West Bengal News Live: সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ অর্জুন সিংহ

West Bengal Live : প্রায় ৩৭ ঘণ্টা টানা তল্লাশির পর গ্রেফতার শান্তনু (Santanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল (Ayan Sil)। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্সে (CGO Complex)।

ABP Ananda Last Updated: 21 Mar 2023 12:15 AM
West Bengal Live Updates:সরকারি গৃহনির্মাণ প্রকল্পের টাকা দেওয়া সত্ত্বেও বাড়ি তৈরি করেননি বলে অভিযোগ

সরকারি গৃহনির্মাণ প্রকল্পের টাকা দেওয়া সত্ত্বেও বাড়ি তৈরি করেননি বলে অভিযোগ। বারাসাতের দাঁতপুরের ২টি গ্রামের ৪ জনের বিরুদ্ধে শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও গ্রামে গিয়েও, এই ৪ জনের হদিশ পায়নি এবিপি আনন্দ। বিরোধীদের দাবি, পুরোটাই তৃণমূলের ভাঁওতাবাজি। টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারাই!

West Bengal Live Updates: কর্মরত অবস্থায় যাঁদের মৃত্য়ু হয়েছে, এবার তাঁদের পরিবারেরও চাকরি চুরি?

কর্মরত অবস্থায় যাঁদের মৃত্য়ু হয়েছে, এবার তাঁদের পরিবারেরও চাকরি চুরি? সম্প্রতি, NVF বা ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সে এমনই নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। অন্য় কাউকে মৃতের পরিবারের সদস্য় সাজিয়ে চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে দাবি। ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

West Bengal Live Updates:পুরসভায় দেদার চাকরি বিক্রি, ইডির হাতে 'রেট কার্ড'!

পুরসভায় দেদার চাকরি বিক্রি, ইডির হাতে 'রেট কার্ড'! 'পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা!' 

West Bengal Live Updates: রাজ্যজুড়ে ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রির মিডলম্যান শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীল

রাজ্যজুড়ে ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রির মিডলম্যান শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীল। এর মধ্যে রয়েছে উত্তর দমদম, দক্ষিণ দমদম, পানিহাটি, হালিশহর, কামারহাটি, বরানগরের মতো পুরসভাও। এদিকে, অয়নের সংস্থা, ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের যে ঠিকানা, সেই টাওয়ারেই, শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের বিলাসবহুল ফ্ল্য়াট!

West Bengal News Live :মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু।

West Bengal Live Updates: নানুরে ফের সামনে চলে এল তৃণমূলের কোন্দল

নানুরে ফের সামনে চলে এল তৃণমূলের কোন্দল। নিজের বুথে বিজেপিকে জেতানোর অভিযোগ তুলে ব্লক সভাপতির পদত্যাগ দাবি করলেন অঞ্চল সভাপতি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ নানুরের তৃণমূল ব্লক সভাপতি। কাটমানি নিয়ে ঝামেলা, কটাক্ষ করএছ বিজেপি। 

West Bengal News Live :অসুস্থ অনুব্রত মণ্ডল, দাবি অনুব্রত মণ্ডলের আইনজীবীর

অসুস্থ অনুব্রত মণ্ডল, দাবি অনুব্রত মণ্ডলের আইনজীবীর। কাল অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করবে ইডি

West Bengal Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন-ঘনিষ্ঠ 'রহস্যময়ী'র খোঁজে ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন-ঘনিষ্ঠ 'রহস্যময়ী'র খোঁজে ইডি। 'কেন ওই মহিলার অ্যাকাউন্টে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন অয়ন?' নিয়োগ দুর্নীতির সঙ্গে এর কী যোগ? জানতে চায় ইডি: সূত্র

West Bengal News Live :পানিহাটি, বরানগর, কামারহাটি, দঃ দমদম, উঃ দমদম পুরসভায় চাকরি 'বিক্রি'!

পানিহাটি, বরানগর, কামারহাটি, দঃ দমদম, উঃ দমদম পুরসভায় চাকরি 'বিক্রি'! হালিশহর, দমদম পুরসভাতেও দেদার চাকরি বিক্রি, দাবি ইডির

West Bengal Live Updates: সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ অর্জুন সিংহ

সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ অর্জুন সিংহ। 'বিরোধীরা বলছে, বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন, তৃণমূলে এসেও মন্ত্রী হয়েছেন। দিদিমণি সব গটআপ করে দিয়েছেন, এর কোনও উত্তর আমরা দিতে পারছি না'

West Bengal News Live :শুধু স্কুল নয়, রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির জাল এবার পুরসভাতেও

শুধু স্কুল নয়, রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির জাল এবার পুরসভাতেও! 'প্রার্থীদের তালিকা পাঠাতেন কুন্তল, ওএমআর শিট বিকৃত করতেন অয়ন। শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটারকে গ্রেফতারির পরে চাকরি চুরি চক্র নিয়ে বিস্ফোরক ইডি।' 

West Bengal Live Updates: ছেলেকে কীভাবে খুন করা হয়েছে, তা বলতে গিয়ে শিয়ালদা আদালতের বিচারকের সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা

ছেলেকে কীভাবে খুন করা হয়েছে, তা বলতে গিয়ে শিয়ালদা আদালতের বিচারকের সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। মাটিতে পড়ে যান তিনি। নিহত বিজেপি কর্মীর মাকে এরপর এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থগিত হয়ে যায় আজকের সাক্ষ্যগ্রহণ।  অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগ ক্রমাগত হুমকির কারণেই অসুস্থ হয়ে পড়ছেন তাঁর মা।

West Bengal News Live :একাধিক দাবিতে কলকাতা পুরসভার সামনে সিটু সমর্থিত কর্মচারী সংগঠনের বিক্ষোভ

একাধিক দাবিতে কলকাতা পুরসভার সামনে সিটু সমর্থিত কর্মচারী সংগঠনের বিক্ষোভ। অস্থায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি,  স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে স্মারকলিপি পেশ। 

West Bengal Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন অধীর চৌধুরী

মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী ও কংগ্রেসের ভাবমূর্তি খারাপ করতে মোদির সঙ্গে দিদির চুক্তি হয়েছে। ইডি-সিবিআইয়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মোদিকে খুশি করতেই কংগ্রেস-বিরোধিতা করছেন মমতা। মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন অধীর চৌধুরী। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার নিয়ে গতকাল রাহুল গান্ধীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live :সায়গল হোসেনের পর এবার মণীশ কোঠারিরও ঠিকানা তিহাড় জেল।

সায়গল হোসেনের পর এবার মণীশ কোঠারিরও ঠিকানা তিহাড় জেল। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এই জেলেই রয়েছেন। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে পেশ করে ইডি। মণীশকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গরুপাচারকাণ্ডে সায়গল ছাড়াও এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি ।  
গরু ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফের প্রাক্তন কমাডান্ট সতীশ কুমার। গরুপাচার মামলায় এনামুল ও সতীশ কুমার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। সিবিআই মামলায় তাঁরা জামিন পেলেও, ইডি-র মামলায় ২ জনে তিহাড় জেলে বন্দি। 

West Bengal Live Updates: পার্থ-মানিকের পর এবার নতুন প্রভাবশালীদের নাম নিয়োগ দুর্নীতিতে?

পার্থ-মানিকের পর এবার নতুন প্রভাবশালীদের নাম নিয়োগ দুর্নীতিতে? প্রোমোটার অয়ন শীলকে জেরা করে মিলেছে ৪ থেকে ৫ জনের নাম, দাবি ইডি-র। জেরায় প্রভাবশালীদের নাম জানিয়েছেন অয়ন, দাবি ইডি-র
ম্যারাথন তল্লাশিতেও প্রভাবশালীদের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে, খবর ইডি সূত্রে।

West Bengal News Live : বিচারকের সামনেই সংজ্ঞাহীন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর মা

শিয়ালদা আদালতের বিচারকের সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা।

West Bengal Live Updates: গরুপাচার মামলায় আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল

গরুপাচার মামলায় আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যাকে। হাজিরার নির্দেশ অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও

West Bengal News Live : দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যাকে

দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যাকে। হাজিরার নির্দেশ অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। আসতে বলা হয়েছে অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককে

West Bengal Live Updates: পুরসভার কাজের টেন্ডার পেতেন অয়ন, অফিসে রয়েছে সরকারি দফতরের NOC সার্টিফিকেট

পুরসভার কাজের টেন্ডার পেতেন অয়ন, অফিসে রয়েছে সরকারি দফতরের NOC সার্টিফিকেট। শুধু ২০১৪-র নয়, ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামও মিলেছে অয়ন শীলের অফিসে, দাবি ইডি-র

West Bengal News Live : ভারত সেরা মোহনবাগানকে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর

ভারত সেরা মোহনবাগানকে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর। মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে মন্ত্রী অরূপ বিশ্বাস। মঞ্চে ইস্টবেঙ্গলের তরফে থেকেও এল শুভেচ্ছা বার্তা।

West Bengal Live Updates: গরুপাচার কাণ্ডে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত

গরুপাচার কাণ্ডে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত। রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করার পর নির্দেশ আদালতের।ধৃত মণীশ কোঠারিকে নিয়ে যাওয়া হবে তিহাড় জেলে।

West Bengal News Live : রাজ্যজুড়ে দুর্নীতি চক্রে মিলেছে ২০ জন এজেন্টের হদিশ

রাজ্যজুড়ে দুর্নীতি চক্রে মিলেছে ২০ জন এজেন্টের হদিশ। শুধু ২০১৪-র নয়, ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামও মিলেছে অয়ন শীলের অফিসে, দাবি ইডি-র।

West Bengal Live Updates: অয়ন শীলের অফিসে ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামের তালিকা

অয়ন শীলের অফিসে ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামের তালিকা। শুধু ২০১৪-র নয়, ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামও মিলেছে অয়ন শীলের অফিসে, দাবি ইডি-র।

West Bengal News Live : সিবিআইয়ের কাছে সশরীরে এলেন না ‘কালীঘাটের কাকু’, পাঠালেন আইনজীবীকে

সিবিআইয়ের কাছে সশরীরে এলেন না ‘কালীঘাটের কাকু’, পাঠালেন আইনজীবীকে। গতকালই গোপাল দলপতি, তাপস মণ্ডল বর্ণিত ’কালীঘাটের কাকু’-কে দ্বিতীয়বার তলব করে সিবিআই

West Bengal Live Updates: শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নের অফিসে প্রচুর আসল OMR শিট

শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নের অফিসে প্রচুর আসল OMR শিট। সল্টলেকের অফিসে পাওয়া গিয়েছে এই OMR শিট, খবর ইডি সূত্রে। 

West Bengal News Live : দিল্লিতে তলব অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মীকে

আজকের মধ্যে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যা, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষ এবং অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককেও।

West Bengal Live Updates: কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে 'কালীঘাটের কাকু'র স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতি, তাপস মণ্ডল বর্ণিত ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে আজ দ্বিতীয়বার তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে লিপস্ অ্যান্ড বাউন্স সংস্থায় কর্মরত সুজয়কৃষ্ণ, তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সূত্রের খবর, হাজিরা না দিয়ে কারও হাত দিয়ে সিবিআই অফিসে নথি পাঠাতে পারেন সুজয়কৃষ্ণ।

West Bengal News Live : দুর্নীতির অভিযোগ তুলে ৬ এপ্রিল থেকে "বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযান

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ৬ এপ্রিল থেকে "বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযানে" নামছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ৬ এপ্রিল কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান করবে তারা। 

West Bengal Live Updates: আজ তলব 'কালীঘাটের কাকু'কে, আনতে হবে অনেক তথ্য

নিয়োগ দুর্নীতির তদন্তে আজ ফের 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করেছে সিবিআই। সূত্রের খবর, তাঁকে নিজের, স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য আনতে বলা হয়েছে। 

West Bengal News Live : আজ অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব

আজ অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব। সোমবার অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকে রাজধানীতে গরুপাচার মামলায় তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে বুধবার সুকন্যাকে তলব করা হলেও হাজিরা এড়ান তিনি। 

West Bengal Live Updates: অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ

অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ।  ৫০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে। ইডি-র দাবি, টাকা লেনদেন নিয়ে প্রোমোটারের কাছ থেকে সদুত্তর মেলেনি।

West Bengal News Live : ৬০ থেকে ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি অয়ন শীলের কাছে

 ৬০ থেকে ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি অয়ন শীলের কাছে, দাবি ইডি-র। শুধু হুগলি নয়, আশপাশের বেশ কিছু পুরসভার নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে, খবর ইডি সূত্রে।

West Bengal LIVE Updates : শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের কাছে প্রচুর ওএমআর শিট, অ্যাডমিট কার্ড

শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের কাছে প্রচুর ওএমআর শিট, অ্যাডমিট কার্ড। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্সে। দুটি ট্রলি ব্যাগে প্রচুর নথি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে।

গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল, গ্রেফতারের পর আনা হল সিজিও কমপ্লেক্সে

গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল, গ্রেফতারের পর আনা হল সিজিও কমপ্লেক্সে। দুটি ট্রলি ব্যাগে প্রচুর নথি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছেমিলেছে ৭টি হার্ড ডিস্ক, বহু ডিজিটাল নথি

প্রেক্ষাপট

West Bengal Live : প্রায় ৩৭ ঘণ্টা টানা তল্লাশির পর গ্রেফতার শান্তনু (Santanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল (Ayan Sil)। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্সে (CGO Complex)।দুটি ট্রলি ব্যাগে প্রচুর নথি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে। মিলেছে ৭টি হার্ড ডিস্ক, বহু ডিজিটাল নথি। মিলেছে প্রচুর ওএমআর শিট (OMR Sheet) , অ্যাডমিট কার্ড, চাকরিপ্রার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছে ৬০ থেকে ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি, দাবি ইডি-র।শুধু হুগলি নয়, আশপাশের বেশ কিছু পুরসভার নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে, খবর ইডি সূত্রে।অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে ৫০ কোটিরও বেশি লেনদেন, দাবি ইডি-র।প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি অয়ন, দাবি ইডি-র অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর টাকা বিনিয়োগ হয়েছে, দাবি ইডি-র।অয়নের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে টাকা, দাবি ইডি-র

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.