কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আর তারপরই জানানো হয় বড় সিদ্ধান্ত। সরকারি সূত্রে খবর, জয়েন্ট এন্ট্রান্সের ফল আজই প্রকাশ পাবে। সেই সঙ্গে আজই মেধাতালিকা প্রকাশ হবে। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেই জয়েন্টের ফলপ্রকাশের সিদ্ধান্ত রাজ্যের, খবর সূত্রের। এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। প্রায় ৪ মাসের মাথায় বেরোচ্ছে ফল। দুপুর ২ টোয় জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হবে। বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকা প্রকাশ, খবর সূত্রের। OBC জটের কারণে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল এতদিন আটকে থাকায় ক্রমেই পিছিয়ে যাচ্ছিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া। চরম অনিশ্চয়তায় পড়েন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল।
কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দেন, OBC 'A' এবং OBC 'B' ক্যাটিগরির ভিত্তিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে মেধা তালিকা তৈরি করেছে, তা প্রকাশ করা যাবে না। ৭ শতাংশ সংরক্ষণের নীতি মেনেই প্রকাশ করতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। ৬৬টি অন্যান্য অনগ্রসর শ্রেণিকে নিয়েই তৈরি করতে হবে মেধাতালিকা। একইসঙ্গে ১৫ দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের নতুন মেধাতালিকা তৈরি করতে রাজ্য় সরকারকে নির্দেশ দেন বিচারপতি। তার ২৪ ঘণ্টার মধ্য়ে শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। এরপর আজ, ২২ অগাস্ট, শীর্ষ আদালত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ নিয়ে এবার হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে।
২০২২ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল ৩০ এপ্রিল, রেজাল্ট বেরিয়েছিল ১৭ জুন। ২০২৩ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল ৩০ এপ্রিল, তার ফল বেরিয়েছিল ২৬ মে। ২০২৪ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৮ এপ্রিল। রেজাল্ট আউট হয় ৬ জুন।এবছর, ২০২৫ সালে রাজ্য় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ফল বের হতে লেগে গেল প্রায় চারটি মাস। এর মধ্যে বহু ছাত্রছাত্রী রাজ্য ছেড়েছেন। ভিনরাজ্যের কলেজে ভর্তি হয়েছেন অনেকেই। প্রথম সারির সরকারি কলেজে সুযোগ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি হওয়ায় আর অপেক্ষা করতে পারেননি অনেকেই। অবশেষে ফল বেরনোয় তাদের অপেক্ষা শেষ হল। বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়ে যাবে।