West Bengal Live Updates: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, ফের কলকাতায় মৃত্যু
West Bengal Live News Updates: দিনভর গোটা রাজ্যে কোথায় কী হচ্ছে.. নজর থাক এবিপি আনন্দ লাইভ আপডেটস-এ।
এবার পাহাড়েও নিয়োগ দুর্নীতি?
জিটিএ-র বিরুদ্ধে টেট কেলেঙ্কারির অভিযোগ দার্জিলিঙের বিজেপি সাংসদের
তদন্তের আবেদন জানিয়ে সিবিআই ডিরেক্টর ও রাজ্যপাল চিঠি রাজু বিস্তার
জিটিএর বিরুদ্ধে ভুয়ো টেট নেওয়ার অভিযোগ
'জিটিএ-র ভুয়ো টেটের জন্য পাহাড় ও ডুয়ার্সের ১৪ হাজার মানুষ ফর্ম ফিলাপও করেছিলেন'
'টেট নেওয়ার অধিকার নেই জিটিএ-র, আরটিআইয়ের উত্তরে জানিয়েছে রাজ্য সরকার'
'বিধানসভা নির্বাচনের আগে ভোট কিনতে ভুয়ো টেটের জন্য ভার্চুয়াল ইন্টারভিউও নেওয়া হয়েছিল'
তৃণমূলের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের
শিক্ষামন্ত্রীর কাছেও তদন্তের দাবি রাজু বিস্তার
দুর্নীতির অভিযোগ মানতে নারাজ শাসক দল
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, ফের কলকাতায় মৃত্যু
বিবি গাঙ্গুলি স্ট্রিটে ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যু
মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যু
ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেলিওর, সেপসিস ও ডেঙ্গি হেমারেজিক ফিভারের উল্লেখ
নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পর, তাঁর মা-বাবাকেও তলব করল ইডি। সূত্রের দাবি, আগামী সপ্তাহে দুজনকেই সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে, তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ হবে রাজভবনেই। শনিবার বিকেলে রাজভবনে শপথ নেবেন নির্মলচন্দ্র রায়। নতুন করে রাজভবনের তরফে শপথের দিনক্ষণ জানিয়ে বিধায়ক ও অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে চিঠি।
প্রতারিত এক মহিলাকে টাকা ফিরিয়ে দেওয়ার অছিলায় প্রতারণার অভিযোগ উত্তর ২৪ পরগনার বাসুদেপুর থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্য়াকমেল করারও অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শহরে ফের প্রাণঘাতী ডেঙ্গি। সল্টলেকের দত্তাবাদে মৃত্যু হল ৫২ বছরের গৃহবধূর। হাসপাতালের রিপোর্টে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে। এই নিয়ে সল্টলেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে ২ জনের মৃত্য়ু হল। প্রশাসনের টনক ন়বে কবে? প্রশ্ন তুলছে বিরোধীরা।
মানিক ভট্টাচার্যের মোবাইল ফোনে মিলেছে সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট। হাইকোর্টে রিপোর্ট পেশ করে দাবি করল ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি,
২০১৮ সাল থেকে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন সুজয়কৃষ্ণ। যদিও এই সমস্ত দাবি অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ জানিয়েছে ED।
ডেঙ্গি-উদ্বেগের মধ্যেই এবার, ম্যালেরিয়ায় প্রাণ হারালেন দক্ষিণ কলকাতার বাসিন্দা এক ব্যক্তি। ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিবারের দাবি, তাঁর ডেঙ্গি রিপোর্টও পজিটিভ আসে। বেসরকারি মতে, চলতি মাসে রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে ৩ জনের।
দুর্গাপুজো উপলক্ষে বিশেষ সম্মান ও পুরস্কার ঘোষণা করেছে রাজভবন। নাম, দুর্গা ভারত সম্মান। আর পুজোর পুরস্কার নিয়েই সরগরম রাজ্য-রাজনীতি। বাংলার সেরা দুর্গাপুজোগুলিকে বিশ্ববঙ্গ শারদ সম্মান পুরস্কার দেয় রাজ্য সরকার। এবার রাজভবনের তরফেও দুর্গাপুজোর পুরস্কার ঘোষণা করায়, জল্পনা চলছে, এই ইস্যুতে ফের কোনও সংঘাত বাধবে না তো?
পথ দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির রাজগঞ্জ। স্কুটার আরোহীকে ধাক্কা বাসের। আগুন লাগাল উত্তেজিত জনতা। ছত্রভঙ্গ করল পুলিশ। গুরুতর আহত স্কুটার আরোহী ভর্তি হাসপাতালে।
অবশেষে মিটল ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ জট
শনিবার ধূপগুড়ির বিধায়ক পদে শপথগ্রহণ হবে রাজভবনে -
তৃণমূল জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য় পাঠ করাবেন রাজ্যপাল
শনিবার রাজভবনে বিকেল সাড়ে ৪টেয় শপথ অনুষ্ঠান
স্পিকার ও পরিষদীয়মন্ত্রীকে চিঠি রাজভবনের
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পিকার ও পরিষদীয়মন্ত্রী
নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র
ভয় পাওয়ার অভিযোগে মোদি সরকারকে আক্রমণে তৃণমূল কংগ্রেস
২৫ সেপ্টেম্বর লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করেন বিচারপতি। 'মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে'। কোম্পানির সদস্য এবং ডিরেক্টরদের খতিয়ান অসম্পূর্ণ: বিচারপতি অমৃতা সিন্হা।'তদন্তভার নেওয়ার পরে ১৮ মাস হয়ে গেছে, ফলাফল দেখা যাচ্ছে না'। ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব হাইকোর্টের ।
১ মাসের মধ্যে দ্বিতীয়বার অভিষেককে ইডির তলব, আক্রমণে তৃণমূল
স্পেন থেকে বাংলায় লগ্নির ঘোষণা নিয়ে সমালোচনার কড়া জবাব সৌরভ
নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেকের বাবা-মাকে ইডির তলব: সূত্র
লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে ইডির তলব: সূত্র
অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব: সূত্র
অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব: সূত্র
আগামী সপ্তাহে ২জনকেই সিজিও কমপ্লেক্সে ইডির তলব: সূত্র
লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, ১০০ দিনের কাজের শ্রমিকদের নিয়ে শনিবার দিল্লি রওনা তৃণমূলের
৩ অক্টোবর অভিষেককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
রাজভবনে পুলিশি নজরদারির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রকে। রেসিডেন্সিয়াল এলাকা ও গ্রাউন্ড ফ্লোর থেকে পুলিশকে সরানোর নির্দেশ, খবর সূত্রের, দায়িত্ব নেবে সিআরপিএফ।
'ওরা আজ আবার হাজিরার সমন পাঠিয়েছে'
'দিল্লিতে যেদিন পশ্চিমবঙ্গের বকেয়া আদায় নিয়ে বিক্ষোভ, সেইদিনই তলব'
এটা প্রমাণ করছে কারা ভীত, সন্ত্রস্ত, এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের
নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র
আগামী ৩ অক্টোবর অভিষেককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে তলব ইডি-র
দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচির দ্বিতীয় দিন অভিষেককে তলব ইডি-র
এর আগে ১৩ সেপ্টেম্বর অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ইডি
কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ
গতকাল রাতে চৌরঙ্গি এলাকায় হানা দিয়ে ট্রান্সলিঙ্কস নামে ওই সংস্থা থেকে ৫ মহিলা-সহ ৪০ জন গ্রেফতার
গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ
ডেঙ্গি-উদ্বেগের মধ্যেই ফের ম্যালেরিয়া আক্রান্তের মৃত্যু
বিডন স্ট্রিটে বিজেপি নেতার বাড়ির একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর এবার তৃণমূলে যোগ দেওয়ানোর জন্য় চাপ দেওয়ার অভিযোগ উঠল। শাসক শিবিরে নাম না লেখালে বাড়ির গ্যারাজের সামনে নির্মাণ কাজ করতে দেওয়া হচ্ছে না। বিজেপি নেতার কাঠগড়ায় ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক চট্টোপাধ্যায়। এ নিয়ে রাজ্যপাল ও বড়তলা থানায় ই-মেল করে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা সুনীল সিং। তাঁর দাবি, রাজ্যপাল বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে বেআইনি বলে দাবি করে বিডন স্ট্রিটে বিজেপি নেতার বাড়ির একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বিজেপি নেতার দাবি, মেয়রের সঙ্গে কথা বলে তিনি ফের নির্মাণ কাজ শুরু করেন। তৃণমূল কাউন্সিলরের দাবি, বেআইনি নির্মাণে বাধা দেওয়াতেই মিথ্যা অভিযোগ।
ডেঙ্গি-উদ্বেগের মধ্যেই ফের ম্যালেরিয়ায় প্রাণ হারালেন দক্ষিণ কলকাতার বাসিন্দা ৬৮ বছরের এক প্রৌঢ়। পরিবার সূত্রে খবর, কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের পণ্ডিতিয়া রোডের বাসিন্দা গৌর হালদারের শনিবার জ্বর আসে। রবিবার ভর্তি করা হয় এম আর বাঙুর হাসপাতালে। রিপোর্টে ধরা পড়ে, প্রৌঢ় ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত। পরিবারের দাবি, ২ দিন পর ডেঙ্গি রিপোর্টও পজিটিভ আসে। পরিবারের দাবি, হাসপাতালের গেটেই সেরিব্রাল অ্যাটাক হওয়ায় ফের ভর্তি করা হয় প্রৌঢ়কে। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। বেসরকারি মতে, চলতি মাসে রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে ৩ জনের।
মানিক ভট্টাচার্য মোবাইল ফোনে মিলেছে কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট। হাইকোর্টে রিপোর্ট পেশ করে দাবি করল ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি,
২০১৮ সাল থেকে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন সুজয়কৃষ্ণ। নিজের প্রার্থীদের নিয়োগের জন্য তৎকালীন পর্ষদ সভাপতির দফতরে নিয়মিত যেতেন কালীঘাটের কাকু। হাইকোর্টে দাবি ED-র। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০১৪ টেট চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড, মার্কশিট মানিককে হোয়াটসঅ্যাপ করে পাঠাতেন সুজয়কৃষ্ণ। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি, বিকেল ৫টা ৪৬ মিনিটে এক ব্যক্তিকে ফোন করে তাঁর মোবাইল থেকে অ্যাডমিট কার্ড, মার্কশিট সংক্রান্ত নথি মুছে ফেলতে নির্দেশ দেন কালীঘাটের কাকু, আদালতে দাবি করে ED। যদিও এই সমস্ত দাবি অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ জানিয়েছে ED।
মানিক ভট্টাচার্যের মোবাইল থেকে মিলেছে সুজয় কৃষ্ণ ভদ্রের হোয়াটসঅ্যাপ চ্যাট, হাইকোর্টে রিপোর্ট ইডি-র। ২০১৮ থেকে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন 'কালীঘাটের কাকু', দাবি ইডির। নিজের প্রার্থীদের নিয়োগের জন্য তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের দফতরে নিয়মিত যেতেন সুজয়কৃষ্ণ, দাবি ইডির। '২০১৪-র টেট প্রার্থীদের অ্যাডমিট কার্ড, মার্কশিট মানিক ভট্টাচার্যের মোবাইলে হোয়াটস অ্যাপের এর মাধ্যমে পাঠিয়েছিলেন সুজয়কৃষ্ণ'। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এই সংক্রান্ত নথি মুছে ফেলতে নির্দেশ দেন সুজয়কৃষ্ণ, দাবি ইডির। 'যদিও এই সমস্ত দাবি অস্বীকার করেছেন সুজয় কৃষ্ণ', তিনি তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না, জানাল ইডি।
মানিক ভট্টাচার্যের মোবাইল থেকে মিলেছে সুজয় কৃষ্ণ ভদ্রের হোয়াটসঅ্যাপ চ্যাট, হাইকোর্টে রিপোর্ট ইডি-র। ২০১৮ থেকে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন 'কালীঘাটের কাকু', দাবি ইডির। নিজের প্রার্থীদের নিয়োগের জন্য তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের দফতরে নিয়মিত যেতেন সুজয়কৃষ্ণ, দাবি ইডির। '২০১৪-র টেট প্রার্থীদের অ্যাডমিট কার্ড, মার্কশিট মানিক ভট্টাচার্যের মোবাইলে হোয়াটস অ্যাপের এর মাধ্যমে পাঠিয়েছিলেন সুজয়কৃষ্ণ'। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এই সংক্রান্ত নথি মুছে ফেলতে নির্দেশ দেন সুজয়কৃষ্ণ, দাবি ইডির। 'যদিও এই সমস্ত দাবি অস্বীকার করেছেন সুজয় কৃষ্ণ', তিনি তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না, জানাল ইডি।
মালদা জেলাতেও ডেঙ্গির দাপট। চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্ত ১ হাজার ২১৩ জন ইংরেজবাজার, রতুয়া এবং কালিয়াচকের ব্লকে ব্লকে আক্রান্তের সংখ্যা বাড়ছে
ডেঙ্গি মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করেছে মালদা জেলা প্রশাসন
আজ সকাল থেকে ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি
কোথাও জমা জল বা আবর্জনা রয়েছে কি না, দেখা হচ্ছে
জেলা প্রশাসন জানিয়েছে, জেলার স্কুল ও নার্সিংহোমগুলি পরিদর্শন করবে টাস্ক ফোর্স
নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গি প্রোটোকল না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন
ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। সল্টলেকের দত্তাবাদে ৫২ বছরের মহিলার মৃত্যু। মৃতের নাম প্রতিমা মণ্ডল, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। এই নিয়ে বেসরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৭। সরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩
রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকা ও গ্রাউন্ড ফ্লোর থেকে পুলিশকে সরানোর নির্দেশ, খবর সূত্রের
নিরাপত্তার দায়িত্বে থাকা ৫০ জনের মতো পুলিশকে সরানোর নির্দেশ
ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ, খবর সূত্রের
রাজভবনের পুলিশি নজরদারির অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও
গতকাল রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার কাছে পুলিশের সন্দেহজনক গতিবিধির অভিযোগ
আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুরে ফিরে আসার অভিযোগ করা হয়
পরিবার বিজেপির সমর্থক, তাই গালিগালাজ, প্রতিবাদ করায় প্রতিবেশী প্রৌঢ়াকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগে সকালে বনগাঁ সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি নিরুপম রায়ের বাড়ি ঘেরাও করল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে গাইঘাটার মানিকহীরা দেশপাড়ায়। অভিযোগ, প্রৌঢ়া কানন রায়ের পরিবার বিজেপিকে সমর্থন করায়, গতকাল গালিগালাজ করেন তৃণমূল কর্মী সমীর মল্লিক। প্রতিবাদ করায় ৬২ বছরের প্রৌঢ়াকে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। হামলা-যোগ অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা।
আধার-প্রতারণায় উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের পাবলিক ডোমেন
পুলিশের দাবি, সেখান থেকেই বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা
ওয়েবসাইটে গেলে মিলছে আধারের তথ্য ও আঙুলের ছাপ
পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটে জমি রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য সরকার একটি সংস্থাকে দিয়ে আপলোড করায়
এই সমস্ত তথ্য যাতে গোপন থাকে, তার জন্য আধার-তথ্যে ‘মাস্ক’ পরাতে রাজ্যের অর্থ সচিবকে চিঠি দিচ্ছে লালবাজার
আশঙ্কা বাড়িয়েছে উত্তর দিনাজপুর থেকে ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিক গ্রেফতার হওয়ায়
বিভিন্ন গ্রামে গ্রাহকদের সুবিধার্থে এই সমস্ত কাস্টমার সার্ভিস পয়েন্ট খোলা হয়েছে যেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে নির্দিষ্ট ও অল্প অঙ্কের টাকা তোলা যায়
এবার প্রতারকরা সেখানেই ফাঁদ পাতায় চিন্তা বেড়েছে পুলিশের
কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। গতকাল রাতে চৌরঙ্গি এলাকায় হানা দিয়ে ট্রান্সলিঙ্কস নামে ওই সংস্থা থেকে ৫ মহিলা-সহ ৪০ জন গ্রেফতার
গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ
প্রতারকদের মূল টার্গেট ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিকরা
অভিযোগ, ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করত প্রতারকরা
এরপর পরিষেবা দেওয়ার নামে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে টাকা হাতিয়ে জমা করা হত বিদেশি ব্যাঙ্কে
সেখান থেকে হাওয়ালার মাধ্যমে, অথবা বিট কয়েন বা গিফট কার্ডের মাধ্যমে টাকা লেনদেন হত
আন্তর্জাতিক প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখছে পুলিশ
মহিলা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল সোনারপুরের
রামচন্দ্রপুরের গেঞ্জি কারখানায়
কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে কারখানায় ভাঙচুর চালালেন শ্রমিকরা
ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন ১২ জন মহিলা শ্রমিক
স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে মহিলা শ্রমিকদের এনে বাড়ি ভাড়া করে রেখেছিল কারখানা কর্তৃপক্ষ
অভিযোগ, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এক মহিলা শ্রমিক
কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও ছুটি মেলেনি এবং তাঁর চিকিৎসাও হয়নি বলে অভিযোগ
গতকাল ওই মহিলা শ্রমিকের মৃত্যু হয়
এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে
গাফিলতির অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ
এবার রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় পুলিশি নজরদারির মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল! যা ঘিরে বঙ্গ রাজনীতির আঙিনায় তৈরি হয়েছে নতুন জল্পনা।
রাজভবন সূত্রে দাবি, বুধবার বিকেলে রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার খুব কাছেই পুলিশের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুরে ফিরে আসার অভিযোগ করা হয়েছে রাজভবনের তরফে। রাজভবন সূত্রে খবর, ২ পুলিশ কর্মীর সন্দেহজনক ঘোরাঘুরি নিয়ে রাজ্য প্রশাসনকে জানানো হয়েছে। যে এলাকায় পোস্টিং নয়, সেখানে কেন ঘোরাঘুরি করছিলেন ওই ২ পুলিশকর্মী? তবে কি রাজ্যপালের ওপর নজরদারির চেষ্টা করা হচ্ছে? ২ পুলিশ কর্মীকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক জবাব মেলেনি বলে রাজভবন সূত্রে দাবি। তবে রাজভবনের এই অভিযোগ সম্পর্কে লালবাজারের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কেউ যেন সিবিআইয়ের সিটের আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন। এও বললেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে হবে। এটা শুধু বড় বড় দুর্নীতিবাজদের মুখের বাণী হয়ে থাকলে হবে না। সিবিআই-এর সিটের প্রধান অশ্বিন শেনভিকে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেনআপনি বা আপনাদের আধিকারিকরা কোথাও থেকে কোনও বাধার সম্মুখীন হচ্ছেন? তখন সিটের প্রধান বলেন, কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে তাঁরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এরপরই সিবিআই-এর সিটকে রক্ষাকবচ দিয়ে বিচারপতি জানান, সিটের কোনও আধিকারিককে কলকাতা পুলিশ বা রাজ্যের কোনও সংস্থা হেনস্থা করতে পারবে না। হাইকোর্টের অনুমতি ছাড়া সিবিআই-এর সিটের প্রধান বা কোনও আধিকারিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। কোথাও দায়ের করা যাবে না কোনও অভিযোগ।
রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাতের আবহে নতুন অভিযোগ। রাজভবনের যে অংশে সি ভি আনন্দ বোস থাকেন, সেখানে নজরদারি করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রাজভবন সূত্রে খবর, ২ পুলিশের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে নালিশ। কী উদ্দেশ্যে, রাজভবনের আবাসিক এলাকায় পুলিশ? এখনও প্রতিক্রিয়া মেলেনি লালবাজারের।
দুদিন আগে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার পর বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সশরীরে হাজিরা দেন সিবিআই-সিটের প্রধান। বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়েন সিট প্রধান অশ্বিন শেনভি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সত্য উদঘাটনের জন্য যেকোনও পর্যায়ে যেতে পারি। দেখেছি আপনার আধিকারিকরা মূল প্রশ্নগুলোই করেননি।
প্রেক্ষাপট
কলকাতা: বিশেষ সিবিআই (CBI) আদালতের বিচারকের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। (Abhijit Ganguly) অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি না করা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি আদালতে ডেকে পাঠালেন আইনমন্ত্রীকে।আদালতের কাছ থেকে ২ দিন বাড়তি সময় চাইলেন মলয় ঘটক। অন্যদিকে, বাঁকুড়ার পর এবার বিজেপির অন্দরে ক্ষোভের আগুন বনগাঁ সাংগঠনিক জেলায়। সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলোচনা না করেই মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশ করায় সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষুব্ধ হরিণঘাটার বিজেপি বিধায়ক। আলোচনা করে সমস্যা মেটানোর কথা বললেও, সোশাল মিডিয়ায় পোস্ট করাকে অনভিপ্রেত বলল গেরুয়া শিবির। (BJP) কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ভেস্তে গেছে, তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্য়ক্ষ নির্বাচন প্রক্রিয়া। গেরুয়া শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগে সরব হয়েছে তৃণমূল। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ব মানতে নারাজ বিজেপি। এরইমধ্য়ে তমলুকের মহকুমা শাসক জানিয়েছেন, ৯ অক্টোবর কর্মাধ্য়ক্ষ নির্বাচনের পরবর্তী দিন ঠিক করা হয়েছে। বিজেপিতে ফের সাংগঠনিক অসন্তোষ, এবার বারাসাতে। ফের মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপিতে অসন্তোষ। 'তৃণমূল থেকে আসা ব্যক্তিদের টাকার বিনিময়ে পদ', বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশের। জেলা কার্যালয়ের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির জেলা সভাপতির কোনও প্রতিক্রিয়া মেলেনি। ডেঙ্গি নিয়ে কৃষ্ণপুর আদর্শ বিদ্য়া মন্দির বয়েস সকুলে সচেতনতা প্রচার করলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন ও স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ। ডেঙ্গি মোকাবিলায় ব্য়র্থতার অভিযোগ তুলে পুরসভার গেটে বিক্ষোভ দেখাল কংগ্রেস। অন্য়দিকে, সল্টলেকে ডেঙ্গি সচেতনতায় প্রচার চালাল বিজেপি। ডেঙ্গি সচেতনতা বাড়াতে টালিগঞ্জের রিজেন্ট কলোনিতে মাইকে প্রচার করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। ডেঙ্গি মোকাবিলায় ৯৬ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়িতে তালা ভেঙে ভিতরে ঢোকেন পুরকর্মীরা। ডেঙ্গির জন্য হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। ৭-১০দিনের মধ্যে হেল্পলাইন নম্বর চালু করা হবে। ডেঙ্গি মোকাবিলায় মুর্শিদাবাদের বহরমপুরের গান্ধী কলোণীতে মশার মারার স্প্রে হাতে রাস্তায় নামলেন অধীর চৌধুরী। ডেঙ্গি মোকাবিলায় রাজ্য় সরকার উদাসীন বলে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। ডেঙ্গি সংক্রমণে রাজ্যে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। দেগঙ্গায় গ্রামীণ হাসপাতালে একদিকে জ্বরে আক্রান্তদের লাইন, আরেক দিকে হাসপাতালের জলের রিজার্ভারে কিলবিল করছে মশার লার্ভা। গ্রামাঞ্চলের মধ্যে বনগাঁ ব্লকে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। আতঙ্কিত বাসিন্দারা।
দিনভর গোটা রাজ্যে কোথায় কী হচ্ছে.. নজর থাক এবিপি আনন্দ লাইভ আপডেটস-এ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -