West Bengal LIVE News Updates: স্বাস্থ্য নিয়ে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার
WB News LIVE Updates: রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবর দেখতে চোখ রাখুন...
ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। ৮ ঘণ্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত চিকিৎসকদের। সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত, দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত, দাবি চিকিৎসকদের। দ্রুত ন্যায়বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্যসচিবকে অপসারণের দাবি চিকিৎসকদের। মোট ১০ দফা দাবি পেশ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের।
কমিটিতে চিকিৎসক দেবযানী বন্দ্যোপাধ্যায়, যোগীরাজ রায়। কমিটিতে চিকিৎসক সঞ্জীব চক্রবর্তী, সুনেত্রা কবিরাজ রায়। কমিটিতে চিকিৎসক দেবব্রত দাস, সামর্থ্য পুলাই। রোগী কল্যাণ সমিতিতে কারা কারা সদস্য? তা নিয়েও বিজ্ঞপ্তি সরকারের। সমিতিতে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, মনোনীত ২জন ডিন, এমএসভিপি। রোগী কল্যাণ সমিতিতে সিনিয়র, জুনিয়র রেসিডেন্ট ডক্টর্সদের ২জন প্রতিনিধি। রোগী কল্যাণ সমিতিতে নার্সদের একজন প্রতিনিধি এবং একজন জনপ্রতিনিধি।
আর জি কর-আবহেই শুক্রবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে ওয়ার্ডে ঢুকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনা ঘটে। এরপর ৪দিন পার। নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এই প্রেক্ষাপটেই আজ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি স্পেশাল ব্রাঞ্চ।
স্বাস্থ্য নিয়ে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার। স্বাস্থ্য নিয়ে অভিযোগ শোনার জন্য বিশেষ কমিটি। এসএসকেএমের চিকিৎসক সৌরভ দত্তের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি।
কলকাতা মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। ল্যাবে কিট দুর্নীতি ও ক্রিটিক্যাল কেয়ার বেড বিক্রির অভিযোগে তদন্ত। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় ছাড়াও প্যাথলজিস্ট জয়ন্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষ। মেডিসিন ও ফরেন্সিক বিভাগের তরফে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন। আর জি কর মেডিক্যালের সঙ্গে কলকাতা মেডিক্যালেরও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়।
ফের পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের, আলোচনায় বসছেন সিনিয়ররা। পুজোর সময় আন্দোলন, জুনিয়র সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে সিনিয়র চিকিৎসকরা।
বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তারদের মহামিছিল। পাশে পেলেন সাধারণ মানুষদেরও। মিছিলে হাঁটছেন তৃণমূলের পদত্যাগী সাংসদ জহর সরকার।
ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। ৮ ঘণ্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত চিকিৎসকদের। সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত, দাবি আন্দোলনকারী চিকিৎসকদের।
বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল IMA বেঙ্গল। আর জি কর কাণ্ডের পর একের পর এক অভিযোগে বিদ্ধ বিরূপাক্ষ। স্বাস্থ্য় দফতর, রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের পর সাসপেন্ড করল IMA বেঙ্গল।
বিচারের দাবিতে ৫৩ দিন, ডাক্তারদের ডাকে ফের মহামিছিল। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন-মহাসমাবেশের ডাক। মহালয়ায় মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের।
'বাংলাকে শোকস্তব্ধ করে দিতে চেয়েছিল, জবাব দিয়ে দুর্গা পুজো হবে'। পুজোর সময় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তীব্র আক্রমণে কল্যাণ।
ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, পাল্টা আক্রমণে কল্যাণ। 'দাবি না মানলে মানুষের সেবা করব না, এটাও একটা থ্রেট কালচার। হাসপাতালে মানুষ সিনেমা দেখতে যায় না, পরিষেবা নিতে যায়। ২ দিনের মধ্যে ১৪ অগাস্টের লোক করে দেখিয়ে দিক, চ্যালেঞ্জ কল্যাণের।
কলকাতা মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। ল্যাবে কিট দুর্নীতি ও ক্রিটিক্যাল কেয়ার বেড বিক্রির অভিযোগে তদন্ত।
পুজোর সূচনায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মুখ্যমন্ত্রী। কাল মহালয়া, আজ থেকেই পুজোর সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার দেখাল সিবিআই। ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের মধ্যেই পার্থকে গ্রেফতার দেখাল সিবিআই। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করল আদালত।
ফের হুমকির মুখে চিকিৎসক, নার্সরা। মত্ত অবস্থায় হাসপাতালে ঢুকে ভাঙচুরের চেষ্টা। আতঙ্কে মালদার রতুয়া ব্লক হাসপাতালের চিকিৎসক, নার্সরা। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
কী কারণে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটতে হল, ব্যাখ্যা দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।
কলকাতা মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে সংগ্রামী যৌথ মঞ্চ। শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল।
পুুজোর মুখে ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের
ভিন রাজ্য়ের আর্থিক প্রতারণার মামলায় কলকাতায় তল্লাশি অভিযানে ED। সাত সকালে মানিকতলায় এক চার্টার্ড অ্য়াকাউনটেন্টের আবাসনে ED র হানা। অন্য়দিকে, ওয়াটারলু স্ট্রিটের ওয়াটারলু ম্য়ানশনে সকাল ৭ টা নাগাদ ED-র একটি দল হানা দেয়।
আর জি কর কাণ্ডের বিচার চেয়ে কাল ফের মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের
মহালয়ায় মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের
কলেজ স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলায় মহাসমাবেশের ডাক
সমাজের সর্বস্তরের মানুষের কাছে মিছিল ও সমাবেশে যোগ দেওয়ার আবেদন
এবার পার্থ চট্টোপাধ্য়ায় এবং অয়ন শীলকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজেদের হেফাজতে নিতে চায় CBI। এর আগে SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে এবং পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে গ্রেফতার করেছিল CBI আধিকারিকরা। এবার, দু'জনকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজেদের হেফাজতে চাইতে, সিবিআইয়ের বিশেষ আদালতে আজ শুনানির জন্য় গতকালই আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। CBI সূত্রে দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিক তথ্য় তাঁদের হাতে এসেছে, সেই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য় তৎকালীন শিক্ষামন্ত্রী এবং প্রোমোটার অয়ন শীলকে হেফাজতে নেওয়া প্রয়োজন। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, দু'জনকে শোন অ্য়ারেস্ট করতে চান তাঁরা। এই মর্মে আজ আদালতে আবেদন করা হবে তাঁদের পক্ষ থেকে। অন্য়দিকে, শারীরিক অসুস্থতার জন্য় পার্থ চট্টোপাধ্য়ায়কে আদালতে ভার্চুয়ালি পেশ করা হবে বলে জানানো হল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে।
আসানসোলে পড়ুয়াসমেত চলন্ত পুলকারে আগুন। কুলটি থেকে আসানসোল যাওয়ার পথে চলন্ত পুলকার থেকে ধোঁয়া। পড়ুয়াদের তড়িঘড়ি নামাতেই গাড়িতে দাউদাউ আগুন।
জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়
শিক্ষা দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী
২ বছর ২ মাস ধরে জেলে, সওয়াল পার্থর আইনজীবী মুকুল রোহতগির
জবাব চেয়ে ইডিকে নোটিস সুপ্রিম কোর্টের
পুজোর পর মামলার শুনানি
রোগীমৃত্যুকে কেন্দ্র করে বর্ধমান মেডিক্যাল কলেজে উত্তেজনা। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ওয়ার্ডে ঢুকে মহিলা চিকিৎসককে কটূক্তির অভিযোগ। নিরাপত্তার দাবিতে বিক্ষোভে ডাক্তাররা।
আপাতত ভারি বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামীকাল, মহালয়ার দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। অন্য়দিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ, দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
সাত সকালে কলকাতা ও জেলায় জেলায় এনআইএ অভিযান
ফের ১০ দফা দাবি জানিয়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা
'ঘটনার ৫০ দিন পরে আর জি কর মেডিক্যালে সিসিটিভি বসেছে প্রয়োজনের মাত্র ২৬ শতাংশ! এই সিসিটিভিকে রাজ্য সরকার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে শুরু থেকে। ৫২ দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কী পাওয়া গেল?' জিবি মিটিংয়ের পর প্রেস রিলিজে অভিযোগ জুনিয়র ডাক্তারদের
ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পর রাতভর জিবি বৈঠকের শেষে সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের।
সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানিতে, বারবার উঠল প্রভাবশালীদের প্রসঙ্গ। জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের আইনজীবীরা সওয়ালে বলেন, আর্থিক বেনিয়মের ঘটনায় CBI-রিপোর্টে যাঁদের কথা বলা হয়েছে, কোনও দরকার না থাকা সত্ত্বেও তাঁরা ঘটনাস্থলে ছিলেন। আইনজীবীরা আরও চাঞ্চল্য়কর দাবি করেন, যাঁরা তদন্তের আওতায়, তাঁরা এখনও আর জি কর মেডিক্য়ালে কর্মরত রয়েছেন। এদের সাময়িকভাবে সাসপেন্ড করা হোক।
মহালয়ার দিন আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সহকর্মীরা। নিহত চিকিৎসকের বাবা-মায়ের হাতেই ভাস্কর্যের উন্মোচন হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যে আরও পাঁচটি পাওয়ার প্লান্ট তৈরি হবে। সোমবার রাজ্য় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পাঁচটি পাওয়ার প্লান্টের মধ্যে একটি পাওয়ার প্লান্ট তৈরি হবে পিপিপি মডেলে। এই পাওয়ার প্লান্টটি হবে ১ হাজার ৬০০ মেগা ওয়াটের। এই মুহূর্তে রাজ্যে যে পাওয়ার প্লান্টগুলি সক্রিয় রয়েছে, সেগুলি হল--- সাগরদিঘি, বক্রেশ্বর, দুর্গাপুর, সাঁওতালডিহী, ব্যান্ডেল ও কোলাঘাট।
পুজোর মুখে বন্য়া পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু গরিব মানুষ। বিভিন্ন জেলা থেকে সামনে এসেছে ত্রাণ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ। এই পরিস্থিতিতে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে, বন্য়া দুর্গত এলাকায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী। মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, যাঁদের এলাকায় বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে, তাঁরা এলাকা ছেড়ে যাবেন না। যে মন্ত্রীদের এলাকায় বন্য়া পরিস্থিতি তৈরি হয়নি, তাঁদের উদ্দেশে মমতা বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দেন, দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহে নজর দিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -