West Bengal News LIVE Updates: নিউ মার্কেট পরিদর্শনে পুরসভার হাই পাওয়ার কমিটি

West Bengal News LIVE Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর। নজর রাখুন এখানে।

ABP Ananda Last Updated: 28 Jun 2024 11:28 PM
West Bengal News Live: বউবাজারের মেসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ১৪

বউবাজারের মেসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ১৪। ধৃতরা বিভিন্ন কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র। মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ । মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে নৃশংসভাবে মারধরের অভিযোগ কয়েকজন আবাসিকের বিরুদ্ধে।কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু। গ্রেফতার হস্টেলের ১৪ জন আবাসিক। খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণের অভিযোগে মামলা রুজু। মৃত ইরশাদ আলম টিভি মেকানিক ছিলেন, চাঁদনি চকের একটি দোকানে কাজ করতেন। খুব খারাপ অবস্থায় আনা হয়েছিল, জানিয়েছেন কলকাতা মেডিক্যালের সুপার । টিভি মেকানিকের পা ভেঙে গেছিল, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, পুলিশ সূত্রে খবর। বউবাজারের মেস থেকে উদ্ধার ৬টি ব্যাট ও ১টি লাঠি, ভাঙা ছিল একটি ব্যাট । মোবাইল চুরির কথা স্বীকার টিভি মেকানিকের, জিজ্ঞাসাবাদে দাবি আবাসিকদের, পুলিশ সূত্রে খবর । 

West Bengal News LIVE Updates: জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১

জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। চেন্নাই থেকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ, গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩। কাঁকসা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ হাবিবুল্লাকে। পরে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় হাবিবুল্লার ১ সঙ্গীকে। হাবিবুল্লার সহযোগী ধৃত আনোয়ার শেখের বাড়ি মঙ্গলকোটে । হাবিবুল্লার গ্রেফতারির পরেই চেন্নাই পালিয়ে যায় আনোয়ার। আজ আনোয়ারকে গ্রেফতার করে চেন্নাই আদালতে পেশ করা হয়। ট্রানজিট রিমান্ডে আনোয়ারকে কলকাতায় নিয়ে আসছে বেঙ্গল এসটিএফ। 

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দু অধিকারীর । মুখ্যমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ তুলে বিরোধী দলনেতা বলেছেন,'কালীঘাটে নালার জমি জবরদখল করে নিজের বাড়ি সম্প্রসারণ করেছেন । জমি জবরদখল করে মিটিং হল তৈরি করেছেন। আপনাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাজমি বুজিয়ে, প্লট করে কোটি কোটি টাকা করেছেন। সুজিত চোর, আপনি সাধু? আক্রমণ শুভেন্দুর।

West Bengal News LIVE Updates:নিউ মার্কেট পরিদর্শনে কলকাতা পুরসভার হাই পাওয়ার কমিটি

মুখ্যমন্ত্রীর বার্তার পর নিউ মার্কেট পরিদর্শনে কলকাতা পুরসভার হাই পাওয়ার কমিটি। পরিদর্শনে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অতীন ঘোষ, দেবাশিস কুমার।

West Bengal News Live: অতি ভারী বর্ষণের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে

হাওয়া অফিস জানিয়েছে, আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আগামীকাল, ভারী থেকে অতিভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, দুই ২৪ পরগনায়। 

West Bengal News LIVE Updates: হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান

হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। অভিযানে এসে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। তৃণমূলের। তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতির নেতৃত্বে চলছে বিক্ষোভ। হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান, দাবি বন্দর কর্তৃপক্ষর। 

West Bengal News Live:কলকাতামুখী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক

কলকাতামুখী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক। দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এস এইট কোচে ৬৪ নং সিটে রাখা ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে ট্রেনে তল্লাশি ।

West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রীর বেআইনি পার্কিং বার্তার পরেই সক্রিয় পুলিশ

মুখ্যমন্ত্রীর বেআইনি পার্কিং বার্তার পরেই সক্রিয় পুলিশ। উত্তর থেকে দক্ষিণ, কলকাতা জুড়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান। কোথাও গাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে কাঁটা, কোথাও গাড়িগুলিকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। 

West Bengal News Live: আগামী বছর মাধ্যমিক শুরু হবে কবে ?

আগামী বছর মাধ্যমিক শুরু হবে কবে ?  দেখুন একনজরে।


 ১০ ফেব্রুয়ারি প্রথম ভাষা 
১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা 
১৫ ফেব্রুয়ারি অঙ্ক 
১৭   ফেব্রুয়ারি ইতিহাস ১৮ ফেব্রুয়ারি ভূগোল 
১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান
 ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান
 ২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়

West Bengal News LIVE Updates: মাধ্যমিকে ১২ হাজার খাতায় ভুল !

মাধ্যমিকে ১২ হাজার খাতায় ভুল ! ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল। স্ক্রুটিনিতে নম্বর বাড়ল ২২ পর্যন্ত
মেধা তালিকায় স্থান বদলাল ৪ পরীক্ষার্থীর। প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়ল আরও ৭ জন। ৬৩ লক্ষের মধ্যে ১২ হাজার খাতায় ভুল, এটাও কাম্য নয়, সাফাই পর্ষদ সভাপতির। ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আগামী মাধ্যমিক পরীক্ষা, জানাল পর্ষদ। 

West Bengal News Live: বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ

বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ। মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ। অভিযোগ ছাত্রাবাসের কয়েকজন আবাসিকদের বিরুদ্ধে। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু। কোমরের নিচে আঘাত ছিল, হাসপাতাল সূত্রে খবর। গণপিটুনির ঘটনায় আটক কয়েকজন, তদন্তে পুলিশ। 

West Bengal News LIVE Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাজভবনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাজভবনের। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মহিলারা। 'কোনও মন্ত্রী,  পাবলিক অফিসিয়াল সম্পর্কে কোনও  দায়িত্বজ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয়', শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া রাজভবনের। বরানগর উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা, রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজ্য- রাজ্যপাল সংঘাত অব্যাহত। 

West Bengal News Live:নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার ৪

২০২৩-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে ৩ জন রাজ্যের বাসিন্দা। ধৃত কৌশিক কর, সুমন বিশ্বাস, সঞ্জয় দাস উত্তর ২৪ পরগনার বাসিন্দা। গত অক্টোবরে নিট কেলেঙ্কারির কিংপিন সঞ্জীব মুখিয়া এ রাজ্যে এসে এক সপ্তাহ ছিল। মধ্যমগ্রামের কাছে গঙ্গানগরে একটি প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র ছাপানো হয়, দাবি পাটনা পুলিশের। ওই প্রেসের মালিক কৌশিক কর। ধৃত ৩ জনের নিট প্রশ্নপত্র ফাঁস মামলার যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

West Bengal News LIVE Updates: বিতর্কের মুখে ডায়মন্ডহারবার রোড দখল করে রাখা পার্থ চট্টোপাধ্যায়ের অফিস সরানো হল

বেহালায় রাস্তার উপর পার্থ চট্টোপাধ্যায়ের অফিস সরানো হল। বিতর্কের মুখে ডায়মন্ডহারবার রোড দখল করে রাখা পার্থ চট্টোপাধ্যায়ের অফিস সরানো হল। দু'দিন আগে বেহালায় বুলডোজার চলার সময় পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে হাত না দেওয়ার অভিযোগ ওঠে

West Bengal News Live: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, তাঁর ব্যাগে বোমা রাখা আছে বলে জানান এক যাত্রী

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক । ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। ট্রানজিট চেকিংয়ের সময় এক যাত্রী বিমানবন্দর কর্মীদের জানান তাঁর ব্যাগে বোমা রাখা আছে । ইতিমধ্যেই খালি করা হয়েছে বিমান। যাত্রীদের নামিয়ে চলছে তল্লাশি। ঘটনাস্থলে আনা হয়েছে ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড । মোতায়েন করা হয়েছে QRT বাহিনী

West Bengal News LIVE Updates: দুই বিধায়কের শপথ গ্রহণের জট কাটাতে এবার উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভার অধ্যক্ষের

দুই বিধায়কের শপথ গ্রহণের জট কাটাতে এবার উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভার অধ্যক্ষের। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ফোন করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে জটিলতা অব্যাহত।বিধানসভায় শপথগ্রহণে অনড় দুই জয়ী তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার বিধানসভায় অম্বেডকর মূর্তির সামনে অবস্থানে বসেন দুই জয়ী তৃণমূল প্রার্থী।

West Bengal News Live: জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ

জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ। পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে পানীয় জল পাচ্ছেন না। বার বার পুরসভাকে জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ পুরুলিয়া বাঁকুড়া ৬০এ জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। অবরোধকারী মহিলারা বাড়ীর হাঁড়ি বালতি নিয়ে অবরোধে সামিল হন। পরে পুর আধিকারিকরা এসে ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

West Bengal News LIVE Updates: হাত বাঁধা, মুখে ওড়না গোঁজা ছাত্রীর জলে ডোবা মৃতদেহ উদ্ধার কালনায়

হাত বাঁধা, মুখে ওড়না গোঁজা এক ছাত্রীর জলে ডোবা মৃতদেহ উদ্ধার । কালনার ধর্মডাঙা এলাকায় চাঞ্চল্য। আজ সকালে পুকুরে ক্লাস নাইনের ছাত্রীর মৃতদেহ ভাসতে দেখা যায়। অভিযোগ, প্রণয় ঘটিত কারণে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। গতকাল রাতে পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।

West Bengal News Live: শেওড়াফুলি স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন এক যাত্রী

শেওড়াফুলি স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন এক যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অফিসটাইমে সকাল সাড়ে নটা নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল ৫ নম্বর প্লাটফর্মে ঢোকে। ভিড় ট্রেনে উঠতে গিয়ে রেললাইনে পড়ে যান এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ কর্মীরা উদ্ধার করেছে।

West Bengal News LIVE Updates: কলেজ স্ট্রিটে কাঁটা দিয়ে তুলে নিয়ে যাওয়া হল বেআইনিভাবে পার্কিংয়ে রাখা গাড়ি

মুখ্যমন্ত্রীর বেআইনি পার্কিং বার্তার পরেই সক্রিয় পুলিশ। শ্যামবাজার, কলেজ স্ট্রিটে পুলিশি অভিযান। কলেজ স্ট্রিটে কাঁটা দিয়ে তুলে নিয়ে যাওয়া হল বেআইনিভাবে পার্কিংয়ে রাখা গাড়ি। শ্যামবাজারেও বেআইনি পার্কিং থেকে গাড়ি সরিয়ে দিল পুলিশ

West Bengal News Live: জলাভূমি ভরাট রুখতে নিউ ব্যারাকপুর পুরসভার দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর জয় গোপাল ভট্টাচার্য

নিউ ব্যারাকপুরে অবৈধভাবে জলাভূমি ভরাটের অভিযোগ। জলাভূমি ভরাট রুখতে নিউ ব্যারাকপুর পুরসভার দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর জয় গোপাল ভট্টাচার্য। ৭ নম্বর ওয়ার্ডের কাজি নজরুল স্মরণীতে ঝিল ভরাট করে দোকান ও বাড়ি তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। একাধিকবার প্রতিবাদ করে কাজ না হওয়ায় পুর প্রধানের দ্বারস্থ হন গোপাল ভট্টাচার্য। অভিযোগ পেয়ে কড়া পদক্ষেপের আশ্বাস পুরপ্রধান প্রবীর সাহার

West Bengal News LIVE Updates: ভাঙড়ে ব্যাগভর্তি বোমা উদ্ধারে, ধৃত ১

ভাঙড়ের রঘুনাথপুরে ব্যাগভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য। তিনটি বোমা সহ ধৃত একজন। ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় এলাকাবাসীর। বোমাগুলি উদ্ধার করে কাশীপুর থানা। কী কারণে বোমা নিয়ে যাচ্ছিল, তদন্ত শুরু করেছে পুলিশ।

West Bengal News Live: সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে

শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী।

West Bengal News LIVE Updates: আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝ়ড়বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্য়েই দক্ষিণ ২৪ পরগনা জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।

West Bengal News Live: মাথাভাঙায় মহিলা বিজেপি কর্মীকে 'বিবস্ত্র করে মার'

বিজেপি করায় কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মার ? মাথাভাঙায় মহিলা বিজেপি কর্মীকে 'বিবস্ত্র করে মার'। ২৫ জুন: মারধরের পর মহিলাকে বাড়িতে ফেলে রেখে যাওয়ার অভিযোগ । তৃণমূলের বিরুদ্ধে মহিলা বিজেপি কর্মীর উপর অত্যাচারের অভিযোগ। পারিবারিক অশান্তির জের, অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের । হামলার ঘটনায় ১ মহিলা-সহ ৪জনকে গ্রেফতার করল পুলিশ। পারিবারিক বিবাদেই মহিলার উপরে হামলা, দাবি পুলিশ সূত্রে।

West Bengal News LIVE Updates: সল্টলেকে বেআইনি নির্মাণ নিয়ে ফের বিধাননগর পুরসভার মেয়রকে নাম না করে আক্রমণ শানালেন পুরসভার চেয়ারম্যান

সল্টলেকে বেআইনি নির্মাণ নিয়ে ফের বিধাননগর পুরসভার মেয়রকে নাম না করে আক্রমণ শানালেন পুরসভার চেয়ারম্যান। মুখ্য়মন্ত্রী সুজিত বসুকে ধমক দেওয়ায় এবং কৃষ্ণা চক্রবর্তী পরিচালিত বিধাননগর পুরসভার নিন্দা করার পর, এবার দলীয় সতীর্থদের নাম না করেই কটাক্ষ করলেন সব্য়সাচী দত্ত। 

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস অফিসে অভিযানে পুরসভা-প্রশাসন

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস অফিসে অভিযানে পুরসভা-প্রশাসন। পুকুর ভরাট করে সঙ্ঘের অফিস তৈরির অভিযোগ উঠতেই আসানসোল পুরসভার সঙ্গে সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছলেন ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। নথি আছে, ১৫দিনের মধ্যে সব দিয়ে দেব, দাবি আরএসএসের আইনজীবীর।

West Bengal News LIVE Updates: রাজভবনের সামনে রবিবার ৪ ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু

রাজভবনের সামনে রবিবার ৪ ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। পাল্টা শনিবার ধর্নায় বসতে চেয়ে সওয়াল করলেন বিরোধী দলনেতার আইনজীবী। ৭ জুলাই অনুমতি দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিন্হা।

West Bengal News Live: 'এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, কাউকে বেকার করার অধিকারও নেই', সময় বাঁধলেন মুখ্যমন্ত্রী

ফুটপাথ দখল করে হকার-রাজ। অভিযানের মধ্যেই সময় বাঁধলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, কাউকে বেকার করার অধিকারও নেই।' 

প্রেক্ষাপট

'রাজভবনের সামনে ৪ ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। রবিবার সকাল ১০ থেকে ৪ ঘণ্টার জন্য অবস্থানে বসতে পারেন শুভেন্দু', কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। শনিবার ধর্নায় বসতে চান, সওয়াল বিরোধী দলনেতার আইনজীবীর। ৭ জুলাই অনুমতি দেওয়া যেতে পারে, বললেন বিচারপতি অমৃতা সিন্হা। রাজ্যের থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাব, বললেন এজি কিশোর দত্ত। 


বেআইনি নির্মাণ থেকে বালি চুরি, নিজের এলাকায় বেআইনি কার্যকলাপ নিয়ে সরব হলেন বর্ধমান পুরসভার চেয়ারম্য়ান। সবার পিছনে একটা করে লোক আছে, আইন ভঙ্গকারী হিসাবে চিহ্নিত করেও, তাদের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া যায় না। বুধবার এমনই বিস্ফোরক মন্তব্য় করেন বর্ধমান পুরসভার চেয়ারম্য়ান পরেশচন্দ্র সরকার। 


২৭ ঘণ্টা পর উদ্ধার মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। সল্টলেক ক্যাম্পাস থেকে অন্তর্বর্তীকালীন উপাচার্যকে উদ্ধার করল পুলিশ। আন্দোলনকারীদের জোর করে সরানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আহত ১ অধ্যাপক। 'পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরাই চড়াও হয়' , পাল্টা অভিযোগ মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের।


মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে অভিযান। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। আসানসোল পুরসভার সঙ্গে সরেজমিনে ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। নথি আছে, ১৫দিনের মধ্যে সব দিয়ে দেব: আরএসএসের আইনজীবী।


'কারও চাকরি খাওয়ার অধিকার আমার নেই। কাউকে বেকার করার অধিকারও নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়। এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা......এক মাসের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে।এক মাস পরে ফের বসব, নতুন করে কাউকে যেন বসতে না দেওয়া হয়', বেআইনি দখল উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.