড়েন মৃতের আত্ময়ী-পরিজনরা। তারপরই ক্ষিপ্ত জনতার রোষ গিয়ে পড়ে ঘাতক ট্রাকের ওপর। ধরিয়ে দেওয়া হয় আগুন। খবর পেয়ে ছুটে আসে দমকল ও পুলিশ। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ (Lathi Charge of Police) শুরু করে পুুলিশ। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। 


পুলিশসূত্রে খবর, ইটের আঘাতে জখম হন ২জন পুলিশ কর্মী। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকল। ট্রাক ও বাইকটি সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল থেকে। পুলিশ সূত্রে খবর, আহত দুই বাইক আরোহীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালক পলাতক।


আরও পড়ুন- স্কুলে নিয়োগে দুর্নীতি, চাকরি-হারা ১৯১১ জনের মধ্যে একের পর এক তৃণমূল নেতা !


কয়েক সপ্তাহ আগেই মালদা (Malda) থেকে গাজোল যাওয়ার পথে পাণ্ডুয়ায় বাস দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের, আহত হন ৩৯ জন। দুর্ঘটানর পরে ২০ জন যাত্রীর অবস্থা হয়েছিল আশঙ্কাজনক। যার দিনকয়েক আগে কালিম্পঙের মংপঙে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বানারহাট থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে শুকনো নদীখাতে পড়ে যায় গাড়িটি। আহত গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি করা হয়।