West Bengal News LIVE Updates: ফের শহরে আগুন, এবার পাম অ্যাভিনিউয়ের স্কুলে
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা, সব খবরের আপডেট দেখতে থাকুন...
প্রেক্ষাপট
কলকাতা: ফের শহরে আগুন, এবার পাম অ্যাভিনিউয়ের স্কুলে। পাম অ্যাভিনিউয়ে অশোকা হল গার্লসে আগুন। স্কুল বন্ধ থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা...More
বারুদের স্তূপে বীরভূম, বালি-বখরায় বোমাবাজি! বেআইনি বালি ঘাটের বখরায় ধুন্ধুমার, একজন আহত। কাঁকরতলায় ২ পক্ষের সংঘর্ষে দফায় দফায় বোমাবাজি। 'বালির বখরা নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। কেষ্ট-কাজলের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, দাবি বিজেপির। দুষ্কৃতীদের ২ গোষ্ঠীর সংঘর্ষ, তৃণমূল-যোগ উড়িয়ে দাবি কাজল শেখের। কাঁকরতলায় বোমাবাজির অভিযোগে ৭জন আটক: পুলিশ সূত্র
'সন্দীপ ঘোষ-সহ বাকিদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ। প্রশাসনের অভ্যন্তরে এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে তার প্রভাব সুদূরপ্রসারী', এই ধরনের দুর্নীতি স্বাস্থ্যব্যবস্থা ও প্রশাসনকে দূষিত করে, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। 'এই ধরনের ক্ষেত্রে আইন মেনে দ্রুত বিচার হলে মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ে', মন্তব্য হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর। 'কালকের মধ্যে সমস্ত নথির স্ক্যান করা কপি অভিযুক্তদের দেবে সিবিআই'
নথি যাচাই করে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন অভিযুক্তরা, জানাল হাইকোর্ট। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি
এবার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবিতে সরব বিজেপি সাংসদ। 'তৃণমূল চিরতরে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বন্ধ করে দিতে চাইছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। SSC-তে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, SSC তুলে দেওয়া হোক', PMO ও রাজ্যপালকে ট্যাগ করে পোস্ট জ্যোতির্ময় সিংহ মাহাতোর
রামপুরহাটে উদ্ধার বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। ট্রাক থেকে উদ্ধার ৩২০টি ব্যাগ ভর্তি বিস্ফোরক। ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার। তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার। ট্রাক চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ
মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির। ডোমজুড়ের কেশবপুরের ঘটনা। মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক আগেই রক্তদান শিবিরের ঘোষণা ঘিরে বিতর্ক। রক্তদান শিবিরের মঞ্চে ছিলেন রুদ্রপুরের পঞ্চায়েত প্রধান। পরীক্ষার সময় মাইকে ঘোষণার জন্য ক্ষমা চান পঞ্চায়েত প্রধান। অভিযোগ, অনুষ্ঠানের সময় এলাকায় দেখা মেলেনি পুলিশের। ঘটনায় তৃণমূলের সমালোচনায় সরব বিজেপি।
ফের অগ্নিকাণ্ড, এবার হুগলির রিষড়ায়। রিষড়ার বাঙ্গুর পার্ক রবার ও কেমিক্যাল কারখানায় আগুন। আগুন নেভানোর কাজ করছে দমকলের তিনটি ইঞ্জিন
চাকরি চেয়ে ফের পথে ২০২২-এর TET উত্তীর্ণরা। দ্রুত নিয়োগের দাবিতে পথে TET উত্তীর্ণরা। কবে মিলবে চাকরি? প্রশ্ন ২০২২-এর TET উত্তীর্ণদের। সল্টলেকে প্রতীকী বেকার মেলা ও চপ ভেজে প্রতিবাদ
চাকরি চেয়ে ফের পথে ২০২২-এর TET উত্তীর্ণরা। দ্রুত নিয়োগের দাবিতে পথে TET উত্তীর্ণরা। কবে মিলবে চাকরি? প্রশ্ন ২০২২-এর TET উত্তীর্ণদের। সল্টলেকে প্রতীকী বেকার মেলা ও চপ ভেজে প্রতিবাদ
বিধানসভায় তৃণমূল বিধায়কের মোবাইল ফোন খোয়া যাওয়া নিয়ে শোরগোল। পরে ফোন ফেরত পান ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'বিধানসভার লবিতে রেজিস্টারে সই করে সেখানেই বসেছিলাম। কিছুক্ষণের জন্য উঠেছিলাম, ফিরে এসে দেখি ফোন নেই। বিধানসভার মার্শাল ও হেয়ার স্ট্রিট থানার পুলিশকে জানাই', পরে ফোন ফেরত পেয়েছি: হুমায়ুন কবীর।
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুকাণ্ডে বিতর্কিত সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের টেকনিক্যাল ডিরেক্টর মুকুল ঘোষকে জিজ্ঞাসাবাদ। ভবানী ভবনে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ CID-র। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের RL স্যালাইনে নিয়ে একাধিক অভিযোগ। বিতর্কের মুখে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের RL স্যালাইন ব্যান করে রাজ্য
যত কাণ্ড ম্যাকাউটে। এবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসে 'আত্মঘাতী' ছাত্রী। ছাদ থেকে 'ঝাঁপ' দিয়ে ছাত্রীর মৃত্যু বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। ঘটনার জেরে আজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। গতকাল এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুল্যান্স না থাকার অভিযোগে রাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পরীক্ষায় টোকাটুকির সময় ধরা পড়েন এম টেকের প্রথম বর্ষের ছাত্রী, খাতা কেড়ে নেওয়ায় ছাদে গিয়ে ঝাঁপ দেন ওই তরুণী। এমনই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। আজই দেহের ময়নাতদন্ত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে এখনও মুখ খোলেনি।
চাকরি চেয়ে ফের পথে ২০২২-এর TET উত্তীর্ণরা। দ্রুত নিয়োগের দাবিতে পথে TET উত্তীর্ণরা
কোচবিহারে বামনহাট স্টেশনে ট্রেন দুর্ঘটনা। ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি ক্ষতিগ্রস্ত হয়। সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
২৬ হাজার চাকরির কী ভবিষ্যৎ? শুনানির পরে রায়দান স্থগিত। কোন ফর্মুলায় যোগ্য-অযোগ্য আলাদা? মিলল না সূত্র। কীভাবে যোগ্য-অযোগ্য আলাদা, তথ্যে সন্দেহ খোদ সুপ্রিম কোর্টের। 'আমাদের কাছে আসল OMR নেই, এটাই আসল সমস্যা। পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার OMR নিয়ে আমরাও সন্দিহান', যোগ্য-অযোগ্য বিতর্কে সন্দেহ খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও। 'কোন তথ্য আসল? কমিশনের নাকি বনসলের? বলতেই পারছে না কমিশন', স্কুলে চাকরির যোগ্য-অযোগ্য মামলায় মন্তব্য দেশের প্রধান বিচারপতির। পুরো প্যানেল বাতিলের পক্ষেই সওয়াল চাকরিপ্রার্থীদের আইনজীবীর।
বোলপুরে বহুতলে বিধ্বংসী আগুনে পুড়ে মৃৃত্যু হয়েছে প্রৌঢ় দম্পতির। দুই শিশু-সহ ৫ জন আহত। গতকাল সন্ধে সাড়ে ৬টা নাগাদ বোলপুরের বাঁধগোড়ায় পাঁচতলা বহুতলের গ্যারাজে মিটার বক্স থেকে আগুন ছড়ায়। গ্যারাজে রাখা বাইক পুড়ে যাওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অগ্নিদগ্ধ হন প্রৌঢ় দম্পতি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বহুতলের সামনে দোকান, চারপাশ ঘেরা, আগুন লাগার পর গ্যারাজ কার্যত জতুগৃহে পরিণত হয়। প্রোমোটারের গাফিলতি কি না, খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ।
বোলপুরের বড়ডিহা গ্রামে ইটভাটার পাশে মাটি ধসে মৃত্যু হল দুই শিশুর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, ইটভাটা মালিককে গ্রেফতারের দাবিতে বাঁশ-লাঠি নিয়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। একঘণ্টা পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। বড়ডিহা গ্রামে ইটভাটার পাশে মাটি কেটে রাখা ছিল। অভিযোগ, গতকাল সন্ধেয় সেখানে খেলার সময়, মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৭ বছরের রকি মুর্মু ও ৮ বছরের কাঞ্চন সোরেনের। এরপর মৃতদেহ আটকে রেখে বাঁশ-লাঠি নিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ইটভাটা মালিকের গাফিলতিতেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তাঁদের অভিযোগ। ইটভাটার মালিকের খোঁজ চালাচ্ছে বোলপুর থানার পুলিশ।
কয়েকদিন আগে তৃণমূলের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলে মুখ খুলেছিলেন বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম। এবার সেই বাদুড়িয়াতেই তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনের ওপর হামলা এবং তাঁর দুই নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল দলেরই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিক মণ্ডল। তৃণমূলের বাদুড়িয়া উত্তর ব্লকের সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটনের অনুগামী তারিকের নেতৃত্বেই তাঁর ওপর হামলা চলে বলে অভিযোগ করেছেন দলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন। যোগাযোগ করা হলেও ফোন ধরেননি অভিযুক্ত উপপ্রধান।
অবশেষে মৈপীঠে বাঘ-বন্দি। ১৬ ঘণ্টা পর ছাগলের টোপে বন দফতরের খাঁচাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের হামলায় গুরুতর জখম বনকর্মী গণেশ শ্যামল SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। বাঘের কামড়ে তাঁর চোখের ওপর থেকে মাথার ডানদিকে গভীর ক্ষত তৈরি হয়েছে। ডান হাতেও ক্ষত রয়েছে। বন দফতর জানিয়েছে, সুস্থই রয়েছে ১০ বছরের পুুরুষ বাঘটি। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
গতকাল সকাল ১১টা নাগাদ মৈপীঠের নগেনাবাদ এলাকায় বাঘের দেখা মেলে। এই নিয়ে হুলস্থুল পড়ে যায় গোটা গ্রামে। এর আগে রবিবার বাঘের পায়ের ছাপ দেখেই গ্রাম লাগোয়া নদী বাঁধ জাল দিয়ে ঘিরে দেয় বন দফতর। গতকাল সকালে তল্লাশি চলাকালীন রয়্যাল বেঙ্গলের দর্শন মেলে। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এক বন কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। তাঁর মাথা কামড়ে ধরে। বেশ কিছুক্ষণ বাঘে-মানুষে লড়াই চলার পর, জঙ্গলের দিকে পালায় বাঘ। অবশেষে রাত ৩টে ২০ নাগাদ ছাগলের টোপে খাঁচাবন্দি হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।
রাতের শহরে ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। যশোর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার এবং সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। গতকাল রাত ১১টা নাগাদ দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে দুর্ঘটনা ঘটে। কলকাতা বিমানবন্দরের দিক থেকে নাগেরবাজারের দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে একজন মহিলা ও ২ জন পুরুষ সওয়ারি ছিলেন। এয়ার ব্যাগ খুলে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
নাবালিকার মৃতদেহ যেখানে উদ্ধার হয়েছে, সেখানেই কি ধর্ষণ ও খুন করা হয়েছিল? সেই কাজ কি টোটোচালকের একার পক্ষে সম্ভব? কেন কিছুই টের পেলেন না আশপাশের বহুতলের বাসিন্দারা? নিউটাউনকাণ্ডে টোটোচালক গ্রেফতার হলেও এখনও অনেক ক্ষেত্রে রয়ে গেছে ধোঁয়াশা। এদিকে ধৃতের চরম শাস্তি চাইছে নিহতের মা-বাবা।
অবশেষে মৈপীঠে বাঘ-বন্দি। বন দফতরের খাঁচা-বন্দি রয়াল বেঙ্গল। তাণ্ডবের পর অবশেষে ধরা পড়ল বাঘ। গতকাল বাঘের হামলায় জখম বনকর্মী
শহরে ফের অগ্নিকাণ্ড, নারকেলডাঙা, তারাতলার পর চিংড়িঘাটা। চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন। দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে