West Bengal Live Blog: নৈহাটি-ভাটপাড়া সীমান্তবর্তী এলাকায় ভরদুপুরে চলল গুলি! ফের উত্তপ্ত ভাঙড়, সওকত মোল্লার অনুগামীদের গুন্ডামি

West Bengal Live News Update: ভাঙড় আছে ভাঙড়েই। এবার সওকত-আরাবুল সংঘাতে ধনধুমার। আরাবুলের ছেলের গাড়িতে হামলা, বিক্ষোভ, হাতাহাতি।

Advertisement

ABP Ananda Last Updated: 04 Jan 2026 05:44 PM

প্রেক্ষাপট

কলকাতা: টেবিলে থরে থরে সাজানো নোট। আর পিছনে বসে তৃণমূল নেতা। ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক। ভিডিও-য় দেখা গেল বারাসাত ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল। টাকার পাহাড়ের পিছনে...More

West Bengal News: ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় চলল গুলি

ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় চলল গুলি। ২টি বাইকে এসে পরপর গুলি ৬-৭ জন দুষ্কৃতীর। দুপুর ২ গুলি চলে, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। রেল কোয়ার্টারের কাছে দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই ঘিরে চলল গুলি। নৈহাটি-ভাটপাড়া সীমান্তবর্তী এলাকায় ভরদুপুরে চলল গুলি। ২ রাউন্ড গুলি চলেছে, উদ্ধার হয়েছে গুলির খোল, দাবি পুলিশের। কিছুদিন আগে ২ দল দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে যে দলের দুষ্কৃতীরা আক্রান্ত হয়েছিল, তারাই হামলা চালায়, সূত্রের খবর।

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.