West Bengal News Live: সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ অর্জুন সিংহ

West Bengal Live : প্রায় ৩৭ ঘণ্টা টানা তল্লাশির পর গ্রেফতার শান্তনু (Santanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল (Ayan Sil)। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্সে (CGO Complex)।

ABP Ananda Last Updated: 21 Mar 2023 12:15 AM

প্রেক্ষাপট

West Bengal Live : প্রায় ৩৭ ঘণ্টা টানা তল্লাশির পর গ্রেফতার শান্তনু (Santanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল (Ayan Sil)। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্সে (CGO Complex)।দুটি...More

West Bengal Live Updates:সরকারি গৃহনির্মাণ প্রকল্পের টাকা দেওয়া সত্ত্বেও বাড়ি তৈরি করেননি বলে অভিযোগ

সরকারি গৃহনির্মাণ প্রকল্পের টাকা দেওয়া সত্ত্বেও বাড়ি তৈরি করেননি বলে অভিযোগ। বারাসাতের দাঁতপুরের ২টি গ্রামের ৪ জনের বিরুদ্ধে শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও গ্রামে গিয়েও, এই ৪ জনের হদিশ পায়নি এবিপি আনন্দ। বিরোধীদের দাবি, পুরোটাই তৃণমূলের ভাঁওতাবাজি। টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারাই!