West Bengal News LIVE Updates: ফের শহরে আগুন, এবার পাম অ্যাভিনিউয়ের স্কুলে

WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা, সব খবরের আপডেট দেখতে থাকুন...

ABP Ananda Last Updated: 11 Feb 2025 03:58 PM

প্রেক্ষাপট

কলকাতা: ফের শহরে আগুন, এবার পাম অ্যাভিনিউয়ের স্কুলে। পাম অ্যাভিনিউয়ে অশোকা হল গার্লসে আগুন। স্কুল বন্ধ থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা...More

Birbhum News: বারুদের স্তূপে বীরভূম, বালি-বখরায় বোমাবাজি!

বারুদের স্তূপে বীরভূম, বালি-বখরায় বোমাবাজি! বেআইনি বালি ঘাটের বখরায় ধুন্ধুমার, একজন আহত। কাঁকরতলায় ২ পক্ষের সংঘর্ষে দফায় দফায় বোমাবাজি। 'বালির বখরা নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। কেষ্ট-কাজলের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, দাবি বিজেপির। দুষ্কৃতীদের ২ গোষ্ঠীর সংঘর্ষ, তৃণমূল-যোগ উড়িয়ে দাবি কাজল শেখের। কাঁকরতলায় বোমাবাজির অভিযোগে ৭জন আটক: পুলিশ সূত্র