নয়াদিল্লি: নীরজ চোপড়ার (Neeraj Chopra) মায়ের উদ্দেশে বিশেষ চিঠি নরেন্দ্র মোদির (Narendra Modi)। জানালেন কৃতজ্ঞতা। কিন্তু হঠাৎ জোড়া অলিম্পিক্স পদকজয়ীর মাকে কেন চিঠি লিখলেন প্রধানমন্ত্রী?
প্যারিস অলিম্পিক্সের আগেই অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মজা করে নীরজকে বলেছিলেন, তিনি এখনও চুরমা পাননি। নীরজের মায়ের হাতে তৈরি এই চুরমার প্রশংসা একাধিকবার তারকা অ্যাথলিটের মুখেই শুনে, সেই চুরমা খাওয়ার আবদারও করেছিলেন প্রধানমন্ত্রী। তবে সেই আবদার পূরণ না হওয়ায় নীরজকে মজার ছলেই খোঁচা দিয়েছিলেন তিনি। এবার অবশেষে তাঁর ইচ্ছাপূরণ হল।
প্রধানমন্ত্রীকে নীরজ তাঁর মা সরোজ দেবীর হাতে তৈরি চুরমা উপহার দেন। মঙ্গলবার, ১ অক্টোবর এক অনুষ্ঠানে সেই চুরমা খান প্রধানমন্ত্রী। সেই চুরমা খেয়েই আবেগাপ্লুত হয়ে নীরজের মায়ের উদ্দেশে বিশেষ এক চিঠি লিখলেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 'প্রণাম নেবেন। আশা করছি আপনি সুস্থ,সবল ও আনন্দে রয়েছেন। গতকাল জামাইকার প্রধানমন্ত্রীর ভারত সফরের উদযাপন করতে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানে আমি ভাই নীরজের সঙ্গে দেখা করি। ও কথা বলতে বলতেই আমায় আপনার হাতে তৈরি দুরন্ত চুরমা দেয়। সেটা দেখেই আমার আনন্দ অনেকাংশে বেড়ে গিয়েছিল। আর সেটা খাওয়ার পর আমার তো আপনাকে চিঠি লিখতেই হত। ভাই নীরজ এর আগেও আমায় বহুবার এই চুরমার কথা বলেছে। আজ এটা মুখে দিতেই আমি আবেগঘন হয়ে পড়ি। আপনার ভালবাসা ও স্নেহ দিয়ে তৈরি করা এই বিশেষ উপহার আমায় আমার মায়ের কথা মনে করিয়ে দেয়।'
প্রধানমন্ত্রী আরও জানান যে নবরাত্রিতে তিনি উপোস করেন এবং তিনি আশাবাদী ঠিক যেমনভাবে নীরজ এই চুরমা খেয়ে বিশ্বের বিরুদ্ধে লড়াই করার শক্তি পান, তেমনই তাঁকেও পরবর্তী নয়দিন এই চুরমা দেশের সেবা করার জন্য শক্তি দেবে। 'নবরাত্রির নয়দিন আমি উপোস করি। তাই আপনার তৈরি চুরমা সেই অর্থে দেখতে গেলে উপোসের আগে আমার শেষ ভোজন ছিল। যেভাবে আপনার তৈরি খাবার ভাই নীরজকে পদক জয়ের শক্তি জোগায়, তেমনই এই চুরমা পরবর্তী নয়দিন আমায় দেশের সেবা করতে শক্তি দেবে বলে আমি আশাবাদী।' লেখেন প্রধানমন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্যারিসে জোড়া পদকজয়ের পর কী বদলেছে? স্পষ্ট জবাব দিলেন মনু ভাকের