আবির দত্ত, কলকাতা : ডেটিং অ্যাপের (Dating App) আড়ালে প্রতারণাচক্র (Fraud)। বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা করানোর বিনিংয়ে টাকা চাওয়া থেকে দেখার করানোর পর আপত্তিকর ভিডিও (Private Video) তুলে ব্ল্যাকমেল, টাকা চাওয়ার অভিযোগ। খাস কলকাতায় মূলত কমবয়সীদের টার্গেট করে ছড়িয়েছিল প্রতারণার জাল। শেষমেশ সেই চক্রের পর্দাফাঁস করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু'জনকে।


গ্রেফতার প্রতারকরা


শহরে ডেটিং অ্যাপের নামে প্রতারণার ফাঁদ চলছিল। প্রতারকদের টার্গেট ছিল মূলত কমবয়সীরা। অভিযোগ, টাকা নিয়ে অ্যাপের মাধ্যমে বন্ধু বা বান্ধবীর সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হত। এরপর দেখা করতে গেলে আপত্তিকর ভিডিও তুলে রেখে শুরু হত ব্ল্যাকমেল (Blackmail)। কয়েকমাস ধরেই এ ধরনের প্রতারণা চলছিল বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে সাদা পোশাকে হানা দেয় গলফ গ্রিন থানার পুলিশ। রত্না দে ও কুন্তল দে নামে যুগলকে গ্রেফতার করে।


গ্রেফতার করার পর দুই অভিযুক্তকে হেফাজতেও পেয়েছে পুলিশ (Police)। তাদেরকে জেরা করে তদন্তকারীরা খতিয়ে দেখছেন ডেটিং অ্যাপের আড়ালে চলতে থাকা এই প্রতারণাচক্রে শুধু তারা দু'জন নাকি আরও কেউ যুক্ত রয়েছে।


ঠিক কী অভিযোগ


বিগত কয়েকমাস ধরে এই প্রতারণাচক্র চলছে বলেই খবর। বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা করানোর নাম করে ডেটিং অ্যাপ তৈরি করে মূলত কমবয়সীদের টার্গেট করে তাঁদের থেকে টাকা নেওয়া হত। তারপর সেই ফাঁদে পা দিলে ডেটিংয়ের আড়ালে আপত্তিকর ভিডিও তুলে নিয়ে তারপর শুরু হত ব্ল্যাকমেল। অর্থাৎ ডেটিং অ্যাপের আড়ালে দু-দফায় টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ সামনে আসে। সেই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে গলফ গ্রিন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় সাদা পোশাকে তল্লাশি চালায় তাঁরা।


তল্লাশির পরই দুজনকে গ্রেফতার (Arrest) করে গলফ গ্রিন থানার পুলিশ। বেশ কয়েকমাস ধরে চালানো এই প্রতারণা চক্রে লক্ষাধিক টাকার ওপর বিভিন্ন কমবয়সীদের থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।                                                                             



আরও পড়ুন- শিয়ালদা-রানাঘাট শাখায় বেশ কিছু ট্রেন বাতিল এই সময়, বড়দিনের মরসুমে যাত্রীভোগান্তির আশঙ্কা