West Bengal News Live : ফের কলকাতায় প্রধানমন্ত্রী, আজ ফোর্ট উইলিয়ামে উদ্বোধন করবেন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের

এরাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষা দেন উত্তরপ্রদেশ-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থীরা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

ABP Ananda Last Updated: 15 Sep 2025 03:19 PM

প্রেক্ষাপট

নির্বিঘ্নে শেষ হল SSC-র একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ফের পরীক্ষায় বসলেন দুহাজার তেইশে চুল কামিয়ে প্রতিবাদ করা পাঁশকুড়ার রাসমণি পাত্র। বাঁকুড়ায় শিরদাঁড়া বিক্রি নেই টিশার্ট পরে পরীক্ষা দিলেন ২ পরীক্ষার্থী।...More

WB News Live : ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারের মতো আসা যাওয়া শুরু হয় প্রধানমন্ত্রীর, খোঁচা কুণাল ঘোষের

গত ৫ মাসে চার বার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী। ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারের মতো আসা যাওয়া শুরু হয় প্রধানমন্ত্রীর। খোঁচা তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।