West Bengal Live Updates : আজ নবান্ন অভিযান, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

West Bengal Live Blog: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, ভাষা আন্দোলনে তৃণমূল

ABP Ananda Last Updated: 28 Jul 2025 02:56 PM

প্রেক্ষাপট

কলকাতা: বাঙালি হেনস্থার প্রতিবাদে ভবানীপুরে মিছিল। ভবানীপুরে মিছিলে ৭০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নেতাজি বার্থ ডে সেলিব্রেশনের ব্যানারে মিছিল।বাঙালি হেনস্থা বনাম বাংলাদেশি অনুপ্রবেশকারী! উত্তরবঙ্গে এনআরসি-র পাল্টা দক্ষিণবঙ্গে সিএএ ইস্যুতে তোলপাড়...More

Live Updates : উপত্যকায় এনকাউন্টার, সেনার গুলিতে নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি

উপত্যকায় এনকাউন্টার, সেনার গুলিতে নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি।
সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার মধ্যেই 'অপারেশন মহাদেব'।
জম্মু-কাশ্মীরের হারওয়ানে সেনার গুলিতে নিহত ৩ জঙ্গি।
নিহত ৩ জনের মধ্যে ২ জন পহেলগাঁওয়ে হামলাকারী।
নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি সুলেমান ও ইয়াসির।
উদ্ধার AK-47, আমেরিকার তৈরি কার্বাইন, ১৭ রাইফেল গ্রেনেড।
এখনও অধরা পহেলগাঁওয়ে হামলাকারী চতুর্থ জঙ্গি মুসা ।