West Bengal Live Blog: এখনও অধরা আরজি কর কাণ্ডের বিচার, ৯ নভেম্বর জেলায় জেলায় নাগরিক সমাজকে পথে নেমে প্রতিবাদের আহ্বান
West Bengal Live Blog News: ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ।
বোলপুর হাসপাতালে 'আত্মঘাতী' বিচারাধীন বন্দি। হাসপাতালের পুলিশ সেলে গলায় ফাঁস দিয়ে 'আত্মঘাতী'। বিছানার চাদর দিয়ে কীভাবে আত্মঘাতী বিচারাধীন বন্দি? চুরির ঘটনায় গ্রেফতার দেবনাথ বাগদির মৃত্যু ঘিরে রহস্য। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের
চাঁদা না দেওয়ায় শিলিগুড়িতে পিটিয়ে খুন! '৫০০টাকা চাঁদা চেয়ে না মেলায় দুষ্কৃতীদের হামলা', দাবিমতো চাঁদা না দেওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ। প্রায় ৮ দুষ্কৃতীর হামলা, ঘটনাস্থলেই মহম্মদ জহুরীর মৃত্যু। ঘটনার তদন্ত শুরু হয়েছে, দাবি পুলিশ সূত্রে। দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি, অভিযোগ স্থানীয়দের
'ধর্ষণ' করে নাবালিকা খুন, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু। আলিপুরদুয়ারের ফালাকাটায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগে অত্যাচার, ধর্ষণ করে খুনের অভিযোগ। বিকেল থেকে নাবালিকা নিখোঁজ, বাড়ির কাছে পুকুরে দেহ উদ্ধার। এরপরেই গাছে বেঁধে গণপিটুনি, অভিযুক্ত প্রতিবেশীর মৃত্যু। ঘটনাস্থলে জটেশ্বর থানা, ফালাকাটা থানার পুলিশ
জোড়াবাগানে খুন, নদিয়া থেকে নাবালক গ্রেফতার। নদিয়ার চাপড়া থেকে অভিযুক্ত নাবালক গ্রেফতার। হামলাকারী নিহতের পূর্ব পরিচিত, সন্দেহ পুলিশের। কেন জোড়াবাগানে প্রৌঢ়কে কুপিয়ে খুন? এখনও ধোঁয়াশা। কোনও রাগের বশেই কুপিয়ে খুন, অনুমান পুলিশের
উলুবেড়িয়ায় বাজি পোড়াতে গিয়ে ঝলসে ২ শিশু, ১ নাবালিকার মৃত্যু। বাজি ফাটাতে গিয়ে আগুন, ঝলসে ৩জনের মৃত্যু, জখম ১ কিশোরী। ঘরের মধ্যে বাজি ফাটাতে গিয়ে কাপড়ে আগুন, গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ। উলুবেড়িয়ার বাজারপাড়ায় বাজি ফেটে ভয়াবহ দুর্ঘটনা, ৩জনের মৃত্যু
জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন নিয়ে বিস্ফোরক নিহতের পরিবার। 'থ্রেট কালচারে অভিযুক্তরাই এখন বিচারের দাবিতে সংগঠন গড়েছে। ওরা বলছে বিচার চাই, হয়তো ওদের মধ্যে অপরাধী লুকিয়ে আছে', জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন নিয়ে মন্তব্য নিহত চিকিৎসকের মায়ের। 'ওদের কী উদ্দেশ্য জানি না, সবাই বিচার চাই, বিচার চাই বলছে, কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে না' এতে আমাদের মনে চাপ বাড়ছে: নিহত চিকিৎসকের বাবা। এবার আমরাও আন্দোলনে নামব: নিহত চিকিৎসকের মা।
ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় জুনিয়র ডাক্তাররা। 'কোনও প্রমাণ দিতে না পেরে চিৎকার করছে। থ্রেট কালচার নিয়ে ভিত্তিহীন অভিযোগ। সিপিএমের হাতে পড়ে এরা সবাই ফিনিশ। থ্রেট কালচারের কথা মুখে বললে হবে না, প্রমাণ চাই। বলছে কাঁচিতে মরচে, আর গ্লাভসে রক্তের দাগ -- কোনটা রক্ত আর কোনটা কেমিক্যাল সেটাই জানে না'
খাস কলকাতায় বিস্ফোরণ! পাটুলিতে ফাটল বোমা। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম কিশোর। পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিস্ফোরণ। পাটুলি থানার কাছে খেলার মাঠে পড়েছিল বোমা
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিশোর। প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা, আতঙ্কে এলাকাবাসী।
আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে এবার ঘেরাও বিডিও। তালিকায় দুর্নীতির অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা ঘেরাও বিডিও। রাস্তায় পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ
বিডিওর কাছে নালিশ, তাও সরেজমিনে না যাওয়ার অভিযোগ। সরেজমিনে বাড়ির হাল দেখতে না চাওয়ার অভিযোগে বিক্ষোভ। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিডিও পৌষালী চক্রবর্তীর
আর জি কর-কাণ্ডের ৮৩ দিন পার, অধরা বিচার। ফের CBI-এর চার্জশিট নিয়ে প্রশ্ন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। 'বিচারের দাবিতে ৯ নভেম্বর বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি'। ৯ নভেম্বর: আন্দোলন নিয়ে জনমত সংগ্রহ অভিযান জুনিয়র ডাক্তারদের। ৯ নভেম্বর বিকেল ৩: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলের ডাক WBJDF-এর। ৯ নভেম্বর জেলায় জেলায় নাগরিক সমাজকে পথে নেমে প্রতিবাদের আহ্বান
আর জি কর-কাণ্ডে ৮৩ দিন পার, অধরা বিচার। CBI-এর চার্জশিট নিয়ে ফের প্রশ্ন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। তুললেন একাধিক প্রশ্ন
প্রেক্ষাপট
কলকাতা: সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িতে হামলার অভিযোগ, ধৃত ২। পুজো উদ্বোধন সেরে ফেরার পথে ন্যাজাটের শিমুলআটিতে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ
বিধায়কের অনুগামী বেশ কয়েকজনকে মারধরেরও অভিযোগ। শেখ শাহজাহান অনুগামী কাদের মোল্লার লোকজন হামলা চালিয়েছে, অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতোর। হাটগাছি পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান কাদের মোল্লা। বিধায়কের অনুগামীরা চাকরির নামে টাকা তুলছে, তা নিয়ে মানুষের ক্ষোভের জেরে এই ঘটনা, দাবি কাদের মোল্লার।
অন্যদিকে, ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হলেও গুলি চলার কথা অস্বীকার পুলিশের। কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার সময় হামলা। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা। পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল, অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। তৃণমূল বিধায়কের স্বামীর নেতৃত্বে হামলার অভিযোগ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির।
অন্যদিকে, খাস কলকাতায় বিস্ফোরণ! পাটুলিতে ফাটল বোমা। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম কিশোর। পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিস্ফোরণ। পাটুলি থানার কাছে খেলার মাঠে পড়েছিল বোমা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিশোর। প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা, আতঙ্কে এলাকাবাসী। বিস্ফোরণস্থলের দেড়শো মিটারের মধ্যেই তাজা বোমা উদ্ধার। পাটুলি বি ব্লকে শিশু উদ্যানে তাজা বোমা উদ্ধার। দুই ঘটনার মধ্যে যোগসূত্র? তদন্তে পুলিশ।
পরীক্ষার্থীদের হাজারো পরিশ্রম কি গেল জলে ? স্নাতক পেরিয়ে স্নাতকোত্তর। কেরিয়ার গঠনের খুব কাছাকাছি পৌঁছে বড় ধাক্কা ! স্নাতকোত্তর পর্যায়ের বহু ছাত্র ছাত্রীর পরীক্ষার খাতা নিখোঁজ । উধাও হয়ে গেল শতাধিক উত্তরপত্র । মাথায় হাত পরীক্ষার্থীদের। সূত্রের খবর, হারিয়ে গিয়েছে ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। বেশিরভাগ ক্ষেত্রে আপলোডই করা হয়নি নম্বর। এমন ঘটনায় কলেজ গুলিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের কড়া বার্তা , 'গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -