West Bengal Live Blog: এবার দিলীপ ঘোষ-ঘনিষ্ঠ বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের

Bengal News Update: জেলা থেকে শহর, রাজ্য থেকে দেশ, সব খবর সবার আগে জেনে নিন

ABP Ananda Last Updated: 01 May 2025 11:00 PM

প্রেক্ষাপট

কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের রাতে মৃত্যুপুরী হয়ে উঠল বড়বাজার। মেছুয়া ফলপট্টিতে হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু হল ১৪ জনের। তাঁদের মধ্যে প্রাণ বাঁচাতে কার্নিস থেকে পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। মৃতদের...More

West Bengal Live Blog: ৯ দিন হতে চলল, এখনও পাক বাহিনীর হাতে বন্দি BSF জওয়ান পূর্ণমকুমার সাউ

৮ পেরিয়ে ৯ দিন হতে চলল, এখনও পাক বাহিনীর হাতে বন্দি অবস্থায় রয়েছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। এদিকে স্বামীকে উদ্ধার করতে রিষড়া থেকে সুদূর পাঞ্জাব ও হিমাচল প্রদেশে গিয়েও খালি হাতে বাংলায় ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ।