West Bengal Live Blog: ৮০ দিন পরেও বিচার অধরা, আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের
West Bengal Blog: দিকে দিকে বিক্ষোভ, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। রাজ্যের আবাস প্রকল্পের তালিকা থেকে বাদ যাওয়া নাম, ফের খতিয়ে দেখার নির্দেশ
ABP Ananda Last Updated: 31 Oct 2024 12:26 AM
প্রেক্ষাপট
কলকাতা: কল্যাণীতে বিবাহিতা তরুণীকে গণধর্ষণের অভিযোগ। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সবাই উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে...More
কলকাতা: কল্যাণীতে বিবাহিতা তরুণীকে গণধর্ষণের অভিযোগ। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সবাই উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম। অন্যদিকে, বিজেপি করায় বাংলার বাড়ি প্রকল্পে বঞ্চনার অভিযোগ। রামপুরহাটে বিডিও অফিসের সামনে বিক্ষোভে বিজেপিবিজেপি করার অপরাধে নাম নেই তালিকায়, অভিযোগ স্থানীয়দের। খতিয়ে দেখার আশ্বাস রামপুরহাট ২ নম্বর ব্লকের বিডিও-র। এবার ক্যানিংয়ে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিক্ষোভ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তালিকা তৈরিতে পক্ষপাতের অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদেরই ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ গ্রামবাসীদের। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।দিকে দিকে বিক্ষোভ, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। রাজ্যের আবাস প্রকল্পের তালিকা থেকে বাদ যাওয়া নাম, ফের খতিয়ে দেখার নির্দেশ। 'বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন', গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা যাচাইয়ের নির্দেশ নবান্নর। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যান, জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নর। অন্যদিকে, অন্ডাল থেকে পুরুলিয়া, গোঘাট থেকে পাথরপ্রতিমা, রামপুরহাট। রাজ্যে দিকে দিকে বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ আছড়ে পড়ছে। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় নাম উঠেছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন স্থানীয়রা। যার জেরে কোথাও বিডিও অফিসে বিক্ষোভ, কোথাও তালা ঝোলানো হল পঞ্চায়েত অফিসে! কোথাও আবার আটকে রাখা হল সমীক্ষা করতে যাওয়া সরকারি কর্মীদের। থানায় ঢুকে ফের পুলিশকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশ অফিসারকে মেরে লকআপ থেকে ধৃতকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। ক্যানিং ১-এর যুব তৃণমূল সভাপতি অরিত্র বসুর বিরুদ্ধে অভিযোগ। 'থানাতেই পুলিশকে মেরে ধৃত যুব তৃণমূল নেতা জয়ন্ত ঘড়াইকে লকআপ থেকে বের করে আনেন অরিত্র বসু', সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অরিত্র ও জয়ন্ত দুজনই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাসের ঘনিষ্ঠ, দাবি শুভেন্দুর। 'কালীপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ জয়ন্তর বিরুদ্ধে। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ পৌঁছলে জয়ন্তর দলবলের সঙ্গে পুলিশের হাতাহাতি। পুলিশ জয়ন্তকে থানায় নিয়ে এলে দলবল নিয়ে চড়াও হন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরিত্র বসু'। SI-কে মারধর করে জয়ন্তকে লকআপ থেকে বের করে নিয়ে যান অরিত্র। তারপর থেকেই অরিত্র ও জয়ন্তকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন ক্যানিংয়ের IC ও SDPO', সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। থানার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে ডিজিপি-র কাছে তদন্ত দাবি শুভেন্দুর। শুভেন্দুর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ। 'সিসি ক্যামেরার ফুটেজে পুলিশকে মারধরের কোনও প্রমাণ মেলেনি। দুই পুলিশ অফিসারের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে', তাই ডিউটি অফিসার ও ASI-কে তলব করে বিষয়টি জানতে চেয়েছেন SP, খবর সূত্রের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Birbhum News: বীরভূমে এবার তৃণমূলের ছাত্র সংগঠনের কোন্দল প্রকাশ্যে এল
বীরভূমে এবার তৃণমূলের ছাত্র সংগঠনের কোন্দল প্রকাশ্যে এল। সোশাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের হয়ে বিধায়কদের নিশানা করার অভিযোগ উঠল TMCP-র জেলা সভাপতির বিরুদ্ধে।
অভিযোগ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন TMCP-র সহ সভাপতি। যা বলার দলকে বলবেন, জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি।