West Bengal News LIVE: হাওড়া আদালতে তোলার সময় শ্বেতাকে চড় থাপ্পড় তৃণমূলের যুব কংগ্রেসের মহিলা নেত্রীর!
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...
প্রেক্ষাপট
ডোমজুড় কাণ্ডে ধৃত শ্বেতাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। হাওড়া আদালতে তোলার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে চড় থাপ্পড়। শ্বেতাকে চড় মারার অভিযোগ তৃণমূলের যুব কংগ্রেসের মহিলা নেত্রীর বিরুদ্ধে। ফাঁসানো হয়েছে,...More
ডোমজুড় কাণ্ডে ধৃত শ্বেতাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। হাওড়া আদালতে তোলার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে চড় থাপ্পড় । শ্বেতাকে চড় মারার অভিযোগ তৃণমূলের যুব কংগ্রেসের মহিলা নেত্রীর বিরুদ্ধে। ফাঁসানো হয়েছে, দাবি ধৃত শ্বেতা খানের । খড়দার তরুণীকে কাজের নামে পর্নোগ্রাফিতে চাপ কাণ্ডে গ্রেফতার শ্বেতা খান । বেশ কিছুদিন ফেরার থাকার পর গতকালই শ্বেতা খানকে গ্রেফতার করে পুলিশ
মুর্শিদাবাদ ও মহেশতলায় গোষ্ঠীসংঘর্ষকাণ্ডের আঁচ বিধানসভায়। দুটি ঘটনায় জোড়া মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। মুলতুবি প্রস্তাব পেশ হলেও আলোচনার দাবি খারিজ স্পিকারের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিধানসভা থেকে রাজভবনে বিজেপি বিধায়করা। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে রাজভবনে শুভেন্দু অধিকারীরা
বিকাশ ভবনের সামনে ধুন্ধুমারকাণ্ডে আরও ২ চাকরিহারা শিক্ষককে তলব। চাকরিহারা ২ শিক্ষককে তলব বিধাননগরের গোয়েন্দা পুলিশের। আজ সকালে বিধাননগর উত্তর থানায় তলব হাবিবুল্লাহ ও আবদুল্লা মণ্ডলকে। মুর্শিদাবাদে ২ চাকরিহারা শিক্ষকের বাড়িতে চিঠি। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে কাজে বাধা-সহ একাধিক অভিযোগ
কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাই আগামীকাল ও পরশু রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি।যদিও পার্বত্য এলাকার স্কুলে এই ছুটির নির্দেশ কার্যকর হবে না, এক্স হ্যান্ডল পোস্টে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
যোগ্যদের সার্টিফায়েড তালিকা, OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে আজ ফের SSC অফিস অভিযানের ডাক। অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে আচার্য সদনে যাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। দাবি পূরণ না হলে SSC অফিসের সামনে ফের অবস্থানের ডাক দিয়েছেন তাঁরা। '১৫ হাজার ৪০৩ জনকে স্কুলে ফেরত পাঠানো হয়েছে, তাঁদেরকে যোগ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে SSC-কে', যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের দাবি এটাই। এর পাশাপাশি, OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতেও তাঁরা অনড়। সুপ্রিম কোর্টে রিভিউ ফলাফলের আগে পর্যন্ত পরীক্ষায় বসার আবেদনের রাস্তা খোলা রাখার দাবি জানিয়েছেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, SSC-কে রি-প্যানেলিংয়ের আর্জিও জানাতে হবে বলে চাকরিহারাদের দাবি।
গোষ্ঠীসংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা, পুলিশকে আক্রমণের ঘটনায় গ্রেফতার ৪০। ১২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, জেলা পুলিশের হাতে পাকড়াও ২৮। ঘটনায় মোট ৭টি FIR দায়ের
কলকাতা পুলিশের নাদিয়াল থানায় ৪টি FIR দায়ের। ডায়মন্ড হারবার পুলিশ জেলার রবীন্দ্রনগর থানায় দায়ের ৩টি FIR। মহেশতলায় ১৬৩ ধারা জারি। গতকাল মহেশতলায় গন্ডগোল থামাতে গিয়ে মার খায় পুলিশ। পুলিশের সামনেই চলে ইটবৃষ্টি, দোকান লুঠপাট, ভাঙচুর, জ্বলল আগুন
মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের DG ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারকে ই-মেল পাঠালেন বিরোধী দলনেতা। পুলিশকে পাঠানো ই-মেলে উল্লেখ, একজন বিধায়ককে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডল পোস্টে তিনি লেখেন, আমি ডায়মন্ড হারবার পুলিশ জেলার SP এবং রাজ্য পুলিশের DG-র কাছে আবেদন করেছি যাতে আজ একজন বিধায়ককে নিয়ে রবীন্দ্রনগর থানা এলাকার মহেশতলায় পরিদর্শনে যেতে পারি এবং গতকাল জেহাদিদের আক্রমণে যে সমস্ত হিন্দু পরিবার এবং হিন্দু দোকানদাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করতে পারি। তাঁদের কথা এবং অভিযোগ শোনার জন্যেই এই পদক্ষেপ। আশা করব, প্রশাসন আমাকে বাধা দেবে না।
চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে হাওড়ার বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর চালাল মৃতের আত্মীয়-পরিজনেরা। ঘটনার সূত্রপাত গতকাল রাত ১০টা নাগাদ। পেটে যন্ত্রণা নিয়ে
নার্সিংহোমে ভর্তি হন বাঁকড়ার মুন্সিডাঙা শেখ পাড়ার বাসিন্দা টিনা বেগম। পরিবারের দাবি, চিকিৎসক ইঞ্জেকশন দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রাত ১২টা নাগাদ মৃত্যু হয় বছর ৩২-এর ওই গৃহবধূর। মৃত্যুসংবাদ পাওয়ার পরেই নার্সিংহোমে তাণ্ডব চালায় মৃতের আত্মীয়রা। টেবিল, চেয়ার, আসবাব, CC ক্যামেরা, চিকিৎসার যন্ত্রপাতি কোনও কিছুই বাদ যায়নি। বাঁকড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। নামানো হয় র্যাফ। এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গোষ্ঠীসংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা। গন্ডগোল থামাতে গিয়ে থানার সামনেই মার খেল পুলিশ। পুলিশের সামনেই চলল ইটবৃষ্টি, দোকান লুঠপাট, ভাঙচুর, জ্বলল আগুন। স্থানীয়দের দাবি, দোকান বসানোকে কেন্দ্র করে গতকাল সকাল ১১টা থেকে রবীন্দ্রনগর থানার সামনে গন্ডগোল বাধে। এরপর দুপুরে বাজারের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। দোকানপাট ভাঙচুর করে চলে হাতের বাইরে চলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর রাতভর এলাকায় অভিযান চালায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা ও কলকাতা পুলিশ। চলে ধরপাকড়। মহেশতলায় ১৬৩ ধারা জারি করা হয়েছে।
রাজ্যে তৃণমূল কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু বিধায়ক, ভরতপুরের হুমায়ুন কবীর বলছেন, পহেলগাঁওকাণ্ড, ওয়াকফ সংশোধিত আইনের যে অ্য়ামেন্ডমেন্ট এটা পুরোপুরি যে তাদের অনুকূলে আছে, তা তিনি বলতে পারছেন না। তাহলে কি সংখ্যালঘু ভোট যেটা এতদিন তৃণমূলের ঝুলিতে থেকেছে, ছাব্বিশের ভোটে সেটা দখলে থাকা নিয়ে সংশয় প্রকাশ করছেন তৃণমূল বিধায়ক? এই প্রেক্ষাপটেই একবার দেখে নেব পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোট কতখানি ফ্যাক্টর।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এবার ভাঙড়ের ISF বিধায়ককে প্রকাশ্য়ে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তিনি বলেন-'নৌশাদকে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব'। পাল্টা সওকত মোল্লাকে চুনোপুঁটি বলে কটাক্ষ করেছেন নৌশাদ সিদ্দিকি।
সংখ্য়ালঘু ভোট নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সংখ্য়ালঘু বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, ওয়াকফ ইস্য়ুতে গ্রামের মুসলিমরা আত্মবিশ্বাস হারিয়েছে। অনেকে বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছে। অন্য়দিকে, তৃণমূল সাংসদ সৌগত রায় আবার বলছেন, মানুষ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখ দেখে ভোট দেয়।
অগ্নিগর্ভ মহেশতলায় আক্রান্ত হল পুলিশ। রক্ত ঝরল উর্দিধারীদের। আর এই ঘটনাই মনে করিয়ে দিয়েছে আলিপুর থেকে কালিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে বীরভূমের কথা। যেখানে কোথাও পুলিশ আক্রান্ত হয়েছে, কোথাও তাদের লুকোতে দেখা গেছে।