Mamata Banerjee: পুজোর মুখে দুর্যোগ, আজ দুর্গাপুজোর উদ্বোধন বাতিল করলেন মুখ্যমন্ত্রী
West Bengal LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস...
প্রেক্ষাপট
আজ থেকেই সমস্ত সরকারি স্কুলে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর ছুটি ঘোষণা। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ থেকেই স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু। ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকে আজ থেকে অন্তত ২ দিন ছুটি...More
দুর্যোগে খোলা তারের বলি জেলাতেও, শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। শাসন গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মীর মৃত্যু। শাসনের তেহাটায় নর্দমা সাফাইয়ের সময় বিদ্যুতের খুঁটিতে হাত। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর নেওয়া হয় বারাসাত মেডিক্যাল কলেজে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বছর পঞ্চাশের বছরের মিরাজ শেখের
জলে ভাসছে কলকাতা, আজ দুর্গাপুজোর উদ্বোধন বাতিল করলেন মুখ্যমন্ত্রী। জেলার পুজোগুলির ভার্চুয়ালি উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ হল না চন্দ্রনাথ সিংহর শুনানি। ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালতে হল না চন্দ্রনাথ সিংহর শুনানি। দুর্যোগের কারণে আদালতে কোনও মামলা না করার সিদ্ধান্ত আইনজীবীদের। কাল দুপুর ২টোয় চন্দ্রনাথ সিংহর শুনানি
কাল থেকেই পুজোর ছুটি, ঘোষণা শিক্ষামন্ত্রীর। 'এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে'। '২৪ ও ২৫ সেপ্টেম্বর সমস্ত স্কুল ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত'। '২৬ সেপ্টেম্বর থেকে সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে'। তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে'। এক্স হ্যান্ডলে বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বাড়ি থেকেই কাজ করার আর্জি শিক্ষামন্ত্রীর।
দুর্যোগের কলকাতায় মৃত্যুমিছিল। জমা জলে বিদ্যুৎসপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎবিভ্রাটে মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা খুবই মর্মান্তিক, মৃতদের পরিবারকে সমবেদনা'
'আমার সঙ্গে CESC-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে'। 'এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে, কিন্তু CESC সতর্কভাবে কাজ করছে না, এভাবে যেন মানুষের প্রাণ না যায়'। 'CESC-কে ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে'। 'রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে'
ম্যান্ডেভিলা গার্ডেনের কাছে দোকানে আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ফোনে কথা। সিইএসইকে সতর্ক হয়ে কাজ করার নির্দেশ
আজ থেকেই সমস্ত সরকারি স্কুলে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর ছুটি ঘোষণা। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ থেকেই স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু। ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকে আজ থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর। বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী ২ দিন অনলাইনে ক্লাস করার অনুরোধ মুখ্যমন্ত্রীর। বেসরকারি অফিসগুলিকে আগামী ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ মুখ্যমন্ত্রীর। প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ।
মেয়র ফিরহাদ হাকিমের পাড়াতেও জল-যন্ত্রণা। চেতলার ৮২ নম্বর ওয়ার্ড জলমগ্ন। কোনও দিনও এই ভাবে জল জমেনি, প্রতিক্রিয়া স্থানীয়দের। রাস্তার জঞ্জাল পরিষ্কারের কাজে হাত লাগালেন খোদ মেয়র
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকের সমস্ত পরীক্ষা বাতিল। 'প্রাকৃতিক দুর্যোগের জেরে বাতিল নির্ধারিত সব পরীক্ষা। পরে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে', জানালেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে
কলকাতাকে জলমুক্ত করতে যুদ্ধকালীন তৎপরতা কলকাতা পুরসভার। রাত থেকে নিকাশির কাজে কলকাতা পুরসভা। পরিস্থিতি খতিয়ে দেখতে পুরসভার কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ হাকিম। 'বেলা ১২ টার মধ্যে জল বের করার চেষ্টা। পোর্টেবল পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা পুরসভার। জল বের করতে সময় লাগবে। এমন মেঘভাঙা বৃষ্টি দেখিনি কখনও, সারাদিন বাড়িতেই থাকুন'।
রাতভর বৃষ্টিতে রেললাইনে জল জমে বিপত্তি। একাধিক রুটে বাতিল করা হয়েছে লোকাল ট্রেন। 36081 হাওড়া-মসাগ্রাম, 37215 হাওড়া-ব্যান্ডেল, 37353 হাওড়া-তারকেশ্বর, 37307 হাওড়া-হরিপাল, 37311 হাওড়া-তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে ব্যাহত বাস পরিষেবা। পথে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। পথেঘাটে বাসের দেখা নেই, চরমে যাত্রী হয়রানি। রাস্তায় হাতে গোনা বাস, বাদুড়ঝোলা যাতায়াত। চড়চড়িয়ে বাড়ছে ভাড়া, যাত্রী হয়রানি। হাঁটু জল পেরিয়ে জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্লথ গতিতে চলছে গাড়ি
কলকাতা বিমানবন্দরে উড়ানে দেরি। বৃষ্টিতে বিমানবন্দরে সমস্যা না থাকলেও দেরিতে পৌঁছেছেন পাইলটরা। পাইলটরা দেরিতে পৌঁছনোয় উড়ানে দেরি
দুর্যোগের কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু। জলমগ্ন নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেতাজিনগরে সাইকেল আরোহীর মৃত্যু। রাস্তায় জমা জলের ওপরেই পড়ে দেহ। শর্ট সার্কিট হয়ে থাকায় দমকলও ঢুকতে পারছে না। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য CESC-কে খবর
এমন তুমুল একটানা বৃষ্টি সাম্প্রতিক সময়ে দেখেনি শহর কলকাতা ও শহরতলি। ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে, ৩৩২ মিলিমিটার। এরপর যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার। ভোর চারটে থেকে গঙ্গার সব লকগেট খোলা হয়েছে। কিন্তু দুপুর ১২টায় আবার লকগেট বন্ধ করা হবে। ফলে ওই সময় ফের ভারী বৃষ্টি হলে জলযন্ত্রণা আরও বাড়বে।
দুর্যোগের কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু। জলমগ্ন নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। নেতাজিনগরে সাইকেল আরোহীর মৃত্যু। রাস্তায় জমা জলের ওপরেই পড়ে দেহ। শর্ট সার্কিট হয়ে থাকায় দমকলও ঢুকতে পারছে না। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য CESC-কে খবর। কালিকাপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসে এক জনের মৃত্যু। বেনিয়াপুুকুরেও এক জনের মৃত্যুর খবর।
রাতভর ভারী বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তা জলমগ্ন। যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে। অধিকাংশ রাস্তায় যানজটে ভোগান্তি।
পুজোর মুখে দুর্যোগ। রাতভর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। অধিকাংশ রাস্তায় জল জমে দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ জলযন্ত্রণায় নাজেহাল শহরবাসী।