News Live: সােনারপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দোকান ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

News Live Update: দিনের সেরা খবরগুলো এক ঝলকে..

ABP Ananda Last Updated: 24 Aug 2025 03:03 PM

প্রেক্ষাপট

ই-রিকশা চালকদের সঙ্গে অটো চালকদের গন্ডগোলে সিঁথিতে উত্তেজনা। অটোচালকদের মারধরের অভিযোগ ই-রিকশা চালকদের বিরুদ্ধে। সিঁথি পেয়ারা বাগানের কাছে দু'পক্ষের গন্ডগোলে তুমুল উত্তেজনা। কয়েকটি অটো ভাঙচুর, আহত কয়েকজন অটো চালক। দমদম...More

WB News Live: গ্রেফতার বিজেপি নেতা

১৪ অগাস্ট ব্যারাকপুরে কৌস্তভ বাগচীর নেতৃত্বে বিক্ষোভে গন্ডগোল। গ্রেফতার বিজেপি নেতা বিশাল জয়সওয়াল। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় ধৃত ব্যারাকপুরে বিজেপির আহ্বায়ক বিশাল।