West Bengal Live Blog: গণধর্ষণ? সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত? আরজি কর মামলায় বিচারপতির প্রশ্নের মুখে CBI

West Bengal Live Blog News: জলের পাইপলাইন বসাতে গিয়ে ধস। নেই জল, নেই বিদ্যুৎ, বাড়ির দেওয়ালে ফাটল, ভেঙেছে রাস্তা। আতঙ্কে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। রওনা নতুন ঠিকানায়।

ABP Ananda Last Updated: 24 Mar 2025 02:06 PM
Weather Update: স্বস্তি আর বেশিদিনের নয়.. আগামীকাল থেকেই বাড়বে তাপমাত্রা! ফের দাবদাহ পরিস্থিতি?

কয়েকদিন বৃষ্টির পরে মার্চের শেষের দিকে কিছুটা কমেছে গরমের দাপট। মার্চের মাঝামাঝি কার্যত যে দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তাপমাত্রা কিছুটা কমবার ফলে দিনে ও রাতে মনোরম পরিবেশ থাকছে। দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের দিকে তাপমাত্রা কমে বেশ মনোরম পরিবেশ তৈরি হচ্ছে। তবে এই স্বস্তি বেশিদিনের নয়। জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে ফের বাড়বে তাপমাত্রা। 


আজ দক্ষিণবঙ্গের পশ্চিমে তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এরপরে বাংলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুক্র- শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দু-তিন জেলাতে হালকা বৃষ্টির সমান সম্ভাবনা রয়েছে। আসাম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরালা পর্যন্ত। দক্ষিণবঙ্গে, মূলত কলকাতায়, আজ স্বাভাবিকের থেকেও প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। সব জেলাতেই দিন ও রাতের দুই তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে।

RG Kar News: 'স্টেটাস রিপোর্টে মামলা বিলম্বিত হয়, সোজা কেস ডায়েরি আনুন', আর জি কর শুনানিতে সিবিআই-কে নির্দেশ বিচারপতি ঘোষের

স্টেটাস রিপোর্টে মামলা বিলম্বিত হয়, সোজা কেস ডায়েরি আনুন। আর জি কর শুনানিতে সিবিআই-কে নির্দেশ বিচারপতি ঘোষের। তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, তুললেন সে প্রশ্নও।

RG Kar Update News: আর জি কর মামলা নিয়ে ডাক্তার ও নার্সদের সিজিও অভিযান

আর জি কর মামলা নিয়ে ডাক্তার ও নার্সদের সিজিও অভিযান। অভিযান ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা

RG Kar News: এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট ? সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের

'এই তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের (সিবিআই) মনে হয়েছে যে এটা গণ ধর্ষণের ঘটনা?' সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'আপনাদের কি কোথাও মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা?' যদি মনে হয়ে থাকে তাহলে সেই সন্দেহভাজন কারা? সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে?', সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মুহূর্তে এই মামলায় আপনারা কী করছেন ? সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট ? সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের

RG Kar Issue: 'সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে?', সিবিআইকে প্রশ্ন বিচারপতির

'এই তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের (সিবিআই) মনে হয়েছে যে এটা গণ ধর্ষণের ঘটনা?' সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে?', সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

Kolkata Accident: ফের মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা, গুরুতর আহত অ্যাপ বাইক চালক ও আরোহী

ফের মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা। গুরুতর আহত অ্যাপ বাইক চালক ও আরোহী। পুলিশ সূত্রে খবর, বাইকে চড়ে। হাওড়ার ডোমজুড় থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থায়। চাকরির পরীক্ষা দিতে আসছিলেন এক তরুণী। মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক। বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। তরুণীর হেলমেট খুলে গিয়ে উড়ালপুল থেকে নীচে ছিটকে পড়ে। গুরুতর আহত অ্যাপ বাইক চালককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরুণী রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন
বাইকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

RG Kar News: শুনানির আগে আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগে ফের CBI-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নিহত চিকিৎসকের মা-বাবা

শুনানির আগে আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগে ফের CBI-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। এতদিন CBI কেন কিছু করেনি? ৭ মাস পর নড়েচড়ে বসে কী লাভ হবে? প্রশ্ন তুলেছে চিকিৎসকের পরিবার। 

RG Kar Issue: আজ হাইকোর্টে আর জি কর-মামলার শুনানি

আজ হাইকোর্টে আর জি কর-মামলার শুনানি। নতুন করে তদন্তের আর্জি শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তে অসন্তুষ্ট নিহত চিকিৎসকের মা-বাবা। দিল্লিতে গিয়ে CBI-এর ডিরেক্টরকেও তাঁরা জানিয়ে এসেছেন তাঁদের ক্ষোভের কথা। গত ১৭ মার্চ মা-বাবার আবেদনে মান্যতা দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে জানায়, নতুন করে তদন্তের আর্জি শুনবে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। যদিও আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই, মে মাসের দ্বিতীয় সপ্তাহে

Nationam News: দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে জাল নোট উদ্ধারে নয়া মোড়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা ভিডিওয় দেখা যাচ্ছে, অর্ধেক পুড়ে যাওয়া প্রচুর ৫০০ টাকার নোট মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই ছবি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোর টাকা উদ্ধারের ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিরোধী দলগুলিও। বিরোধীদের আক্রমণের মুখে সুপ্রিম কোর্টের রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। যদিও, এই ঘটনায় বিচারপতি যশবন্ত বর্মা ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন। 

Kolkata Update: জেলায় জেলায় অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট

জেলায় জেলায় অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট। ভ্যাকসিন পেতে তাই জেলা থেকে শহরে আসছেন বহু মানুষ। বেলেঘাটা আইডি হাসপাতালের সামনেও নজরে এসছে রোগীদের লম্বা লাইন। এদিকে, কলকাতার মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালে স্টক আপাতত থাকলেও, নতুন করে ভ্যাকসিনের সরবরাহ না হলে, তাও ফুরোবে খুব শীঘ্রই।

Kolkata News: গরম পড়তে না পড়তেই কামারহাটির উত্তর বাসুদেবপুরে ডায়ারিয়ার মতো উপসর্গে ভুগছেন বহু মানুষ

গরম পড়তে না পড়তেই কামারহাটির উত্তর বাসুদেবপুরে ডায়ারিয়ার মতো উপসর্গে ভুগছেন বহু মানুষ। অসুস্থ হয়ে অনেকে ভর্তি রয়েছেন হাসপাতালে। পুরসভার সরবরাহ করা পানীয় জল থেকেই রোগ ছড়াচ্ছে বলে অভিযোগ করছেন বাসিন্দাদের একাংশ। জলের নমুনা পরীক্ষার রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে বলে দাবি করছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। আপাতত জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে এলাকায় চলছে সচেতনতামূলক প্রচার।

প্রেক্ষাপট

কলকাতা: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাংলোর স্টোর রুম থেকে প্রচুর পরিমাণ পোড়া টাকা উদ্ধারের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশে। আর সেই প্রসঙ্গে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো ভিডিও এবং রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে আজ ফের বিচারপতির বাড়ির সামনে উদ্ধার হল পুড়ে যাওয়া ৫০০ টাকার নোটের একাধিক টুকরো। 


অন্ধকার ঘর! কোনও কোনও জায়গা থেকে তখনও বেরোচ্ছে ধোঁয়া! কিন্তু টর্চের আলো জ্বলতেই চোখে পড়ছে মাটিতে পরে থাকা পুড়ে যাওয়া পাঁচশো টাকার নোটের বান্ডিলে! এক-আধটা নয়, রাশি রাশি পাঁচশো টাকার নোটের পুড়ে যাওয়া বান্ডিল। এক দমকলকর্মী তখনও পুড়ে যাওয়া জিনিস সরিয়ে সরিয়ে দেখছেন। আর সেখান থেকেও ঝরে ঝরে পড়ছে পুড়ে যাওয়া, আধপোড়া পাঁচশো টাকার নোট!


তুঘলক রোডে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাংলোর স্টোর রুম থেকে প্রচুর পরিমাণ টাকা উদ্ধারের অভিযোগে ইতিমধ্যেই তোলপাড় চলছে গোটা দেশে! এই প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে অর্ধেক পুড়ে যাওয়া প্রচুর ৫০০ টাকার নোট মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 


চাঞ্চল্যকর বিষয় হল, ১৪ মার্চ দোল পূর্ণিমার রাতে বিচারপতি বর্মার বাংলোর স্টোর রুমে আগুন লাগার ৮ দিন পর রবিবারও, বিচারপতির বাংলোর বাইরে থেকে উদ্ধার হয়েছে পোড়া ৫০০ টাকার নোট। বিচারপতি বর্মার বাংলোর স্টোররুমের আগুন নেভানোর পরের যে ভিডিও শনিবার সামনে এসেছে, সেটা ১৪ মার্চ অর্থাৎ দোলের দিনের। সেদিন রাত সাড়ে ১১টা নাগাদ, বিচারপতি বর্মার বাংলোয় আগুন লাগে। খবর পেয়ে পৌঁছয় দমকল। তারা আগুন নেভায়। এটি সেই সময়কারই ছবি। 


দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ঘটনার পরেরদিন অর্থাৎ ১৫ মার্চ এই ভিডিও। এবং তিনটি স্টিল ছবি তাঁকে পাঠান দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা। এ নিয়ে ইতিমধ্যেই দেশের প্রধান বিচারপতিকে নিজের রিপোর্ট পাঠিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। নজিরবিহীনভাবে সেই রিপোর্ট, ছবি ও ভিডিও সরাসরি আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। যদিও দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া ব্যাখ্যায় বিচারপতি যশবন্ত বর্মা দাবি করেছেন, তাঁর বাংলোর আউটহাউসের স্টোর রুমে তিনি বা তাঁর পরিবারের কোনও সদস্য় কখনই কোনও টাকা রাখেননি। এই সম্পর্কে তিনি কিছু জানেন না। টাকা তাঁর বলে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিচারপতি বর্মার আরও দাবি, তাঁকে বদনাম করার লক্ষ্য়ে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। 


পুড়ে যাওয়া এই নোট এল কোথা থেকে?নেপথ্যে কী রহস্য? যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জি এস সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরমণকে নিয়ে ৩ সদস্য়ের তদন্ত কমিটি গঠন করেছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.