West Bengal Live Blog: নৈহাটি-ভাটপাড়া সীমান্তবর্তী এলাকায় ভরদুপুরে চলল গুলি! ফের উত্তপ্ত ভাঙড়, সওকত মোল্লার অনুগামীদের গুন্ডামি
West Bengal Live News Update: ভাঙড় আছে ভাঙড়েই। এবার সওকত-আরাবুল সংঘাতে ধনধুমার। আরাবুলের ছেলের গাড়িতে হামলা, বিক্ষোভ, হাতাহাতি।
ABP Ananda Last Updated: 04 Jan 2026 05:44 PM
প্রেক্ষাপট
কলকাতা: টেবিলে থরে থরে সাজানো নোট। আর পিছনে বসে তৃণমূল নেতা। ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক। ভিডিও-য় দেখা গেল বারাসাত ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল। টাকার পাহাড়ের পিছনে...More
কলকাতা: টেবিলে থরে থরে সাজানো নোট। আর পিছনে বসে তৃণমূল নেতা। ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক। ভিডিও-য় দেখা গেল বারাসাত ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল। টাকার পাহাড়ের পিছনে তিনি এবং তাঁর পাশে এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে। 'নগদে না ফাইনান্সে নেবে', ফোনে এমন কথোপকথনও শোনা যায় ওই ব্যবসায়ীর মুখে। (Viral Video)। ভিডিও-য়ে যে টাকার পাহাড় দেখা গিয়েছে, তাতে কার্যত মুখ ঢেকে গিয়েছে চেয়ারে বসে থাকা ওই ব্যবসায়ী, রাকিবুল ইসলামের। তাঁর বাঁ দিকে বসেছিলেন গিয়াসউদ্দিন। ফোনে কারও সঙ্গে কথা বলতে শোনা যায় ওই রাকিবুলকে। তাঁকে বলতে শোনা যায়, "অনেকগুলো মডেল আছে। ক্যাশে নেবে না ফাইনান্সে?" কিছু ক্ষণ পর এক ব্যক্তি নাইলনের ব্যাগ নিয়ে উপস্থিত হন। সেই ব্যাগেও ভরা হয় টাকা। (Barasat News)। ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। যদিও গিয়াসউদ্দিন জানিয়েছেন, ভিডিওটি ২০২২ সালের। একটি নিয়ে লেনদেন হচ্ছিল। পাশে বসেছিলেন তিনি শুধু। লেনদেনে কোনও ভূমিকা নেই তাঁর। জমি কেনাবেচার টাকাই গোনা হচ্ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী রাকিবুল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনও দোষ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।এবার 'লক্ষ্মীর ভাণ্ডারে'র টাকা পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান দিলেন বিজেপি নেতা। বাড়ির যে মহিলারা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে টাকা পান এবং তৃণমূলকে ভোট দেন, তাঁদের বন্দি করে রাখতে বললেন বাড়ির পুরুষদের। জোড়াফুলে নয়, পদ্মে ভোট দিতে হবে বলে নির্দেশ দিলেন তিনি। আর সেই ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি-কে একহাত নিয়েছে তৃণমূলও। (Lakshmir Bhandar)SIR পর্ব মিটলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে এখন থেকেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আর সেই আবহেই বেফাঁস মন্তব্য করে বিতর্ক জড়ালেন দাসপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। কালীপদ বিজেপি-র রাজ্য কমিটির সদস্যও। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বলেন, "এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা যেমন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, তেমন এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা আছেন যাঁরা জোড়াফুলে ভোট দিতে যাবেন।" (Kalipada Sengupta)ফের উত্তপ্ত ভাঙড়, এবার আরাবুলের ছেলের গাড়িতে 'হামলা'। আরাবুল ইসলাম বনাম সওকত মোল্লার 'দ্বন্দ্বে' ধুন্ধুমার। আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ সওকত অনুগামীদের বিরুদ্ধে। হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ ও হাতাহাতির চলে বলে অভিযোগ। গতকাল আরাবুল অনুগামী তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে হামলা, খুনের অভিযোগ উঠে আসে। অদূত মোল্লার বাড়িতে যান আরাবুলের ছেলে ও তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অদূতের বাড়ি থেকে বেরতোই ঘটনার মোড় ! প্রদীপ মণ্ডলকে মারধরের অভিযোগ। পুলিশি হস্তক্ষেপে ব্যাপক উত্তেজনার মধ্যে বেরিয়ে যান হাকিমুল ইসলাম।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News: ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় চলল গুলি
ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় চলল গুলি। ২টি বাইকে এসে পরপর গুলি ৬-৭ জন দুষ্কৃতীর। দুপুর ২ গুলি চলে, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। রেল কোয়ার্টারের কাছে দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই ঘিরে চলল গুলি। নৈহাটি-ভাটপাড়া সীমান্তবর্তী এলাকায় ভরদুপুরে চলল গুলি। ২ রাউন্ড গুলি চলেছে, উদ্ধার হয়েছে গুলির খোল, দাবি পুলিশের। কিছুদিন আগে ২ দল দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে যে দলের দুষ্কৃতীরা আক্রান্ত হয়েছিল, তারাই হামলা চালায়, সূত্রের খবর।