West Bengal Live Blog: শুভেন্দুর বারুইপুর-অভিযানে তুলকালাম! স্পিকারের বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি, বিধানসভায় বিক্ষোভ
West Bengal Live Blog Update: জেলা থেকে দেশ, সব খবর জেনে নিন এক ক্লিকে
হাইকোর্টের অনুমতির পর তমলুকে মিছিল শুভেন্দু অধিকারীর। বারুইপুরের পর তমলুকে শুভেন্দু অধিকারীর মিছিল। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল। দোলের দিন তমলুকে দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আজ তারই প্রতিবাদে তমলুকে মিছিলের ডাক বিজেপির।
প্রেক্ষাপট

কলকাতা: বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা। বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ। বিজেপি বিধায়কদের বিক্ষোভে বিধানসভায় তুলকালাম। বিধানসভায় ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। বিধানসভার ২ নম্বর গেটের বাইরে বিক্ষোভ। কাগজ ছিঁড়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কদের। অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজ ফের বিক্ষোভ, ওয়াকআউট বিজেপির।
'স্বাস্থ্য বা শিক্ষা দফতরের বাজেট নিয়ে আলোচনা হল। কিন্তু, সেখানে আমরা থাকতে পারলাম না। আমরা বয়কট করে বেরিয়ে এলাম। সেটা আমাদের ভুলই হয়েছে বলে আমি মনে করি। গুরুত্বপূর্ণ ২ টো বাজেট আলোচনায় আমরা থাকতে পারলাম না। আগামীদিনে এ নিয়ে আমাদের চর্চা করতে হবে। বিরোধী দলনেতার সঙ্গে আমাদের কথা বলতে হবে। আমাদের বলতে হবে, মানুষের কথা আমরা বিধানসভায় বলব। আগামীদিনে বিধানসভায় থেকে আমাদের বিক্ষোভ প্রতিবাদ করতে হবে', বললেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। 'ছাব্বিশের নির্বাচনে বাংলায় অন্তত ১৮০ টি আসনে জিতে মমতাকে প্রাক্তন করব। নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি উপহার দেব। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব', তমলুকের মিছিল থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু অধিকারী বলছেন নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি আসন উপহার দেব। এদিকে, ১৫ তারিখ দলীয় বৈঠকে পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পরিস্থিতি এবার যত খারাপই হোক, পূর্ব মেদিনীপুরে ১২ আসন জিততেই হবে। পূর্ব মেদিনীপুরে বিধানসভা আসন ১৬টি। গত বিধানসভা ভোটে ৯টি আসনে জেতে তৃণমূল। ৭টিতে শুভেনদু অধিকারীর বিজেপি। কিন্তু লোকসভা ভোটে তৃণমূলে টেক্কা দেন শুভেন্দু অধিকারী। কাঁথি ও তমলুক জেলার ২টি লোকসভা আসনের মধ্যে ২টিই দখল করে বিজেপি।
'২ বছর পরপর আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে, যাঁরা কুচক্রী। জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, ২ বছর পর যাব। পোলান্ড, অস্ট্রেলিয়া, কানাডাও আমন্ত্রণ জানিয়েছে', জানালেন মুখ্যমন্ত্রী। লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর। টাস্ক ফোর্সে প্রশাসনিক দিকের দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো IAS-রা। থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মা। মন্ত্রীদের মধ্যে দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুরা দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। দলের বিষয়টা দেখে নেবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -