WB News Live: চাষের জমিতে আর্থিক সাহায্য, চলবে কমিউনিটি কিচেন, দুধিয়ায় ত্রাণ শিবিরে বার্তা মুখ্যমন্ত্রীর

News Live: রাজ্য, জেলা, শহরের যে কোনও খবর এক ঝলকে---

Advertisement

ABP Ananda Last Updated: 07 Oct 2025 02:42 PM

প্রেক্ষাপট

১। বিজেপি সাংসদ-বিধায়ককে মার, রাজ্যের আইনশৃঙ্খলা করুণ বলে নিন্দায় প্রধানমন্ত্রী। সন্ত্রাসের বদলে জনসেবায় তৃণমূল এবং সরকার মন দিক বলে কটাক্ষ।প্রতিবাদে প্রধানমন্ত্রী২। বিজেপি সাংসদ-বিধায়কের উপর হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী, জবাব মুখ্যমন্ত্রীর। দলের...More

News Live: মিরিকের দুধিয়ায় ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গে বিপর্যয়, মিরিকের দুধিয়ায় মুখ্যমন্ত্রী। মিরিকের দুধিয়ায় ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ধসে খারাপ হওয়া রাস্তা দ্রুত সারাতে হবে। যে সমস্ত নথিপত্র নষ্ট হয়েছে সরকার সব নতুন করে দেবে। সকলে বাড়ি না ফেরা পর্যন্ত কমিউনিটি কিচেন চলবে। রাস্তা, বাড়ি-ঘর, ব্রিজ সব তৈরি করে দেওয়া হবে। এখন রাজনীতি করার সময় না। ১৫ দিনের মধ্যে সেতু তৈরির কাজ শেষ। আপাতত অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত হবে। দুর্যোগে টানা নজরদারি রাখবে রাজ্য সরকার। চাষের জমিতে আর্থিক সাহায্য রাজ্য সরকারের।
''


 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.