সৌমিত্র রায়, কলকাতা : বড়দিনের (Christmas) আনন্দ চেটেপুটে নিল বঙ্গবাসী ৷ কলকাতা থেকে জেলা, ভিড়ে মিশল উৎসবের রং। কেকের সুবাস, রঙিন আলোর সাজে সেজে ওঠে পার্ক স্ট্রিট । রাত বাড়তে বাড়ে ভিড়ও। বড়দিনের সকাল থেকেই কলকাতাজুড়ে উপচে পড়েছিল ভিড়। রাত বাড়তেই সব ভিড় যেন মোড় নেয় পার্ক স্ট্রিটে।


ভিড়ের চাপে বন্ধ অ্যালান পার্ক


উৎসবের আবহ মনে করিয়ে দিচ্ছিল পুজোর অষ্ঠমীর কলকাতার কোনও নামী পুজোর প্যান্ডেলের কথা। একসময় ভিড়ের চাপ এতটাই বেড়ে যায় যে পুলিশকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় অ্যালান পার্কের গেট। পার্ক স্ট্রিটে বড়দিনের অন্যতম আকর্ষণীয় স্থল অ্যালান পার্ক বন্ধ থাকায় উৎসাহীরা বাইরে দাঁড়িয়েই ছবি, সেলফি তুলে দুধের স্বাদ ঘোলে মেটান।                                                 


পার্ক স্ট্রিট থেকে ওয়াকিং স্ট্রিট