West Bengal News Live : আজ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ

NRC নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখানোর দাওয়াই তৃণমূলের শ্রমিক নেতার। নিশানায় BLO-রাও।

Advertisement

ABP Ananda Last Updated: 03 Nov 2025 02:08 PM

প্রেক্ষাপট

কাল থেকে বাড়ি বাড়িতে BLO-রা। আর ২৪ ঘণ্টা। যে যেখান দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে পালাও। না হলে বিএসএফ চুলের মুঠি ধরে বের করবে। হুঙ্কার শুভেন্দুর। SIR নিয়ে সংঘাতের আবহে এবার...More

SIR News : ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ! 'হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু'

পানিহাটি, ইলামবাজার, টিটাগড়, জামালপুরের পর এবার ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে এসআইআর মৃত্যুর অভিযোগ তৃণমূলের। ৬০ বছর বয়সি হাসিনা বেগম চিন্তিত ছিলেন SIR নিয়ে, অভিযোগ তৃণমূলের
। এলাকায় এসআইআর নিয়ে মিটিংয়ের পর আতঙ্কিত হয়ে পড়েন হাসিনা বেগম, অভিযোগ শাসক দলের। ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, দাবি পুরপ্রধানের। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ডানকুনি পৌরসভার পুরপ্রধানের

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.