LIVE Updates: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার
West Bengal News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...
প্রেক্ষাপট
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় দিল্লির ৩ মতিলাল নেহরু মার্গে তাঁর বাসভবনে। আজ...More
১৮ দিনের মধ্যে ২ তৃণমূল কর্মী খুন, বদল নন্দীগ্রামের IC। বদলি করা হল নন্দীগ্রামের IC অনুপম মণ্ডলকে। অপসারিত অনুপম মণ্ডলকে পাঠানো হল DIB-তে। পরপর তৃণমূল কর্মী খুনের জেরেই কি IC বদল? উঠছে প্রশ্ন। রুটিন বদলি বলে দাবি জেলা পুলিশের
অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার। ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেফতার জঙ্গি শাহিনুর ইসলাম। ধৃতের কাছ থেকে উদ্ধার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জঙ্গি সংক্রান্ত দুটি বই। এর আগে অসম STF-এর জালে ধরা পড়ে আনসারুল্লা বাংলা টিমের ১০ জঙ্গি
হাইকোর্টে নির্দেশে বাতিল হয়েছে প্যানেল, স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৭ জানুয়ারি পরবর্তী শুনানির আগে পথে ২০১৬-র প্যানেলের SLST শিক্ষক-শিক্ষিকারা। অবিলম্বে অযোগ্যদের তালিকা প্রস্তুত করে সুপ্রিম কোর্টে জমা দিক এসএসসি ও রাজ্য সরকার, দাবি শিক্ষক-শিক্ষিকাদের। ডোরিনা ক্রসিংয়ে অবস্থানে শিক্ষকরা।
মাঝ ডিসেম্বরেও কমছে না ডেঙ্গির প্রকোপ। রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৩০ হাজার পার। মাঝ ডিসেম্বরে শেষ ২ সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১২৮৬ জন। আক্রান্তদের বেশিরভাগই মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত ৩০৮০৮, রিপোর্ট স্বাস্থ্য দফতরের। সরকারি হাসপাতাল থেকে ডেঙ্গি পজিটিভের রিপোর্ট এসেছে ২৪১১৮ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে ৬৬৯০ জনের।
জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, ২ জানুয়ারির পর যে কোনও দিন দেখা করবেন, উল্লেখ চিঠিতে। অর্জুন সিংহ বাড়িতে আছেন কিনা দেখতে আজ মজদুর ভবনে যায় জগদ্দল থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ করায় অর্জুন সিংহর বিরুদ্ধে FIR করে তৃণমূল কংগ্রেস। ব্য়ারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। আজ অর্জুন সিংহকে থানায় তলব করে পুলিশ
ভুয়ো নথির ভিত্তিতেই তৈরি হয়েছে আসল পাসপোর্ট! কলকাতা পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। 'উদ্ধার হওয়া পাসপোর্টের নথির কোনও অস্তিত্ব নেই', কলকাতা পুলিশকে জানিয়েছে একাধিক পুরসভা ও পঞ্চায়েত: সূত্র। উদ্ধার হওয়া পাসপোর্টের নথি যাচাইয়ে একাধিক পুরসভা, পঞ্চায়েতের কাছে তথ্য চায় পুলিশ। তথ্য চাওয়া হয় নির্বাচন কমিশনের কাছেও। কিন্তু পাসপোর্টের জন্য পেশ করা কোনও নথিরই অস্তিত্ব মেলেনি: সূত্র। কীভাবে হল পুলিশ ভেরিফিকেশন? কেন দেওয়া হল ছাড়পত্র? উঠছে প্রশ্ন
নদিয়ার ভাতজাংলা বকুলতলা পাড়ায় গেঞ্জি ছাট কাপরের গোডাউনে আগুন লাগে। স্থানীয় মানুষ জন রাত দুটো নাগাদ গোডাউনে আগুন লক্ষ্য করে, এরপরেই তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। তাতে কাজ না হলে দমকলের ইঞ্জিনকে খবর দেয়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে সকাল ছয়টা পর্যন্ত আগুন নেভানোর কাজ চালায়। ছটার পরে আগুন আয়ত্তে আসে। গোডাউনের পাশাপাশি পার্শ্ববর্তী একটি বাড়িতেই আগুন ধরে। তবে স্থানীয় মানুষজনের সজাগ দৃষ্টি থাকায় সেই আগুন বেশি দূর ছড়াতে পারেনি। এখনো অব্দি সেখানে ডাম্পিংয়ের কাজ করে চলেছে দমকল কর্মীরা।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দু-বারের আচার্য মনমোহন সিংহের এর মৃত্যুতে শোক জ্ঞাপন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের। এর জন্য শুক্রবার পৌষ মেলা প্রাঙ্গনে সব ধরনের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হল। খুলে দেওয়া হল প্যান্ডেল। কিন্তু মেলা শনিবার পর্যন্ত চলবে। এই ভাবে আগামী সোমবার উপাসনা গৃহে মনমোহন সিং এর স্মরনে সন্ধ্যা ৬টা নাগাদ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
'দেশের আর্থিক সঙ্কটের সময় দিশা দেখিয়েছেন মনমোহন সিংহ। দেশের উন্নতিতে মনমোহনের অবদান দেশ মনে রাখবে। মনমোহন সিংহর সততা, নম্রতা, উদারতা সবাইকে প্রেরণা যোগাবে। সরকারি বহু শীর্ষপদে থাকার পরেও তিনি তাঁর ভিত্তিকে ভোলেননি। যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন মনমোহন সিংহর সঙ্গে খোলা মনে বহু কথা হত। দেশবাসীর তরফ থেকে মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাই'। মন্তব্য নরেন্দ্র মোদির।
মালদার চাঁচলে অজ্ঞাত পরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য। চাঁচল থানার মালতীপুর কালীবাড়ি এলাকায় মহিলার দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মহিলাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে।
কলকাতার সার্ভে পার্ক এলাকায় ১২ বছরের কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ। এক জল ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত প্রায়শই নাবালিকার বাড়িতে জল দিতে যেত বলে জানা গেছে। গতকালও জল দিতে গিয়েই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে। গভীর রাতে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
বাঘিনীর জঙ্গলমহল সফরে নাজেহাল বন দফতর। বাঘবন্দির খেলায় বার বার মাত হচ্ছেন বনকর্মীরা। শত চেষ্টা সত্বেও এখনও ধরা পড়েনি বাঘিনী। টানা ৫ দিন বান্দোয়ানের রাইকা পাহাড়ের থাকার পর এখন বাঘিনী রয়েছে মানবাজার দু'নম্বর ব্লকের ডাঙ্গরডি বিটে অফিস সংলগ্ন জঙ্গলে। এখনও বাঘিনী ধরা না পড়ায় চরমে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
ফের পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতের নাম মহম্মদ আবিদুর রহমান। গতকাল রাতে কলিন লেন এলাকা থেকে পাকড়াও। ২০২৩ থেকে খিদিরপুরে থাকছিল আবিদুর রহমান। বাজেয়াপ্ত করা আধার কার্ড, ভোটার কার্ড খতিয়ে দেখা হচ্ছে। ১২ বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত ছিল আবিদুরের, খবর পুলিশ সূত্রের
ব্যারাকপুরে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সংসদ পার্থ ভৌমিক। নৈহাটি উৎসবের মঞ্চে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে পাশে দাঁড় করিয়ে ব্যারাকপুরে গুন্ডা দমনের দাওয়াই দেন তৃণমূল সাংসদ। নতুন বছর শুরুর ব্যারাকপুরে গুন্ডারাজ শেষ হবে বলেও আশ্বাস দেন তিনি। অলক রাজেরিয়ার নেতৃত্বে ব্যারাকপুরের গুন্ডারা ভয় পাচ্ছে বলেও দাবি করেন পার্থ ভৌমিক।
রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থা স্বচ্ছ রাখতে নতুন উদ্যোগ নিল খাদ্য দফতর। এবার থেকে প্রত্যেক উপভোক্তা-পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল ফোন নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক। খাদ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন কার্ডের সঙ্গে ওই সংযুক্তিকরণ হলে তবেই মিলবে চাল-ডাল-সহ রেশন সামগ্রী।
এবার সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো। এতদিন হিডকোর চেয়ারম্যান ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হিডকো ছিল পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে। কিনতু, এবার মুখ্যমন্ত্রীর অধীনে থাকা পার্সোন্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগের অধীনে আনা হল হিডকোকে। ফলে এবার থেকে হিডকোর কাজ সরাসরি দেখবেন মুখ্যমন্ত্রী।
আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের ডিএনএ নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে? সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টকে হাতিয়ার করে এই প্রশ্নই তুলছেন চিকিৎসকদের একাংশ। সূত্রের খবর, ইতিমধ্যেই এই DNA প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই।