West Bengal Live Blog: ফের বকেয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী, আলিপুরদুয়ারের সভায় কেন্দ্রকে নিশানা
West Bengal Live News Updates: ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। চারদিন ধরে নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক ডিএ আন্দোলনকারীদের
খাস কলকাতায় মহিলার দেহ উদ্ধার। দক্ষিণ বন্দর থানা এলাকায় ঘরে মিলল মৃতদেহ। উধাও মৃতার মোবাইল ফোন। একবালপুরে উদ্ধার যুবকের দেহ।
আনন্দপুর গণধর্ষণকাণ্ডে নতুন মোড়। ৫ কোটি টাকার জন্য ভুয়ো অভিযোগ। বাজেয়াপ্ত ৩টি বিলাসবহুল গাড়ি। চক্রান্তে জড়িত অভিযোগকারিণী, দাবি পুলিশ সূত্রে।
কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। রবিবার দমদমে পথসভা করে তারা। সভায় সামিল হন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
২৩শে ডিসেম্বর থেকে বিষ্ণুপুরে হতে চলেছে ৩৬ তম বিষ্ণুপুর মেলা। তার আগে বিষণুপুরের পোড়ামাটির হাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হল মেলার সার্বিক প্রস্তুতির ছবি। উদ্বোধন হল বিষণুপুর মেলার থিম সং ও লোগো। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ,বাঁকুড়ার জেলাশাসক থেকে পুলিশ সুপার। মেলার নিরাপত্তা বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়টিও তুলে ধরা হয়। বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে খবর, ৩৬ তম বিষণুপুর মেলার পাশাপাশি ২৩ থেকে ২৭ ডিসেম্বর, অনুষ্ঠিত হবে বিষ্ণুপুর হস্তশিল্প মেলা।
চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি! গেরুয়া-গড় আলিপুরদুয়ারে দাঁড়িয়ে এই অভিযোগই তুললেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে, চা শ্রমিকদের প্রতি মাসে ভাতা, বাড়ি তৈরির জন্য জমির পাট্টা কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, মুখ্যমন্ত্রীর যাবতীয় ঘোষণাকে মিথ্যাচার বলে কটাক্ষ করেছে বিজেপি।
আরও এক জেলায় আলু চাষির আত্মহত্যা করার অভিযোগ উঠল। চন্দ্রকোণার মৃত চাষির পরিবারের দাবি, ঋণ থাকায় ডিপ্রেশনে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। অন্যদিকে, পূর্বস্থলীতে কৃষক-মৃত্যুর ঘটনায় পারিবারিক কারণে আত্মহত্যা বলে কৃষি দফতরকে রিপোর্ট পাঠাল পঞ্চায়েত। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
৫ দিন পার, ঝাড়খণ্ড-ওড়িশায় এখনও চলছে আয়কর তল্লাশি। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাউর অফিস-গুদামে উদ্ধার ৩০০ কোটির বেশি টাকা। ঝাড়খণ্ড-ওড়িশায় মদের সংস্থায় আয়কর হানা, বান্ডিল বান্ডিল নোটের হদিশ। ৪০টির বেশি মেশিনের সাহায্য়ে চলছে টাকা গোনার কাজ নিয়ে আসা হল আরও টাকা গোনার মেশিন।
ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। চারদিন ধরে নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক ডিএ আন্দোলনকারীদের। ১৯, ২০, ২১, ২২ ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক । ৩১৮ দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন।
বকেয়া ডিএ পেতে এবার নবান্নর সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন আন্দোলনকারীরা। জানুয়ারিতে মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আহ্বান জানানো হয়েছে চাকরিপ্রার্থীদেরও।
এসএলএটি চাকরিপ্রার্থীদের সঙ্গে সোমবার শিক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে কার্যত মধ্যস্থতা করেছেন কুণাল ঘোষ। নিয়োগ দিতে সরকার প্রস্তুত বলে মন্তব্যও করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আর তার পরই এই নিয়ে শুরু হয়েছে জলঘোলা। রাজনৈতিক মহল থেকেই এই নিয়ে উঠে আসছে বক্তব্যের পাল্টা বক্তব্য।
হয় গরিব মানুষের টাকা দিন। না হলে গদি ছেড়ে দিন। মোদি সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে আলিপুরদুয়ারের সভা থেকে এই হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার। পাল্টা বিজেপি কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে
২৪ ডিসেম্বরের ব্রিগেডে এক লক্ষ কণ্ঠে গীতাপাঠের আগে, আজ মাহেশের মন্দিরে দু-হাজার কণ্ঠে হল গীতাপাঠ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু শাসকদলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। সবাই আসতে পারেন, পাল্টা দাবি করেছে মন্দির কর্তৃপক্ষ।
পূর্বস্থলীর পর এবার চন্দ্রকোণা, রাজ্যে ফের আত্মঘাতী কৃষক। চন্দ্রকোণায় বিষ খেয়ে আত্মঘাতী আলু চাষি, দাবি পরিবারের। বৃষ্টিতে ফসলের ক্ষতি, ঋণ শোধ না করতে পারার আশঙ্কায় আত্মঘাতী, দাবি পরিবারের।
হাজার দিন পার, চাকরির দাবিতে ধর্মতলায় ধর্নায় এসএলএসটি চাকরিপ্রার্থীরা। জানুয়ারিতে সংগ্রামী যৌথ মঞ্চের মহামিছিলে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদেরও আহ্বান। এসএলএসটি চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের।
প্রেক্ষাপট
কলকাতা: ফের বকেয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী, আলিপুরদুয়ারের সভায় কেন্দ্রকে নিশানা। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, সবক্ষেত্রে টাকা আটকে রেখেছে কেন্দ্র, বলছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের টাকা আপনাকে দিতেই হবে, আমি দিল্লি যাচ্ছি: মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েছি: মুখ্যমন্ত্রী। হয় বাংলার টাকা দাও, নয় গদি ছাড়ো, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ভাটপাড়ায় মিছিল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের।
ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। চারদিন ধরে নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক ডিএ আন্দোলনকারীদের। ১৯, ২০, ২১, ২২ ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক। ৩১৮ দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন।
চব্বিশের আগে জোটে 'জট'! বাংলায় আসন সমঝোতায় 'কাঁটা'। বাংলায় তৃণমূল ও বামেদের সঙ্গে জোটের প্রশ্নই নেই, দাবি কংগ্রেস সূত্রে। ইন্ডিয়া জোটের আসন্ন বৈঠকের আগে বিরোধী শিবিরে ধাক্কা? ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। বৈঠকে আসন সমঝোতা ও যৌথ কর্মসূচি নিয়েও আলোচনা হবে, সূত্রের খবর।
সামনে লোকসভা ভোট, তার আগে ফের বীরভূমে প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের বসিয়ে রাখার অভিযোগ তুলে কীর্ণাহারে মিছিল করল বিজেপি নেতা-কর্মীদের একাংশ। তাঁদের দাবি, এই আন্দোলনে পাশে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। যদিও এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃ্তব। বোলপুর সাংগঠনিক জেলার সভাপতির দাবি, ৩ রাজ্যে বিজেপি জেতায় সাধারণ মানুষ মিছিল করেছে। পাল্টা অনুপম হাজরা আক্রমণ শানিয়ে বলেছেন, এই সব জেলা সভাপতিদের জন্যই দলের এই অবস্থা।
পাখির চোখ লোকসভা নির্বাচন। অনুব্রতহীন বীরভূমে তার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ফলে তাঁর অনুপস্থিতিতে সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে এবার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল। উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিংহ, শতাব্দী রায়, কাজল সেখ সহ জেলার কোর কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়া জেলা, ব্লক, বুথস্তরের একগুচ্ছ নেতা কর্মী।
সেখানে তৃণমূল নেতা কাজল সেখ বলেন, কোনও জায়গায় যদি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটাকে বসে মিটিয়ে দিতে হবে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেন সম্মেলনে। মানুষের সঙ্গে মিশে বুথ মজুবত করার নির্দেশ দেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।
আরও পড়ুন: West Bengal News Live Updates: 'সব চা শ্রমিককে পাট্টা, বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ টাকা', ঘোষণা মমতার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -