West Bengal Live Blog: শুভেন্দুর বারুইপুর-অভিযানে তুলকালাম! স্পিকারের বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি, বিধানসভায় বিক্ষোভ

West Bengal Live Blog Update: জেলা থেকে দেশ, সব খবর জেনে নিন এক ক্লিকে

ABP Ananda Last Updated: 21 Mar 2025 12:10 AM

প্রেক্ষাপট

কলকাতা: বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা। বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ। বিজেপি বিধায়কদের বিক্ষোভে বিধানসভায় তুলকালাম। বিধানসভায় ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির।...More

West Bengal News Update: বিধানসভা নির্বাচনের এক বছর আগে উত্তর কলকাতার তৃণমূল শিবিরে কোন্দল অস্বস্তি?

বিধানসভা নির্বাচনের এক বছর আগে উত্তর কলকাতার তৃণমূল শিবিরে কোন্দল অস্বস্তি? এবার দলেরই একাংশের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। তাঁর নিশানায় খোদ তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী। সঞ্জয় বক্সীর দলবদলের জল্পনা উস্কে দিলেন বিবেক গুপ্ত।