WB News Update: আজ থেকে বাংলার রাজ্য সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল... ঘোষণা মুখ্যমন্ত্রীর

West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এখানে।

ABP Ananda Last Updated: 04 Dec 2023 11:51 PM
West Bengal Live News: আজ থেকে বাংলার রাজ্য সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল... ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ থেকে বাংলার রাজ্য সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল... ঘোষণা মুখ্যমন্ত্রীর। জাতীয় সঙ্গীতের মতোই মর্যাদা দেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, দাবি বিজেপির। 

WB News Live: বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এসএসকেএমে ভর্তি মদন মিত্র

বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এসএসকেএমে ভর্তি মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক।

WB News Live: বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এসএসকেএমে ভর্তি মদন মিত্র

বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এসএসকেএমে ভর্তি মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক।

West Bengal Live News: ব্যাঙ্ক প্রতারণা মামলায় CBI অভিযান

ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় নিউটাউনের দুটি এবং দত্তাবাদের এক জায়গায় অভিযান চালাল CBI। সূত্রের দাবি, সম্প্রতি RBI থেকে প্রায় ৮০০ কোটি টাকা একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে চলে যায় বলে অভিযোগ। তার মধ্যে ৬০০ কোটি টাকা উদ্ধার হলেও, বাকি ২০০ কোটি টাকার হদিশ পেতেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

WB News Live: পুরুলিয়া মেডিক্যালে এসএনসিইউতে টিটেনাসের জীবাণু!

পুরুলিয়া মেডিক্যালে এসএনসিইউতে টিটেনাসের জীবাণু! নমুনা পরীক্ষা করে টিটেনাসের জীবাণু পেল মাইক্রোবায়োলজি বিভাগ। টিটেনাসের জীবাণু পেতেই এসএনসিইউতে রোগী ভর্তি বন্ধ। জীবাণু মুক্ত করা হবে এসএনসিইউ, শিশুদের ভর্তি করা হচ্ছে এনআইসিইউতে।

West Bengal Live News: পরশু 'ইন্ডিয়া' জোটের বৈঠকে তৃণমূলের যাওয়া নিয়ে ধোঁয়াশা

পরশু 'ইন্ডিয়া' জোটের বৈঠকে তৃণমূলের যাওয়া নিয়ে ধোঁয়াশা। বুধবার বৈঠক, এখনও কিছুই জানেই না তৃণমূল কংগ্রেস! দিল্লিতে জোটের বৈঠকের জন্য এখনও আসেনি খাড়গের চিঠি: তৃণমূল সূত্রের খবর। 

WB News Live: অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর এবার তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। 'একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত, ১৫দিনের মধ্যে রিপোর্ট, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ৪ সদস্যের প্রস্তাবিত কমিটি', তদন্তের জন্য রেজিস্ট্রারকে নির্দেশে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের। এব্যাপারে কোনও মন্তব্য করতে নারাজ যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।

West Bengal Live News: চোর স্লোগান লেখা টি শার্ট, শুভেন্দুর বিরুদ্ধে থানায় তৃণমূল

চোর স্লোগান লেখা টি শার্ট, শুভেন্দুর বিরুদ্ধে থানায় তৃণমূল। জাতীয় সঙ্গীত 'অবমাননা' পর এবার চোর স্লোগান লেখা টিশার্টে নালিশ।শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ। মুখ্যমন্ত্রীর চেয়ারকে অসম্মানের অভিযোগে থানায় তৃণমূল। বাংলার মানুষের ভাবাবেগে আঘাতের অভিযোগ তৃণমূলের। অভিযোগকে এফআইআর হিসেবে বিবেচনা করার দাবি তৃণমূলের। মমতা চোর লেখা টিশার্ট, বঙ্গবাসীর ভাগাবেগে আঘাতের অভিযোগ। তৃণমূল বিধায়ক হিসেবে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমা ভটাচার্যের।

WB News Live: প্রাইমারি টেটের দিন বদল, ১০ ডিসেম্বরের বদলে ২৪ ডিসেম্বর পরীক্ষা

প্রাইমারি টেটের দিন বদল। ১০ ডিসেম্বরের বদলে ২৪ ডিসেম্বর পরীক্ষা। ২৪ ডিসেম্বর বেলা ১২ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত পরীক্ষা চলবে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

West Bengal Live News: 'আসন সমঝোতা হলে ২০২৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসবে না',

'ঠিকমতো আসন সমঝোতা হলে ২০২৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসবে না', বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রীর

WB News Live: ব্যাঙ্ক প্রতারণা মামলায় একযোগে সিবিআই তল্লাশি

ব্যাঙ্ক প্রতারণা মামলায় একযোগে সিবিআই তল্লাশি। ভোর থেকে নিউটাউন, দত্তাবাদের ৩ জায়গায় তল্লাশি। প্রতারণার মামলায় ব্যাঙ্কের স্থায়ী-অস্থায়ী কর্মীদের বাড়িতে অভিযান। সল্টলেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও গেলেন সিবিআই গোয়েন্দারা।

West Bengal Live News: বিধানসভার বাইরে এসইউসিআই-এর বিক্ষোভ

বিধানসভার বাইরে এসইউসিআই-এর বিক্ষোভ। নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তি ও যোগ্য প্রার্থীদের নিয়োগ সহ আট দফা দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ। পুলিশ-বিক্ষোভকারী ধস্তাধস্তি, আটক বেশ কয়েকজন কর্মী-সমর্থক।

WB News Live: মুখ্যসচিবকে নিয়ে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী

বিধানসভা থেকে রাজভবনে মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবকে নিয়ে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী। উপাচার্য-নিয়োগ বিতর্কে সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজভবনে মুখ্যমন্ত্রী।

West Bengal Live News: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ১ লক্ষ পার! গত ১২ বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ

রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ১ লক্ষ পার! গত ১২ বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। গত ২৯ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৯৪ হাজার। সোমবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ১ লক্ষ পার, স্বাস্থ্যভবন সূত্রে খবর। চলতি সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৩ হাজার। ডেঙ্গি সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত ২০ হাজার ৮১। ডেঙ্গি সংক্রমণের নিরিখে দ্বিতীয় কলকাতা, আক্রান্ত ১৩ হাজার ৯৪১। ডেঙ্গি সংক্রমণের নিরিখে তৃতীয় মুর্শিদাবাদ, আক্রান্ত ১১ হাজার ৭২১।

WB News Live: প্রাইমারি টেটের দিন বদল, ১০ ডিসেম্বরের বদলে ২৪ ডিসেম্বর পরীক্ষা

প্রাইমারি টেটের দিন বদল, ১০ ডিসেম্বরের বদলে ২৪ ডিসেম্বর পরীক্ষা। ২৪ ডিসেম্বর বেলা ১২ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত পরীক্ষা চলবে,
বিজ্ঞপ্তি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

West Bengal Live News: 'মমতাকে চোর স্লোগান শোনানোর ২ মিনিটের মধ্যে বহিষ্কার করা হয় আমাকে'

'গতবছর সাড়ে ৫ মাস আমাকে বিধানসভার বাইরে রেখেছিল, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চোর স্লোগান শোনানোর ২ মিনিটের মধ্যে বহিষ্কার করা হয়, আগে থেকেই সব ঠিক করা ছিল', তোপ শুভেন্দু অধিকারীর।

WB News Live: তৃণমূল বিধায়কের স্বামীর বাড়িতে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট! দাবি সিবিআইয়ের

'বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট', মিলেছে ৫-৬ জনের চাকরির বদলি সংক্রান্ত নথি, দাবি সিবিআই সূত্রের। 'তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকেও অ্যাডমিট কার্ড উদ্ধার, মিলেছে ১০০ পাতার নিয়োগ সংক্রান্ত নথি।', খবর সূত্রের।

প্রেক্ষাপট

 


মিজোরামে (Mizoram) পালাবদলের ইঙ্গিত। প্রাথমিক গণনায় একক সংখ্যাগরিষ্ঠতার পথে জেডপিএম। ছুঁয়ে ফেলল ম্যাজিক ফিগার। অনেকটা পিছিয়ে এমএনএফ।


আজকের হ্যাটট্রিক, লোকসভা ভোটে জয়ের হ্যাটট্রিকের গ্যারান্টি। দেশের সবাই স্থায়ী সরকার চায় বলে জয়ের হুঙ্কার প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)


দুর্নীতিগ্রস্তদের যারা কবচ দেয়, কভার আপের চেষ্টা করে, এজেন্সির বদনাম করে, এই রায় তাদের বিরুদ্ধে, কড়া বার্তা মোদির।


পরিবারবাদীদের সঙ্গে একমঞ্চে এলেই দেশের ভরসা জেতা যায় না। অহঙ্কারী জোটের এটা নজরে আসে না। চব্বিশের সেমিতে হ্যাটট্রিকের পর ইন্ডিয়া জোটকে আক্রমণ মোদির।  


৩ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির দিনেই লোকসভা ভোটের দেওয়াল লিখন কুণালের।


উজ্জীবিত বঙ্গ বিজেপি। সুর চড়ালেন শুভেন্দু (Suvendu Adhijari)। সোমবার বিধানসভা ফের সংঘাতের হুঁশিয়ারি।


আজ থেকে শুরু লোকসভার (Loksabha) শীতকালীন অধিবেশন। পেশ হবে এথিক্স কমিটির মহুয়া-রিপোর্ট। সকাল ১০টায় বৈঠকে ইন্ডিয়া জোট।


ফরাক্কার কাছে ট্রেন দুর্ঘটনা। মাঝরাতে রেললাইনে বালি বোঝাই লরি, ধাক্কা রাধিকাপুর এক্সপ্রেসের। ইঞ্জিনে আগুন। হতাহতের খবর নেই। বন্ধ ট্রেন চলাচল।


নিয়োগের (Upper Primary) দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা, ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে শুরু মিছিল। রাস্তায় শুয়ে বিক্ষোভ, অবরুদ্ধ ধর্মতলা।

সকাল থেকে যা যা ছিল শিরোনামে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.