সঞ্চয়ন মিত্র, কলকাতা : পশ্চিমে সরছে নিম্নচাপ ( Depression ) । এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। কলকাতা-সহ ( Kolkata ) দক্ষিণবঙ্গেও দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে থাকছে জল জমার সমস্যাও ( Water Logging Problem )। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। গতকালের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন। গতকাল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে - 



  • সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে। ৯১ মিলিমিটার।

  • বেহালায় ৯০.৮ মিলিমিটার। 

  • বালিগঞ্জে ৮৭ মিলিমিটার।

  • জোকায় ৭৬ মিলিমিটার। 

  • মোমিনপুরে ৭১ মিলিমিটার। 

  • তপসিয়ায় ৬০মিলিমিটার। 

  • মার্কুইস স্কোয়ারে ৫৯ মিলিমিটার।

  • ঠনঠনিয়ায় ৪৬.৬ মিলিমিটার।

  • ধাপায় ৪৬ মিলিমিটার।

  • মানিকতলায় ৪৩ মিলিমিটার।

  • দত্তবাগানে ৪১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।    

    রেললাইনে ধস
    এদিকে সারারাত বৃষ্টির পর শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে রেললাইনে ধস নামে।  জানা গিয়েছে,  রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি।  এর জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় মেন লাইনে শিয়ালদা-নৈহাটি শাখায় ।  কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।  বেশ কিছু ট্রেন অন্য লাইন দিয়ে চালানো হচ্ছে বলে খবর। 

    কতদিন চলবে বৃষ্টি
    মঙ্গলের রাতভর বৃষ্টির পর বুধেও মুখ ভার ছিল আকাশের। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।     

    শেষ পাওয়া খবর অনুসারে, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। কিছুটা দুর্বল হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। বুধবারও উপকূল সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বাতাস বইবে। 

    দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় ভারী থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় হালকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার পশ্চিমের জেলা বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের দাবি, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। 

    আরও পড়ুন :


    ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায় 


    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


    https://t.me/abpanandaofficial