West Bengal Live Updates : আজ নবান্ন অভিযান, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ
West Bengal Live Blog: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, ভাষা আন্দোলনে তৃণমূল
ABP Ananda Last Updated: 28 Jul 2025 02:56 PM
প্রেক্ষাপট
কলকাতা: বাঙালি হেনস্থার প্রতিবাদে ভবানীপুরে মিছিল। ভবানীপুরে মিছিলে ৭০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নেতাজি বার্থ ডে সেলিব্রেশনের ব্যানারে মিছিল।বাঙালি হেনস্থা বনাম বাংলাদেশি অনুপ্রবেশকারী! উত্তরবঙ্গে এনআরসি-র পাল্টা দক্ষিণবঙ্গে সিএএ ইস্যুতে তোলপাড়...More
কলকাতা: বাঙালি হেনস্থার প্রতিবাদে ভবানীপুরে মিছিল। ভবানীপুরে মিছিলে ৭০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নেতাজি বার্থ ডে সেলিব্রেশনের ব্যানারে মিছিল।বাঙালি হেনস্থা বনাম বাংলাদেশি অনুপ্রবেশকারী! উত্তরবঙ্গে এনআরসি-র পাল্টা দক্ষিণবঙ্গে সিএএ ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। বিধানসভা নির্বাচনের ১০ মাস আগে,নাগরিক-পরিচয় ঘিরে রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী শিবির। কোচবিহারে তৃণমূলের NRC - বিক্ষোভ। উঃ ২৪ পরগনায় CAA - ক্যাম্প উত্তমকুমার ব্রজবাসী থেকে আরতি ঘোষ, নিশিকান্ত দাস। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও অসম সরকারের নোটিশে আতঙ্ক বাড়ছে দিনে দিনে। রবিবার, এই ইস্যুকে হাতিয়ার করে কোচবিহারের একেবারে সীমান্ত ঘেঁষা এলাকা বক্সিরহাটে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। তৃণমূলের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে, তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া সহ অসংখ্য তৃণমূল নেতা-কর্মীরা। তৃণমূলের অবস্থান কর্মসূচি নিয়ে পাল্টা সুর চড়াল বিজেপিও। তৃণমূলের হাতে যখন তুরুপের তাস NRC, সেই আবহেই, উত্তর ২৪ পরগনার গোপালনগরে সিএএ ক্যাম্প খুলল বাঙালি ঐক্য মঞ্চ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। রবিবার, গোপালনগরের সনেকপুর শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রমে, CAA পোর্টালে আবেদন করতে আসেন এলাকার বহু বাসিন্দা। যেমন সুভাষ বালা। বাড়ি ছিল বাংলাদেশের বাগেরহাটে। ২০০০ সালে বাংলাদেশ থেকে চলে আসেন ভারতে। ঠিক সেভাবেই, ১৯৮৯ সালে, ১৩ বছর বয়সে ভারতে চলে আসেন অশোক দাস। বাড়ি ছিল বাংলাদেশের তালা সাতক্ষীরায়। রবিবারের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। একদিকে যখন সিএএ- ক্যাম্প খুলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হিনদু শরণার্থীদের পরিচয়পত্র দিচ্ছে বিজেপি, সেখানেই, উত্তর ২৪ পরগনার বাগদায় বিজেপির সিএএ-এর ক্যাম্পের পাল্টা ক্যাম্প খুলে সিএএ- এর যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল।চলতি মাসে, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছে এক হাজার ৩০০ জন। রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত তিন শতাধিক, কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৯। উদ্বিগ্ন চিকিৎসকরা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতবারের তুলনায় এবার ডেঙ্গির প্রকোপ কম। উদ্বেগের কারণ নেই। বাঁশি নেই, কাঁসি নেই, নাহি দেয় হাঁক সে/পিঠেতে কাঁপাতে থাকে এক-জোড়া পাখ সে/দেখিতে যেমনি হোক তুচ্ছ সে বাদ্য কি! মশা নিয়ে লিখেছিলেন রবীন্দ্রনাথ। যতই সে ছোট হোক তুচ্ছ যে নয়, তা বুঝেছিলেন বিশ্বকবি। আর ক্ষুদ্র মানেই যে তুচ্ছ নয়, তা হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে এডিস ইজিপ্টাই। বর্ষায় রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বেড়েছে ডেঙ্গির প্রকোপ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Live Updates : উপত্যকায় এনকাউন্টার, সেনার গুলিতে নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি
উপত্যকায় এনকাউন্টার, সেনার গুলিতে নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি।
সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার মধ্যেই 'অপারেশন মহাদেব'।
জম্মু-কাশ্মীরের হারওয়ানে সেনার গুলিতে নিহত ৩ জঙ্গি।
নিহত ৩ জনের মধ্যে ২ জন পহেলগাঁওয়ে হামলাকারী।
নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি সুলেমান ও ইয়াসির।
উদ্ধার AK-47, আমেরিকার তৈরি কার্বাইন, ১৭ রাইফেল গ্রেনেড।
এখনও অধরা পহেলগাঁওয়ে হামলাকারী চতুর্থ জঙ্গি মুসা ।