West Bengal Live News: ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, ৫ জুন হাজিরার নির্দেশ

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 30 May 2024 09:04 PM

প্রেক্ষাপট

২০১৪-র আগে চুরি ছিল না তৃণমূলে। এবিপি আনন্দে দাবি শুভেন্দু অধিকারীর  (Suvendu Adhikari)। তৃণমূলে (TMC) থাকাকালীন টাকা দিয়ে বিরোধী ভাঙাতেন, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর।বকলমে শুভেন্দুর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি চালানোর অভিযোগ তৃণমূলের। বাড়িতে...More

Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির

৫ বছর পর ফের ইডির রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব। ৫ জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তলব, খবর ইডি সূত্রের।