West Bengal Live Blog: ৮০ দিন পরেও বিচার অধরা, আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের
West Bengal Blog: দিকে দিকে বিক্ষোভ, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। রাজ্যের আবাস প্রকল্পের তালিকা থেকে বাদ যাওয়া নাম, ফের খতিয়ে দেখার নির্দেশ
বীরভূমে এবার তৃণমূলের ছাত্র সংগঠনের কোন্দল প্রকাশ্যে এল। সোশাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের হয়ে বিধায়কদের নিশানা করার অভিযোগ উঠল TMCP-র জেলা সভাপতির বিরুদ্ধে।
অভিযোগ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন TMCP-র সহ সভাপতি। যা বলার দলকে বলবেন, জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি।
প্রায় ৯ ঘণ্টা, এখনও দত্তপুকুরের বাদুতে জ্বলছে কারখানা। দত্তপুকুরের বাদুতে কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ১। রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ৩জন আহত। কারখানায় প্রচুর দাহ্য মজুত, আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় দমকল
একদিকে তৃণমূলের মঞ্চে উর্দিধারী পুলিশ। তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির মানিকচক থানার আইসি। আবার কখনও পূর্ব বর্ধমানে তৃণমূলের মঞ্চে উর্দিধারী ওসি ট্রাফিককে সম্বর্ধনার ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক। আবার কখনও নারায়ণগড়ে, তৃণমূল বিধায়কের জন্মদিনে ওসির হাজিরা। আর এদিকে ক্যানিং থানায় পুলিশকেই মারধরের অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে।
থানায় ঢুকে পুলিশ পিটিয়ে অভিযুক্তকে ছিনতাই তৃণমূল নেতার? ক্যানিংয়ে চাঁদার নামে 'তোলাবাজি', আটককে থানা থেকেই 'ছিনতাই'! তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ যুব নেতার বিরুদ্ধে পুলিশ পেটানোর অভিযোগ! 'তোলাবাজির অভিযোগে একজনকে আটক করায় চড়াও যুব তৃণমূল নেতা। একজনকে আটক করার খবর পেয়েই থানায় যান যুব তৃণমূল নেতা জয়ন্ত ঘোড়ুই। অভিযুক্তকে জোর করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন জয়ন্ত ঘোড়ুই। জোর করে অভিযুক্তকে থানা থেকে বের করার চেষ্টা নেতার, বাধা দেন SI-ASI। সেই সময়ই পুলিশের উপর চড়াও হন বিধায়ক ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা জয়ন্ত', ব্যারাকে গিয়েও ২ পুলিশ অফিসারের উপর হামলার অভিযোগ: সূত্র।
এবার প্রাথমিক স্কুলে চলে আসছে ক্লাস ফাইভ। চতুর্থের বদলে এবার প্রাথমিক স্কুলে পড়ানো হবে পঞ্চম শ্রেণী পর্যন্ত। জানুয়ারি থেকেই ২ হাজার ৩৩৫টি স্কুলে নতুন নিয়ম কার্যকর করা হবে। ধাপে ধাপে সমস্ত প্রাথমিক স্কুলে অন্তর্ভুক্ত হবে পঞ্চম শ্রেণি। সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতি রাখতে এই সিদ্ধান্ত, খবর সূত্রের।
কাইজার স্ট্রিটে যুবককে 'গুলি', এলোপাথাড়ি কোপ, গ্রেফতার ১। হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন বলে সন্দেহ পুলিশের। গ্রেফতার ১ অভিযুক্ত, বাকিদের খোঁজে তল্লাশি। কেন ইমরান ওরফে আব্দুল আবিদের উপরে হামলা? পুরনো কোনও শত্রুতার জেরেই হামলা বলে সন্দেহ
কল্যাণীর পর বর্ধমান, ফের গণধর্ষণের অভিযোগ। প্রেমিককে আটকে রেখে তরুণীকে 'গণধর্ষণ'। নির্মীয়মাণ বাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার ৫। ধৃতদের ৭দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
রাম মন্দির উদ্বোধনের পর অযোধ্যায় প্রথম দীপাবলি। ২৮ লক্ষ প্রদীপে সেজে উঠল সরযূ তীর। দেখানো হল রাম-রাবণের যুদ্ধ।
রাত পোহালেই কালীপুজো। দীপান্বিতা অমাবস্যায় হবে শক্তির আরাধনা। তার আগের দিন ভূত চতুর্দশী। ১৪ প্রদীপের আলোয় ১৪ শাকের নৈবেদ্য বাংলার ঘরে ঘরে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের আজকের দিনটি ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিসেবে পালিত হয়।
সাংবাদিকের 'শ্লীলতাহানি', তন্ময় ভট্টাচার্যকে আজ ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ৬ নভেম্বর ফের বরানগর থানায় তলব। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ, পুলিশ যতবার ডাকবে যাব: তন্ময় ভট্টাচার্য
৮০ দিন পার, আর জি কর-কাণ্ডে এখনও মেলেনি বিচার। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযানের ডাক
তদন্তে গতি আনতে CBI-এর ওপর চাপ বাড়াতে CGO অভিযান, দাবি জুনিয়র ডাক্তারদের। ৪ নভেম্বর, সন্ধে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্রোহের আলো জ্বালাও কর্মসূচি। ৯ নভেম্বর, রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েত হয়ে 'জনতার চার্জশিট'
আবাসে 'পাকা' দুর্নীতি, দিকে দিকে বিক্ষোভ। পুরুলিয়ায় ১ নম্বর বিডিও অফিসে ঘেরাও গ্রামবাসীদের। আবাস যোজনার তালিকায় যোগ্যদের বঞ্চিত করার অভিযোগ
হুগলির আরামবাগে দোকানের মধ্যেই ধর্ষণের অভিযোগ! 'ভুল বুঝিয়ে ডাক্তারের চেম্বার থেকে দোকানে নিয়ে গিয়ে অত্যাচার', দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১। ধর্ষণে অভিযুক্ত কাপড়ের দোকানের কর্মী, এলাকায় বিক্ষোভ
৮০ দিন পার, আর জি কর-কাণ্ডে এখনও মেলেনি বিচার। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযানের ডাক। তদন্তে গতি আনতে CBI-এর ওপর চাপ বাড়াতে CGO অভিযান, দাবি জুনিয়র ডাক্তারদের
কল্যাণীতে 'গণধর্ষণ', কাঁচরাপাড়ার ৭জন গ্রেফতার। কল্যাণীতে বধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৭। কল্যাণী এক্সপ্রেসওয়ের রেল সেতুর নীচে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের অভিযোগ, কাঁচরাপাড়ার ৭ বাসিন্দা গ্রেফতার
দত্তপুকুরের বাদুতে কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ১। রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, বেশ কয়েকজন আহত। কারখানায় প্রচুর দাহ্য মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় দমকল
প্রেক্ষাপট
কলকাতা: কল্যাণীতে বিবাহিতা তরুণীকে গণধর্ষণের অভিযোগ। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সবাই উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম। অন্যদিকে, বিজেপি করায় বাংলার বাড়ি প্রকল্পে বঞ্চনার অভিযোগ। রামপুরহাটে বিডিও অফিসের সামনে বিক্ষোভে বিজেপি
বিজেপি করার অপরাধে নাম নেই তালিকায়, অভিযোগ স্থানীয়দের। খতিয়ে দেখার আশ্বাস রামপুরহাট ২ নম্বর ব্লকের বিডিও-র। এবার ক্যানিংয়ে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিক্ষোভ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তালিকা তৈরিতে পক্ষপাতের অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদেরই ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ গ্রামবাসীদের। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
দিকে দিকে বিক্ষোভ, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। রাজ্যের আবাস প্রকল্পের তালিকা থেকে বাদ যাওয়া নাম, ফের খতিয়ে দেখার নির্দেশ। 'বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন', গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা যাচাইয়ের নির্দেশ নবান্নর। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যান, জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নর। অন্যদিকে, অন্ডাল থেকে পুরুলিয়া, গোঘাট থেকে পাথরপ্রতিমা, রামপুরহাট। রাজ্যে দিকে দিকে বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ আছড়ে পড়ছে। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় নাম উঠেছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন স্থানীয়রা। যার জেরে কোথাও বিডিও অফিসে বিক্ষোভ, কোথাও তালা ঝোলানো হল পঞ্চায়েত অফিসে! কোথাও আবার আটকে রাখা হল সমীক্ষা করতে যাওয়া সরকারি কর্মীদের।
থানায় ঢুকে ফের পুলিশকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশ অফিসারকে মেরে লকআপ থেকে ধৃতকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। ক্যানিং ১-এর যুব তৃণমূল সভাপতি অরিত্র বসুর বিরুদ্ধে অভিযোগ। 'থানাতেই পুলিশকে মেরে ধৃত যুব তৃণমূল নেতা জয়ন্ত ঘড়াইকে লকআপ থেকে বের করে আনেন অরিত্র বসু', সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অরিত্র ও জয়ন্ত দুজনই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাসের ঘনিষ্ঠ, দাবি শুভেন্দুর। 'কালীপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ জয়ন্তর বিরুদ্ধে। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ পৌঁছলে জয়ন্তর দলবলের সঙ্গে পুলিশের হাতাহাতি। পুলিশ জয়ন্তকে থানায় নিয়ে এলে দলবল নিয়ে চড়াও হন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরিত্র বসু'। SI-কে মারধর করে জয়ন্তকে লকআপ থেকে বের করে নিয়ে যান অরিত্র। তারপর থেকেই অরিত্র ও জয়ন্তকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন ক্যানিংয়ের IC ও SDPO', সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। থানার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে ডিজিপি-র কাছে তদন্ত দাবি শুভেন্দুর। শুভেন্দুর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ। 'সিসি ক্যামেরার ফুটেজে পুলিশকে মারধরের কোনও প্রমাণ মেলেনি। দুই পুলিশ অফিসারের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে', তাই ডিউটি অফিসার ও ASI-কে তলব করে বিষয়টি জানতে চেয়েছেন SP, খবর সূত্রের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -