West Bengal Live Update: তৃণমূলের সঙ্গে সংঘাতের পরে এবার এবিভিপি-এসএফআই সংঘর্ষে অবরুদ্ধ যাদবপুর

West Bengal News Update Live: জেলা থেকে দেশ, সব খবর সবার আগে জেনে নিন এক মুহূর্তে

ABP Ananda Last Updated: 04 Mar 2025 11:14 PM

প্রেক্ষাপট

কলকাতা: ট্যাংরার পরে এবার হালতু, এক পরিবারের ৩জনের রহস্যমৃত্যু। ঘরের একদিকে বাচ্চাকে কোলে নিয়ে বাবার ঝুলন্ত দেহ! একদিকে ঝুলন্ত বাবার কোলে বাচ্চা, অন্যদিকে মায়ের ঝুলন্ত দেহ! আড়াই বছরের শিশুকে খুন...More

Sourav Ganguly: ফের দুর্ঘটনার কবলে, শ্যুটিং ফ্লোরে আগুন! কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

ফের দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । এবার তাঁর শ্যুটিং ফ্লোরে আগুন? যা জানাজানি হতেই সৌরভ অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়লেন । কেমন আছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক? মঙ্গলবার ফের দুর্ঘটনার কবলে মহারাজ । এবার বারুইপুরের এক শ্যুটিং ফ্লোরে । যেখানে আগুনের ফুলকি ছিটকে পড়ল সৌরভের কাছেই । এই খবর  প্রকাশ্যে আসতেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে কিংবদন্তি ক্রিকেটারের ভক্তদের মধ্যে । দুর্ঘটনার ব্যাপারে এবিপি আনন্দের (ABP Ananda) তরফে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে অবশ্য আশ্বস্ত করা হল অনুরাগীদের । জানানো হল, সুস্থ রয়েছেন সৌরভ । তাঁর কোনও ক্ষতিও হয়নি ।