West Bengal Live Blog: এখনও অধরা আরজি কর কাণ্ডের বিচার, ৯ নভেম্বর জেলায় জেলায় নাগরিক সমাজকে পথে নেমে প্রতিবাদের আহ্বান

West Bengal Live Blog News: ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ।

ABP Ananda Last Updated: 01 Nov 2024 11:35 PM

প্রেক্ষাপট

কলকাতা: সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িতে হামলার অভিযোগ, ধৃত ২। পুজো উদ্বোধন সেরে ফেরার পথে ন্যাজাটের শিমুলআটিতে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগবিধায়কের অনুগামী বেশ কয়েকজনকে মারধরেরও অভিযোগ। শেখ শাহজাহান অনুগামী...More

Bolpur News: বোলপুর হাসপাতালে 'আত্মঘাতী' বিচারাধীন বন্দি

বোলপুর হাসপাতালে 'আত্মঘাতী' বিচারাধীন বন্দি। হাসপাতালের পুলিশ সেলে গলায় ফাঁস দিয়ে 'আত্মঘাতী'। বিছানার চাদর দিয়ে কীভাবে আত্মঘাতী বিচারাধীন বন্দি? চুরির ঘটনায় গ্রেফতার দেবনাথ বাগদির মৃত্যু ঘিরে রহস্য। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের