West Bengal News LIVE Updates: নিউ মার্কেট পরিদর্শনে পুরসভার হাই পাওয়ার কমিটি

West Bengal News LIVE Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর। নজর রাখুন এখানে।

ABP Ananda Last Updated: 28 Jun 2024 11:28 PM

প্রেক্ষাপট

'রাজভবনের সামনে ৪ ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। রবিবার সকাল ১০ থেকে ৪ ঘণ্টার জন্য অবস্থানে বসতে পারেন শুভেন্দু', কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। শনিবার ধর্নায় বসতে চান,...More

West Bengal News Live: বউবাজারের মেসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ১৪

বউবাজারের মেসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ১৪। ধৃতরা বিভিন্ন কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র। মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ । মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে নৃশংসভাবে মারধরের অভিযোগ কয়েকজন আবাসিকের বিরুদ্ধে।কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু। গ্রেফতার হস্টেলের ১৪ জন আবাসিক। খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণের অভিযোগে মামলা রুজু। মৃত ইরশাদ আলম টিভি মেকানিক ছিলেন, চাঁদনি চকের একটি দোকানে কাজ করতেন। খুব খারাপ অবস্থায় আনা হয়েছিল, জানিয়েছেন কলকাতা মেডিক্যালের সুপার । টিভি মেকানিকের পা ভেঙে গেছিল, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, পুলিশ সূত্রে খবর। বউবাজারের মেস থেকে উদ্ধার ৬টি ব্যাট ও ১টি লাঠি, ভাঙা ছিল একটি ব্যাট । মোবাইল চুরির কথা স্বীকার টিভি মেকানিকের, জিজ্ঞাসাবাদে দাবি আবাসিকদের, পুলিশ সূত্রে খবর ।