West Bengal Live News: ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, ৫ জুন হাজিরার নির্দেশ
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
৫ বছর পর ফের ইডির রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব। ৫ জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তলব, খবর ইডি সূত্রের।
এবার বিজেপির সজল ঘোষের মুখে কেষ্ট-বুলি। 'ভোটে বাধা দিলে চড়াম চড়াম, গুড়-বাতাসা দেওয়া হবে', 'ওরা যে ভাষা বোঝে, সেই ভাষায় জবাব পাবে'। বার্তা সজল ঘোষের।
ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই মামলা পুলিশের। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। ভোটের দিন আক্রান্ত হন বিজেপি প্রার্থী প্রণত টুডু। ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তা রক্ষী। গাড়ি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর। ওই দিনই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা, অভিযোগ বিজেপি প্রার্থীর।
দমদম, যাদবপুর, বরানগরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে সুকান্ত মজুমদার।
আশ্রমে ঢুকে চুরির অপবাদে নাবালককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বারুইপুরের উত্তরভাগ এলাকায়। বাধা দিলে মৃতের মামাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, গরমের ছুটিতে বারুইপুরে মামার বাড়িতে এসেছিল সপ্তম শ্রেণির ছাত্র। অভিযোগ, স্থানীয় আশ্রম কর্তৃপক্ষ চুরির অপবাদে গতকাল তাকে মারধর করে। গুরুতর জখম কিশোরকে হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের অভিযোগ, আশ্রমে অসামাজিক কাজকর্মের কথা জেনে ফেলাতেই ওই কিশোরকে পিটিয়ে মারা হয়। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত কিশোরের পরিবার। আশ্রম কর্তৃপক্ষ এই নিয়ে মুখ খুলতে চায়নি।
শেষ দফার ভােটের আগে শেষ পর্বের প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী দুই গোষ্ঠীই। পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
মহেশতলায় রোড শো অভিষেকের, দেশপ্রিয় পার্কে রোড শো শুভেন্দু অধিকারীর। ভোটের শেষ প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী দুই শিবিরই।
মথুরাপুরের বিজেপি প্রার্থীর রোড শো মন্দিরবাজারে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন অশোক পুরকাইত। অনুমতি না থাকায় মিছিলের দিক পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে, দাবি পুলিশের৷
ফের পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বসিরহাটে ২ বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ। 'সব হিসাব হবে, কয়েক মাসের মধ্যে বিজেপি আসছে, বিজেপি এলে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করব। আর যদি অবসর নেন, অবসরকালীন সুযোগ-সুবিধা আটকে দেব'। বসিরহাটের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার
যাদবপুর কেন্দ্র ও দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থীর জন্য পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবার বিজেপির সজল ঘোষের মুখে কেষ্ট-বুলি। 'ভোটে বাধা দিলে চড়াম চড়াম, গুড়-বাতাসা দেওয়া হবে। ওরা যে ভাষা বোঝে, সেই ভাষায় জবাব পাবে। মানুষ প্রস্তুত হয়ে আছে, মানুষ জবাব দেবে', ভোটের ২ দিন আগে হুঙ্কার বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের।
ফের জমি দখলের চেষ্টার অভিযোগে শিলিগুড়িতে তুলকালাম। শিলিগুড়ির বিধাননগরে জমি দখলের অভিযোগে ধুন্ধুমার। স্থানীয়দের বিক্ষোভে অবরুদ্ধ ৩১ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ
বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।
'এই নির্বাচনে মানুষ চোর-গুন্ডা-মস্তানদের বিরুদ্ধে। মাঠে কার্যত কেউ নেই, শুধু পুলিশ আছে। আজ রাতে গ্রামে মমতার পুলিশ ঢুকলে শাঁখ বাজাবেন। আর যুব মোর্চা হুইসেল বাজাবে। আজ রাতটা কাটিয়ে দিতে হবে, কালও সতর্ক থাকতে হবে', বসিরহাটে দলীয় প্রার্থীর সমর্থনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী।
ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই মামলা পুলিশের। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। ভোটের দিন আক্রান্ত হন বিজেপি প্রার্থী প্রণত টুডু। ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তা রক্ষী। গাড়ি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর। ওই দিনই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা, অভিযোগ বিজেপি প্রার্থীর।
শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়ছে। বেশি টাকা দিয়েও খাবার জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। মহানন্দার জলই সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, সেই জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য গতকাল নির্দেশ দেয় শিলিগুড়ি পুুরসভা। এরপরই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন পড়েছে। প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন শিলিগুড়ি পুর-এলাকার বাসিন্দারা। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কেরলে ঢুকল বর্ষা। কিছুদিনের মধ্যেই বাংলায় আগমনের অপেক্ষা। এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে পূর্বাভাস। জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে, আজ থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই উত্তরবঙ্গে এই বৃষ্টি। এর মধ্যেই আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। ১০ জুনের মধ্যে বাংলায় পা রাখতে চলেছে বর্ষা।
কৈখালিতে প্রচারে দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।
কৈখালিতে প্রচারে দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।
শেষ দফার ভোটের শেষ দিনের প্রচার। নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জোড়া রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রথমে রোড শো ফলতায়, জোড়া বটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত। এরপর মহেশতলায় বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রোড শো করবেন অভিষেক।
সল্টলেকে শুভেন্দু অধিকারীর প্রচারে স্লোগান-যুদ্ধ। এক রাস্তায় তৃণমূল-বিজেপির প্রচার। বিজেপির জয় শ্রীরাম স্লোগান, পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূলের।
আশ্রমে ঢুকে চুরির অপবাদে নাবালককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বারুইপুরের উত্তরভাগ এলাকায়। বাধা দিলে মৃতের মামাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, গরমের ছুটিতে বারুইপুরে মামার বাড়িতে এসেছিল সপ্তম শ্রেণির ছাত্র। অভিযোগ, স্থানীয় আশ্রম কর্তৃপক্ষ চুরির অপবাদে গতকাল তাকে মারধর করে। গুরুতর জখম কিশোরকে হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের অভিযোগ, আশ্রমে অসামাজিক কাজকর্মের কথা জেনে ফেলাতেই ওই কিশোরকে পিটিয়ে মারা হয়। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত কিশোরের পরিবার। আশ্রম কর্তৃপক্ষ এই নিয়ে মুখ খুলতে চায়নি।
শেষদিনের প্রচারে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বারুইপুরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন বাম প্রার্থী।
শেষ দফার ভোটে প্রচারের শেষ দিনে আজ কলকাতা ও উত্তর ২৪ পরগনায় চারটি রোড শো করবেন শুভেন্দু অধিকারী। প্রথমে
বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে সল্টলেকে রোড শো।
রেশন দুর্নীতি মামলায় এবার এবার রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
ভোট আবহেই আমডাঙায় তৃণমূল বনাম তৃণমূল। মহিলা পঞ্চায়েত প্রধানকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। পঞ্চায়েতের টাকা তছরুপের প্রতিবাদ করায় হামলা, দাবি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। পাল্টা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত সদস্যের পরিবারের।
বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কয়েক দিন ধরে একটি পোস্ট শেয়ার হচ্ছিল, সেই পোস্টে তাঁর কিছু চ্যাট ভাইরাল হয়। সেই পোস্টের প্রতিবাদে বিজেপি প্রার্থী বারাসাত থানায় বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন। বিজেপি প্রার্থীর অভিযোগ কাকলিদেবী এই সমস্ত ঘটনাটি ঘটিয়েছেন এবং কোনও এডিটরের মাধ্যমে ছবি এডিট করা হয়েছে।
বাংলায় শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে।
ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ধারালো অস্ত্রের কোপ ও বোমা ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই হামলা, পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কেন্দ্র ডায়মন্ডহারবার থেকে ৪৫ কিলোমিটার দূরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে সভা করলেন নরেন্দ্র মোদি। কিন্তু, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে একটি শব্দও খরচ করলেন না তিনি। অভিষেক ফোবিয়ায় ভোগে বিজেপি, প্রতিক্রিয়া তৃণমূলের। গুরুত্ব দেননি প্রধানমন্ত্রী, বোঝালেন শুভেন্দু অধিকারী।
বিয়েবাড়ি ফেরত অটো থামিয়ে ছিনতাই, বাধা দেওয়ায় অটো ভাঙচুর, বরযাত্রীদের মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের
বিরুদ্ধে। গতকাল রাত ১টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুষ্কৃতীদের
মারধরে আহত হন মহিলা-সহ কয়েকজন বরযাত্রী।
উত্তর কলকাতায় সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় এবং কুণাল ঘোষের দ্বন্দ্ব মেটাতে, এবার উদ্য়োগী স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায়? বুধবার রোড শো শেষে, দু'জনকে ডেকে কথা বলেন তৃণমূলনেত্রী। তাতে বরফ কি গলল? কলকাতা উত্তর কি পাবে তৃণমূল? সেটা বোঝা যাবে আগামী মঙ্গলবার।
প্রেক্ষাপট
২০১৪-র আগে চুরি ছিল না তৃণমূলে। এবিপি আনন্দে দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
তৃণমূলে (TMC) থাকাকালীন টাকা দিয়ে বিরোধী ভাঙাতেন, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর।
বকলমে শুভেন্দুর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি চালানোর অভিযোগ তৃণমূলের। বাড়িতে পুলিশ গেলে ভয় নেই, কেউ তো ইডি সিবিআই ডাকলে সুপ্রিম কোর্টে (Supreme Court) যান, মন্তব্য বিরোধী দলনেতার।
৪ জুনের পর, দেশে অনেক বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে, কাকদ্বীপের সভা থেকে ভবিষ্য়ৎবাণী প্রধানমন্ত্রীর (PM Modi)। মোদিকে হঠানোর তুফান আসছে, পাল্টা দাবি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।
এবার বাম-বিজেপি সেটিং তত্ত্ব মমতার। 'দমদমে সিপিএমের ভোট বিজেপিতে, বরানগরেও সিপিএমের ভোট যাবে বিজেপিতে', দাবি মমতার (Mamata Banerjee)।
মুসলিমদের মিথ্য়া বলা হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ওবিসি রায়কে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ মোদির। পাল্টা প্রধানমন্ত্রীকে আক্রমণ তৃণমূলের।
মঙ্গলবার মোদির (PM Modi Road Show) রোড শো-র পথেই বুধবার পদযাত্রা মমতার। উনি গিয়েছিলেন রাজনীতি করতে, আমি প্রতিবাদ, মন্তব্য তৃণমূলনেত্রীর। উত্তর কলকাতাকে অবহেলার অভিযোগ তাপস রায়ের।
কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের তলব, ভোটের ফলের পর যাব, বার্তা দিয়ে গেলেন না সওকত। ও বাঘের বাচ্চা, প্রশংসা মমতার। চুলের মুঠি ধরে তুলে নিয়ে গারদে পোরা উচিত, পাল্টা শুভেন্দু।
মেটিয়াব্রুজে অভিষেকের (Abhishek Banerjee) হয়ে প্রচারে মমতা। 'ওকে আপনারা এবারও ভোট দিয়ে জেতান। আমি ওকে মাঝে মাঝে বলি, তুই যা কেন্দ্র দেখিস, কেউ পারবে না', বললেন মমতা
উত্তর কলকাতায় সুদীপ-কুণালের (Kunal Ghosh) দ্বন্দ্ব মেটাতে, এবার উদ্য়োগী স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায়? রোড শো-র শেষে, দু'জনকে ডেকে কথা তৃণমূলনেত্রীর।
কেন্দ্র নদীবাঁধের টাকা দেয়, আত্মসাৎ করে তৃণমূল। রেমালের পর বাংলায় এসে অভিযোগ প্রধানমন্ত্রীর। এক পয়সা দেয়নি কেন্দ্র, পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রেমালের জেরে ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। ন্যাজাটে গিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে মন্ত্রী পার্থ ভৌমিক।
সিএএ-তে (CAA) এবার প্রথমবার নাগরিকত্ব পেলেন বাংলার আবেদনকারীরা। শেষ দফা ভোটের আগেই সিদ্ধান্ত কেন্দ্রের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -