West Bengal News Live: RG Kar মামলায় ৫৮ দিনের মাথায় ৪৫ পাতার চার্জশিট সিবিআইয়ের !

West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 07 Oct 2024 03:07 PM
West Bengal Live News Updates: RG Kar মামলায় ৫৮ দিনের মাথায় ৪৫ পাতার চার্জশিট সিবিআইয়ের !

আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় প্রথম চার্জশিট দিচ্ছে সিবিআই। শিয়ালদা আদালতে চলছে চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া। ঘটনার ৫৮ দিনের মাথায় ৪৫ পাতার চার্জশিট সিবিআইয়ের। চার্জশিটে নাম রয়েছে ধর্ষণ-খুনের অভিযোগে ধৃত সঞ্জয় রায়ের : সূত্র।

Junior Doctors Protest Live Updates: কলকাতার পাশাপাশি অনশনে শামিল উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র ডাক্তাররাও

কলকাতার পাশাপাশি অনশনে সামিল উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র ডাক্তাররাও। আমরণ অনশনে বসলেন দুই জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায় ও কুমার বর্মা।

WB News Live Updates: কাল রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক

কাল রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন কর্মসূচির ডাক।আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মহা মিছিল। বিকেল সাড়ে ৪টেয় মহা মিছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের।

West Bengal Live News Updates: রক্তচাপ ও গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রয়েছে ৭ অনশনকারী জুনিয়র ডাক্তারের

দেড়দিন পার, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে আমরণ অনশন। গতকালই অনশনে যোগ দিয়েছেন আর জি কর মেডিক্যালের অনিকেত মাহাতো। জুনিয়রদের পাশে থেকে অনশনে সামিল সিনিয়র ডাক্তাররাও। ২৪ ঘণ্টা অনশনের করবেন সিনিয়র ডাক্তাররা। রক্তচাপ ও গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রয়েছে ৭ অনশনকারী জুনিয়র ডাক্তারদের।

Durga Puja 2024 Live Updates: মণ্ডপে ৮ হাজারের বেশি গাছ, অভিনব থিমের জন্য এবার পরিবেশ ভাবনায় সেরা লালাবাগান নবাঙ্কুর

আট হাজারেরও বেশি গাছ দিয়ে তৈরি পুজো মণ্ডপ। সবুজ দুর্গাপ্রতিমা দর্শন করে মুগ্ধ দর্শনার্থীরা। অভিনব এই থিমের জন্য এবার পরিবেশ ভাবনায় সেরা লালাবাগান নবাঙ্কুর। 

West Bengal Live News Updates: মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ, ক্লোজ করার পর অভিযুক্ত SI-কে গ্রেফতার করল পুলিশ

পার্কস্ট্রিট থানার মধ্যেই মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ। ক্লোজ করার পর অভিযুক্ত SI-কে গ্রেফতার করল পুলিশ। বিভাগীয় তদন্তের পর গ্রেফতার। পুজোর উপহার দেওয়ার অছিলায় শ্লীলতাহানির অভিযোগ।

WB News Live Updates: বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণ, কমপক্ষে ২ জনের মৃত্যু, আহত একাধিক

বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণ । কমপক্ষে ২ জনের মৃত্যু, আহত একাধিক । লোকপুরের ভাদুলিয়া কয়লাখনিতে বিস্ফোরণ । খনিতে ব্লাস্টিংয়ের সময় দুর্ঘটনা। আহত খনি শ্রমিকদের উদ্ধারের চেষ্টায় পুলিশ ।

West Bengal Live News Updates: এবার ভাঙড়ে বধূর গোপন ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ

এবার ভাঙড়ে বধূর গোপন ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ । একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।মহিলার স্বামীকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: নাবালিকার মৃত্যুর পরে আজও থমথমে জয়নগরের মহিষমারি ও কুলতলি

নাবালিকার মৃত্যুর পরে আজও থমথমে জয়নগরের মহিষমারি ও কুলতলি। অশান্তি এড়াতে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কড়া নিরাপত্তা কুলতলি ও জয়নগরে। জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ। এখনও ক্ষোভে ফুঁসছে নাবালিকার পরিবার। তাঁর পাড়াতেও শোকের ছায়া।

West Bengal Live News Updates: আর জি করকাণ্ডের পর এবার জয়নগরকাণ্ডেও প্রশ্ন উঠল ক্রাইম সিন ঘেরার সময় নিয়ে

আর জি করকাণ্ডের পর এবার জয়নগরকাণ্ডেও প্রশ্ন উঠল ক্রাইম সিন ঘেরার সময় নিয়ে। পরিবারের তরফে দাবি, দেহ উদ্ধারের প্রায় ১১ ঘণ্টা পর ঘটনাস্থল ঘেরে পুলিশ। জয়নগরের ঘটনায় এবার সিবিআই তদন্ত চাইল বালিকার পরিবার। ঘটনাস্থল না ঘিরলেও, পাহারায় পুলিশ ছিল, দাবি পুলিশ সুপারের।

WB News Live Updates: ভরতপুরে এক মহিলা ল ক্লার্কের শ্লীলতাহানির অভিযোগ

ভরতপুরে এক মহিলা ল ক্লার্কের শ্লীলতাহানির অভিযোগ। ৩ দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। ভরতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা।

Mamata Banerjee Live News Updates: কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কোর্টে করে ৩ মাসের মধ্যে ফাঁসির অর্ডার দিক, দাবি মুখ্যমন্ত্রীর

কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কোর্টে করে ৩ মাসের মধ্যে ফাঁসির অর্ডার দিক, দাবি মুখ্যমন্ত্রীর।

West Bengal Live News Updates: জয়নগরকাণ্ডে আজ কল্যাণী AIIMS-এ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত

সোমবার অর্থাৎ আজ কল্যাণী AIIMS-এ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। জয়নগরে বালিকাকে খুন-ধর্ষণের অভিযোগে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সকালেই কাঁটাপুকুর মর্গ থেকে বার করা হয় দেহ। প্রথমে জানা ছিল দেহ কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে। যদিও কল্যাণী এইমস পেরিয়ে দেহ নিয়ে যাওয়া হলএনএম হাসপাতালে।

WB News Live Updates: হুগলির বলাগড়ে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ

হুগলির বলাগড়ে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরকাণ্ডে মূল অভিযুক্ত জিরাট পঞ্চায়েতের তৃণমূল সদস্য গৌতম ধর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির কিষাণ মোর্চার বলাগড়ের ব্লক সভাপতি সমীর হালদার। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার ছবি। অবস্থার অবনতি হওয়ায় আহত বিজেপি নেতাকে চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সালিশি সভা নিয়ে বচসা, থানায় অভিযোগ জানালে হামলা, অভিযোগ বিজেপির। আক্রান্ত নেতার বিরুদ্ধে মহিলাদের কটূক্তি করার পাল্টা অভিযোগ তৃণমূলের। হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

Junior Doctors Hunger Strike Live Updates: ধর্মতলায় অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র চিকিৎসকদের

ধর্মতলায় অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র চিকিৎসকদের। আজ সকাল ৬টা নাগাদ দুটি বায়ো টয়লেট নিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা। অনশন মঞ্চের পাশে সেগুলি বসানো হয়। কিন্তু ধর্মতলা গ্রিন জোন হওয়ায় সেখানে এই টয়লেট বসানো যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ । টয়লেট ব্যবহার করতে গেলে স্থানীয় থানার অনুমতি লাগবে বলেও জানানো হয়। সেই অনুমতি না মেলায় টয়লেট বসলেও তা ব্যবহার করতে পারছেন না জুনিয়র চিকিৎসকরা। এই নিয়েই দু'পক্ষের বাদানুবাদ চলে বেশ কিছুক্ষণ।

RG Kar News Live Updates : অনশনমঞ্চে সিসিটিভি লাগানোর পাশাপাশি দুটি এলইডি স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা

ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। অনশনমঞ্চে সিসিটিভি লাগানোর পাশাপাশি দুটি এলইডি স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সকলে। ১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশন শুরু করেছেন ছয় জুনিয়র ডাক্তার। 

প্রেক্ষাপট

কলকাতা : ধর্মতলায় অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র চিকিৎসকদের । আজ সকাল ৬টা নাগাদ দু'টি বায়ো টয়লেট নিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা। অনশন মঞ্চের পাশে সেগুলি বসানো হয়। কিন্তু ধর্মতলা গ্রিন জোন হওয়ায় সেখানে এই টয়লেট বসানো যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ। টয়লেট ব্যবহার করতে গেলে স্থানীয় থানার অনুমতি লাগবে বলেও জানানো হয়। সেই অনুমতি না মেলায় টয়লেট বসলেও তা ব্যবহার করতে পারছেন না জুনিয়র চিকিৎসকরা। এই নিয়েই দু'পক্ষের বাদানুবাদ চলে বেশ কিছুক্ষণ।


এপ্রসঙ্গে এক আন্দোলনকারী বলেন, "আমাদের সঙ্গে পুলিশের কথা হয়ে গেছে। তারা বলেছে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। তাদের কাছে এখনও উপর মহল থেকে নির্দেশ আসেনি। অর্ডারের জন্য আমরা অপেক্ষা করছি। আপাতত আমরা এটা ব্যবহার করছি না। আমরা শুধু প্লেস করেছি। এখন ইউজেবল নয়। আমরা অনুমতির জন্য অপেক্ষা করে রয়েছি। এটা সকালবেলা। টয়লেট ব্যবহার করাটা খুবই জরুরি। আমাদের কাছে ওরা অনুরোধ করেছে যে আরও কিছুক্ষণ এক্সটেন্ড করার। ওদের কাছে এখনও সঠিকভাবে নির্দেশ আসেনি। নির্দেশের অপেক্ষা করছি। যদি দেখি, ১০টা পেরিয়ে যাচ্ছে, বা সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা ব্যবহার করব। কারণ, কালই আমাদের এক আন্দোলনকারী টয়লেটে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এই বায়ো টয়লেটগুলো থানায় বহুক্ষণ আটকে রাখা হয়েছিল। অনেক কষ্ট করে সেগুলো ছাড়িয়ে এনে প্লেস করেছি। এই মুহূর্তে ব্যবহার করছি না। যে মুহূর্তে নির্দেশ আসবে সেই মুহূর্তে ব্যবহার করব।"


এদিকে ধর্মতলায় আমরণ অনশনে যোগ দিয়েছেন আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে। দাবিপূরণে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। আমরণ অনশন আন্দোলনেও পুলিশের বিরুদ্ধে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে। বায়ো টয়লেট ঢুকতে বাধা। ফেরানো হচ্ছে ডেকরেটর্সের গাড়িও। জুনিয়রদের পাশে দাঁড়াতে রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স-এর।


আন্দোলন চলছে। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার ধর্নামঞ্চে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। যাঁরা সাধারণ মানুষের জীবন বাঁচান, দাবি আদায়ে তাঁরাই বাজি রেখেছেন জীবন। শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে বসেছেন ৪টি মেডিক্যাল কলেজে ৬ জুনিয়র চিকিৎসক। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে উঠেছে আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ। বায়ো টয়লেট বসাতে বাধা দেওয়ার পাশাপাশি, ডেকরেটরদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত এদিন সকালে বায়ো টয়লেট তৈরি করেন আন্দোলনকারীরাই।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.