আবির দত্ত, কলকাতা : কলকাতায় (Kolkata) ফের অস্ত্র উদ্ধার (Arms Recovered)। জোড়াসাঁকো থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১। ধৃতের নাম মহম্মদ রহবর। কোথা থেকে ও কী কারণে অস্ত্র আনা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ (Police)। 


প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে অস্ত্র-গুলি উদ্ধার হয়ে চলেছে। শনিবার পুলিশের রুটিন তল্লাশিতে নদিয়ার (Nadia) হাঁসখালিতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। বীরভূমের (Birbhum) নলহাটি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। দুটি ঘটনায়, ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমের নলহাটি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে রাজ্য পুলিশের STF। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ২ অস্ত্র কারবারির থেকে ২টি পিস্তল এবং ৩০টি গুলি উদ্ধার হয়।                                                                                                   


পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনায়, তৃণমূলকে তীব্র আক্রমণ করছে বিরোধীরা। বিরোধীদের কটাক্ষের জবাব দিচ্ছে তৃণমূল (TMC)। পঞ্চায়েত ভোটের আগে যে ভাবে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধারের বিরাম নেই, সেই সঙ্গে থামছে না রাজনৈতিক তরজাও।                                                                                                                                                                        


কিছুদিন আগেই বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা থেকে ফের উদ্ধার হয়েছিল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজ। পুলিশের জালে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। সব ঠিক থাকলে আগামী বছরেই বাংলায় পঞ্চায়েত ভোট। তার অনেক আগে থেকেই, প্রায় প্রতিদিন দিকে দিকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিক অস্ত্র কারবারিকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে বুধবার সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি। 


আরও পড়ুন- 'ভ্যাকসিনও চুরি' অভিযোগ দিলীপের, 'অসুখ-বিসুখ নিয়ে রাজনীতি ঠিক নয়' পাল্টা ফিরহাদের