কলকাতা: প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তাঁদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশ। বুধবার দুপুরে যখন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা। তখন প্রায় একই সময়ে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শের কথা শোনা গেল বিশিষ্টদের একাংশের গলায়। 


কাজে ফেরার পরামর্শ: ৪২ দিন একটানা কর্মবিরতির পর ১০ দিন আংশিকভাবে কাজে ফিরে মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত মেডিক্য়াল কলেজে ফের কর্মবিরতিতে গেছেন জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকের বিচার-সহ ১০ দফা দাবিতে, মহালয়ায় মহামিছিল করে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেন, "মানুষকে জানতে হবে, দিনের শেষে আমরাও মানুষ। তো আমাদেরকে মেরে যদি সব ঠিক করা যায় তাহলে এটার কোনও মানে নেই। যতদিন ডাক্তারের উপরে এরকম হাত উঠবে ততদিন ডাক্তার মারা যাবে, ততদিন এরকম আন্দোলন চলবে।'' একই মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশে মানুষের কথা মনে রাখার পরামর্শ দিলেন সিনিয়ররা। চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, "রাজ্যে 75 %মানুষ govt হসপিটালের ওপর ভরসা রাখে। দাদা হিসেবে বলবো, তাঁদের কথা ভুলো না।''


প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তাঁদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশ। প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার বলেন, "প্রতিবাদের নানা রূপ আছে। এতে মানুষের সমর্থন যেন না হারায়। পুরো পুরি কর্মবিরতি নয়। স্ট্যাটেজি পাল্টাটে হয়। এমন অনেক শত্রু আছে ওরা কর্মবিরতি করুক ও ভুল করুক। এমন যেন না হয়। ডাক্তাররা তো ক্যাটালিস্ট। সবাই আন্দোলনে আছে।''

বুধবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি আংশিক প্রত্য়াহারের দশদিন পর ফের পুরোদস্তুর কর্মবিরতিতে যাওয়া নিয়েও মুখ খুললেন। প্রায় একই সময়ে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শ দিলেন বিশিষ্টদের অনেকে। এদিন চিকিৎসক কুণাল সরকার বলেন, "মানুষের অসুবিধা না করে, সরকারি হাসপাতালের যেন ৭০ দশকের ট্রেড উইনিয়ন না হয়ে যায় । ২টো পাথর ঘষলে উত্তাপ বেরোয় ঠিকই, কিন্তু পাথর ক্ষয়ে যায়।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়