West Bengal Live Updates: সীতারাম ইয়েচুরির পর ফের একবার অবস্থান স্পষ্ট করলেন মহম্মদ সেলিম
West Bengal Live News Updates: জেলা থেকে শহর, রাজনীতি থেকে আবহাওয়া, পশ্চিমবঙ্গের সমস্ত খবর দেখে নেওয়া যাক এক ঝলকে
দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে নিশানা করলেন ভাইপোবাদ নিয়ে। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। সম্পত্তি ইস্যুতে এদিনও বাগযুদ্ধে জড়িয়েছে দু'পক্ষ।
দুর্নীতি বন্ধ থেকে নিয়োগের দাবি, শিক্ষার দাবি থেকে আইনশৃঙ্খলার উন্নতি, একাধিক দাবি নিয়ে তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছে DYFI-এর ইনসাফ যাত্রা। রবিবার তৃতীয় দিনে মিছিল পৌঁছেছে জলপাইগুড়িতে। প্রায় ২ মাস ধরে চলবে সিপিএমের যুব সংগঠনের এই কর্মসূচি।
রেশন প্রকল্প বাড়ানোর মধ্য়ে দিয়েই কি, ৫ রাজ্য়ে বিজেপির জয় নিশ্চিত করতে মরিয়া চাল দিলেন প্রধানমন্ত্রী? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এনিয়ে, বিজেপিকে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। সিপিএম- কংগ্রেস দাবি করছে, মানুষের মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই রেশনের মতো নূন্যতম সরকারি পরিষেবাকে হাতিয়ার করে ভোটে জিততে চাইছেন নরেন্দ্র মোদি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
শনিবারের পর রবিবার। রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে, আজও হাওড়ায় অঙ্কিত গ্রুপের রাইসমিলে তল্লাশি চালালেন ED অফিসাররা। সকালে কলকাতায় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিসে শেষ হয় তল্লাশি। সরকারি নিয়মে রেশন বণ্টনের পাশাপাশি, সমান্তরাল ভাবে চলছিল অবৈধ কারবার। দাবি করা হচ্ছে ইডি সূত্রে।
চারু মার্কেটে ফ্ল্যাটে ঢুকে লুঠের পর বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তবে এখনও লুঠ হওয়া গয়না উদ্ধার করা যায়নি।
হেমন্তেই কড়া নাড়ছে শীত। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ। মঙ্গলবার থেকে আরও নামবে পারদ। জানাল আবহাওয়া দফতর।
বিনামূল্যে রেশনের ঘোষণা মোদির, কমিশনে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মোদির বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। কমিশনকে চিঠি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের। ৫ বছর দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে ভোটপ্রচারে ঘোষণা মোদির।
মহুয়া মৈত্রকে ফের কটাক্ষ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। তৃণমূল সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুললেন নিশিকান্ত দুবে। 'মনে হয় ভুল হিসেবের জন্য মহুয়াকে ব্যাঙ্কের চাকরি থেকে বরখাস্ত করেছে'। 'গতকাল বলেছিলেন ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি হয়েছে'। 'আজ লিখেছেন, ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি হয়েছে'। 'আপনি কি সত্যিই ভয় পাচ্ছেন?' সোশাল মিডিয়ায় পাল্টা পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের।
ইন্ডিয়া জোটে থাকলেও বাংলায় তৃণমূল-বিজেপি দুই দলের বিরুদ্ধেই লড়াই সিপিএমের। সীতারাম ইয়েচুরির পর ফের একবার অবস্থান স্পষ্ট করলেন মহম্মদ সেলিম। 'তৃণমূল-বিজেপি বিরোধী বামফ্রন্ট ও সহযোগীদের নিয়ে লড়াই হবে'। ফের একবার অবস্থান স্পষ্ট করলেন সিপিএমের রাজ্য সম্পাদক।
ইন্ডিয়া জোটে থাকলেও বাংলায় তৃণমূল-বিজেপি দুই দলের বিরুদ্ধেই লড়াই সিপিএমের। সীতারাম ইয়েচুরির পর ফের একবার অবস্থান স্পষ্ট করলেন মহম্মদ সেলিম। 'তৃণমূল-বিজেপি বিরোধী বামফ্রন্ট ও সহযোগীদের নিয়ে লড়াই হবে', ফের একবার অবস্থান স্পষ্ট করলেন সিপিএমের রাজ্য সম্পাদক।
শিক্ষা থেকে রেশন, দুর্নীতি মামলায় একের পর এক তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়ক গ্রেফতার। আর তার মধ্যেই হুঁশিয়ারির সুর অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর গলায়। বিজেপির উদ্দেশে হুঙ্কার দিয়ে তাঁর মন্তব্য, বাংলার সব সাংসদ-বিধায়কদের ভিতরে ঢুকিয়ে দিন, জানুয়ারি মাস আসুক, বুঝতে পারবেন বিজেপি নেতারা। কালীঘাটের দুর্গা একাই একশো, একাই বুঝে নেবে ৪২-এ ৪২। রাজ্য নয়, গোটা দেশ দখল করবেন তিনি। হুঙ্কার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর।
দুর্নীতি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর। 'শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে'। 'মন্ত্রিসভায় নিয়োগ করেন মুখ্যমন্ত্রী, তাহলে তাঁর বিরুদ্ধে কেন তদন্ত নয়?' 'ভাই-ভাইপো কাউকে ছাড়বেন না প্রধানমন্ত্রী'। 'ইতিমধ্যেই সপরিবারে নিমন্ত্রণপত্র পেয়ে গেছে', 'পার্থ-বালু জেলে গেছে, এবার আসল চোরও জেলে যাবে'। কাঁথির সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে জিজ্ঞাসাবাদ পর্ব ছেড়ে বেরিয়ে আসার ৩ দিন পর ফের হুঙ্কার মহুয়া মৈত্রর। এবার এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারকে হুঁশিয়ারি। 'মনে রাখবেন, এথিক্স কমিটিতে জিজ্ঞাসাবাদের পুঙ্খানুপুঙ্খ বর্ণনার রেকর্ড আছে'। 'চেয়ারম্যানের সস্তা, নোংরা, অযৌক্তিক প্রশ্ন ও আমার এবং বিরোধীদের প্রতিবাদও নথিবদ্ধ আছে'। 'বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে চাইলে স্বাগত'। 'আদানির ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারির বিরুদ্ধেও সিবিআই-ইডিকে এফআইআর করতে হবে'। সোশাল মিডিয়ায় হুঙ্কার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। নির্লজ্জ, বেহায়া বলেও এথিক্স কমিটির চেয়ারম্যানকে আক্রমণ।
জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে সুরবদল শোভনদেব চট্টোপাধ্যায়ের। বললেন, 'অবশ্যই জ্যোতিপ্রিয়র পাশে আছি। এত সহজে এইরকম চোর বানিয়ে দেওয়া যায় না কাউকে। 'মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, আমি সেই কথারই পুনরাবৃত্তি করছি।'
চারু মার্কেটে বহুতলে একাকী বৃদ্ধাকে মারধরের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টা, সোনার গয়না লুঠ। দুষকৃতী হামলায় জখম সত্তরোর্ধ্ব বৃদ্ধা। অভিযুক্তকে গ্রেফতার করেছে চারু মার্কেট থানার পুলিশ। চারু মার্কেটের কে পি রায় লেনে বহুতলের তিনতলায় একাই থাকেন মিতা সাহা। অভিযোগ, গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ বৃদ্ধার ছেলের গাড়ি চালক পরিচয় দিয়ে জল খাওয়ার অছিলায় ফ্ল্যাটে ঢোকে ওই দুষকৃতী। বৃদ্ধাকে মারধরের পর
শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে বলে অভিযোগ। প্রতিবেশী দেখে ফেলায় প্রাণ বেঁচে যান একাকী বৃদ্ধা, সোনাদানা লুঠ করে পালানোর সময় দুষ্কৃতী ধরে ফেলেন টুম্পা মান্না নামে ওই প্রতিবেশী। পরে অভিযুক্তকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ।
'বাংলার সব সাংসদ-বিধায়কদের ভিতরে ঢুকিয়ে দিন'। 'জানুয়ারি মাস আসুক, বুঝতে পারবেন বিজেপি নেতারা', হুঁশিয়ারি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। 'কালীঘাটের দুর্গা একাই একশো, একাই বুঝে নেবে ৪২-এ ৪২', 'রাজ্য নয়, গোটা দেশ দখল করবেন তিনি', হুঙ্কার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-ইডি তদন্তের মাঝেই ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে স্কুলে চাকরির চেষ্টা! ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে স্কুলে যোগ দেওয়ার চেষ্টা, অভিযোগ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের। বাসন্তী, সোনারপুর, পাথরপ্রতিমায় ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে স্কুলে চাকরির চেষ্টার অভিযোগ।
প্রতারণাচক্রের শিকার, দাবি চাকরিপ্রার্থীদের পরিবারের।
তৃতীয় দিনে পড়ল DYFI-এর ইনসাফ যাত্রা। গতকাল আলিপুরদুয়ার থেকে ফালাকাটা হয়ে রাতে জলপাইগুড়ি জেলার বানারহাটে পৌঁছয় সিপিএমের যুব সংগঠনের পদযাত্রা। আজ তৃতীয় দিনে বানারহাটের চা-বলয় ছুঁয়ে DYFI-এর ইনসাফ যাত্রা এগোবে ধূপগুড়ি, ময়নাগুড়ি ধরে জলপাইগুড়ি শহরের পথে।
বাকিবুর-মডেলেই কি অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডেও রেশন-দুর্নীতি? উত্তর খুঁজতে ২৭ ঘণ্টারও বেশি সময় ধরে উলুবেড়িয়ায় তল্লাশি ইডির। বাকিবুরের চালকলের মতো খাদ্য দফতরের প্যানেলে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের নাম, খবর সূত্রের। এফসিআইয়ের রেশনের গম ভাঙানোর জন্য খাদ্য দফতরের বরাতপ্রাপ্ত মিল অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড, খবর সূত্রের। এফসিআইয়ের গম ভাঙানো আটা কি নিজেদের ব্র্যান্ডিং করে খোলা বাজারে বিক্রি করত অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড? নাকি বাকিবুরের মতোই পরিমাণে কম দিয়ে হত দুর্নীতি? খতিয়ে দেখছে ইডি।
হাসপাতালে চিকিৎসাধীন খুড়তুতো ভাইকে দেখতে যাওয়ার পথে উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের খলিশানি কালীতলা ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর।
'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে জিজ্ঞাসাবাদ পর্ব ছেড়ে বেরিয়ে আসার ৩ দিন পর ফের হুঙ্কার মহুয়া মৈত্রর। এবার এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারকে হুঁশিয়ারি। 'মনে রাখবেন, এথিক্স কমিটিতে জিজ্ঞাসাবাদের পুঙ্খানুপুঙ্খ বর্ণনার রেকর্ড আছে। চেয়ারম্যানের সস্তা, নোংরা, অযৌক্তিক প্রশ্ন ও আমার এবং বিরোধীদের প্রতিবাদও নথিবদ্ধ আছে। বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে চাইলে স্বাগত'।
ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামের সাধারণ মানুষ। গতকাল রাত্রি ৯টা নাগাদ প্রায় ২৫টি হাতি বড়ো চাঁদাবিলা গ্রামে তাণ্ডব চালায়। নষ্ট হয়েছে বিঘের পর বিঘে ধান চাষের জমি।
কালো টাকা সাদা করতে চালকল, হোটেল, গয়নার বিপনিতে বিনিয়োগ? ইডির নজরে বাকিবুর ঘনিষ্ঠ তিন ব্যবসায়ী। বনগাঁ ও সল্টলেক তল্লাশি। রহড়ায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন পিএ-র বাড়িতেও হানা।
রেশনের আটা প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ। এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডে হানা ইডির। ডোমজুড়-উলুবেড়িয়ায় চাল ও আটাকলে তল্লাশি। বালিগঞ্জে ডিরেক্টরের বাড়িতেও অভিযান।
বালু-বাকিবুরের গ্রেফতারির পর ইডির ম্যারাথন তল্লাশি। ২৪ ঘণ্টা পার, উলুবেড়িয়ায় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের চালকলে চলছে তল্লাশি। গতকাল সকাল ৮ থেকে আজ সকাল ৮ পর্যন্ত এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়ার অফিসে তল্লাশি।
ইডেনে বিশ্বকাপের ম্যাচ। তার আগে শহরজুড়ে বিরাট-উন্মাদনা। রেড রোড থেকে ইডেন, প্রিয় নায়কের কাটআউটে মুড়ে দিয়েছেন বিরাট অনুরাগীরা। এক দিনের ক্রিকেটে বিরাট কোহলির ৪৮টি শতরান রয়েছে। সেই সব মুহূর্ত ধরা রয়েছে কাট আউটে। আজ বিরাটের ৩৫ তম জন্মদিন। এই বিশেষ দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলতে ইডেনে নামছেন কোহলি। মাঠে তাঁর হয়ে গলা ফাটানোর আগে প্রিয় নায়কের কাট আউটের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত বিরাট-অনুরাগীরা।
ভোটের আগে রেশন তাস প্রধানমন্ত্রীর, গরিব-অঙ্কেই মোদিকে নিশানা কংগ্রেসের। 'প্রধানমন্ত্রীর বিনামূল্যে রেশন ঘোষণাই দেশের আর্থিক দুর্দশার প্রমাণ। দেশের মানুষের মধ্যে আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে বিপদসীমায় পৌঁছে গেছে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া', সোশাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের।
বীরভূমের নলহাটিতে জাতীয় সড়কের ওপর ডাম্পারের সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত ১০-১২ জন যাত্রী। সকাল সাড়ে ৯টা নাগাদ নলহাটির মহেশপুরে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটে। রামপুরহাট থেকে মুর্শিদাবাদগামী বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছ, নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার চালক বাসে ধাক্কা মারেন। ডাম্পার আটক ও চালককে গ্রেফতার করেছে নলহাটি থানার পুলিশ।
ডেঙ্গি পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায়। দেশে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত পশ্চিমবঙ্গে। ১ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৬ জেলায় আক্রান্ত ৭৩ হাজার ৩১৮ জন। সংক্রমনের নিরিখে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। ১ নভেম্বর পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৭৪। দ্বিতীয় স্থানে কলকাতা, আক্রান্ত ১১ হাজার ৯৮৫ জন। তৃতীয় স্থানে মুর্শিদাবাদ, আক্রান্তর সংখ্যা ৯ হাজার ৩৮৬।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-ইডি তদন্তের মাঝেই ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে স্কুলে চাকরির চেষ্টা! ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে স্কুলে যোগ দেওয়ার চেষ্টা, অভিযোগ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের। বাসন্তী, সোনারপুর, পাথরপ্রতিমায় ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে স্কুলে চাকরির চেষ্টার অভিযোগ। প্রতারণাচক্রের শিকার, দাবি চাকরিপ্রার্থীদের পরিবারের।
বিনামূল্যে রেশনের ঘোষণা মোদির, কমিশনে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মোদির বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। কমিশনকে চিঠি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের। ৫ বছর দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে ভোটপ্রচারে ঘোষণা মোদির
মেরুন ডায়েরিতেই লুকিয়ে রেশন দুর্নীতির প্রমাণ? মেরুন ডায়েরিতে মিলেছে বহু চাঞ্চল্যকর তথ্য, ইডি সূত্রে দাবি। জ্যোতিপ্রিয় মল্লিককে লাগাতার জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মন্ত্রীর বর্তমান পিএ অমিত দে ও প্রাক্তন পিএ অভিজিৎ দাসকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। অভিজিতের ব্যাঁটরার বাড়ি থেকে আগেই উদ্ধার 'বালুদা' লেখা মেরুন ডায়েরি। কাল মন্ত্রীর প্রাক্তন পিএ অভিজিৎ দাসকে নথি-সহ ফের তলব ।
বালু-বাকিবুরের গ্রেফতারির পর ইডির ম্যারাথন তল্লাশি।২৪ ঘণ্টার বেশি সময় ধরে উলুবেড়িয়ায় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের চালকলে তল্লাশি।গতকাল সকাল ৮ থেকে আজ সকাল ৮ পর্যন্ত এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়ার অফিসে তল্লাশি।
রেশন দুর্নীতির তদন্তে ২৩ ঘণ্টা তল্লাশি ইডির। গতকাল সকাল ৮ থেকে আজ সকাল ৭ পর্যন্ত ম্যারাথন তল্লাশি ইডির। একযোগে ৪ জেলার ১৬ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান । কলকাতা, উঃ ২৪ পরগনা, হাওড়ার একাধিক জায়গায় তল্লাশি। এজেসি বোস রোড: অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আটার প্যাকেজিং সংস্থায় তল্লাশি।
২৩ ঘণ্টা পার, রেশন দুর্নীতির তদন্তে ম্যারাথন তল্লাশি ইডির। একযোগে ৪ জেলার ১৬ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। কলকাতা, উঃ ২৪ পরগনা, হাওড়ার একাধিক জায়গায় তল্লাশি। এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আটার প্যাকেজিং সংস্থায় তল্লাশি।
প্রেক্ষাপট
কলকাতা: ২৩ ঘণ্টা পার, রেশন দুর্নীতির তদন্তে ম্যারাথন তল্লাশি ইডির। একযোগে ৪ জেলার ১৬ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। কলকাতা, উঃ ২৪ পরগনা, হাওড়ার একাধিক জায়গায় তল্লাশি। এজেসি বোস রোড: অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আটার প্যাকেজিং সংস্থায় তল্লাশি। বনগাঁ: বাকিবুর-যোগের খোঁজে 'সাহা' ব্রাদার্সের চালকলে তল্লাশি। বনগাঁ: হোটেলে হানার সঙ্গে ৩ মালিকের বনগাঁর কালুপুর চালকলেও এজেন্সির অভিযান। সল্টলেক: বনগাঁর আটা কলের মালিক মন্টু, কালীদাস, মনোতোষ সাহার হোটেলে হানা। রহড়া: জ্যোতিপ্রিয় মল্লিকের আরেক প্রাক্তন পিএ তাপস বিশ্বাসের বাড়িতে ইডি । হাওড়া: ডোমজুড় ও উলুবেড়িয়াতেও অঙ্কিত ইন্ডিয়ার আটাকলে তল্লাশি। রেশনের আটা এনে প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি হত, ইডি সূত্রে দাবি।
রেশন দুর্নীতিতে এবার ED-র নজরে বনগাঁর সাহা ব্রাদার্স। ED সূত্রে দাবি, ২০১৯ সালে মাত্র ৩ মাসে ৩টি কোম্পানি খোলেন এরা। শনিবার তাঁদের চাল কল, আটা কল, বাড়ি ও অফিসে তল্লাশি চালাল ইডি। ৩ জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে দাবি, রেশন বন্টন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে উঠে আসে মন্টু সাহা, কালীদাস সাহা ও মনোতোষ সাহার নাম।
৩ বছরে ৪টে কোম্পানি!তার মধ্য়ে, পরপর ৩ মাসেই ৩টে কোম্পানি! ইডি সূত্রে দাবি, ধৃত ব্যবসায়ী বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মিলেছে, বনগাঁর 'বাকিবুর' সাহা ব্রাদার্সের! রেশন দুর্নীতিতে এবার ED-র নজরে বনগাঁর এই থ্রি মস্কেটিয়ার্সের কারনামা। রেশন দুর্নীতির তদন্তে শনিবার একযোগে উত্তর ২৪ পরগনা, কলকাতা, নদিয়ার একাধিক ঠিকানায় হানা দেয় ED. বনগাঁর কালুপুরের এই চাল কল, আটা কলেও তল্লাশি চালায় ED। সূত্রের দাবি, এর দুই মালিক - কালীদাস সাহা ও মন্টু সাহা। শনিবার, বনগাঁর ১৫ নম্বর ওয়ার্ডে তাঁদের কোড়ারবাগানের বাড়িতে পৌঁছে যায় ইডি। ED সূত্রে দাবি, সল্টলেকের সেক্টর ফাইভের হোটেলে যৌথ মালিকানা রয়েছে এই দুজনের। রাধাকানহাইয়া হোটেলস প্রাইভেট লিমিটেডের আরেক মালিকের নাম মনোতোষ সাহা। বনগাঁ বাসস্ট্য়ান্ডের কাছে মনোতোষের অফিসেও তল্লাশি চালায় ইডি।
ইডি সূত্রে দাবি, ব্যবসায়ী বাকিবুর রহমানের মতোই দাপুটে ব্যবসায়ী কালীদাস। কালীদাস ও তাঁর ২ ভাইকে এদিন ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ ED। ইডি সূত্রে দাবি, রেশন বন্টন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে উঠে আসে মন্টু সাহা, কালীদাস সাহা ও মনোতোষ সাহার নাম। সম্পর্কে তাঁরা ৩ ভাই। ইডি সূত্রে দাবি, বাকিবুরের মতোই এই ৩ জনও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ । বাকিবুরকে যে চিনতেন, সেকথাও এদিন মেনে নেন ব্যবসায়ী কালীদাস সাহা। সূত্রের খবর, ২০১৯-এর ৩ জুলাই থেকে রাধা কানহাইয়া অ্যাগ্রো ফ্লাওয়ার মিল প্রাইভেট লিমিটেডের যৌথ ডিরেক্টর মন্টু সাহা, কালীদাস সাহা ও মনোতোষ সাহা। তার পরের মাসেই এই ৩জন তৈরি করেন রাধা গোপাল অ্যাগ্রো রাইস মিল প্রাইভেট লিমিটেড। ২০১৯-এর ১৭ সেপ্টেম্বর আবার রাধা কানহাইয়া জেমস্ অ্যান্ড জুয়েলারি এলএলপি নামক সংস্থা খোলেন সাহা ব্রাদার্স। ২০২১-র ১৩ এপ্রিল রাধা কানহাইয়া হোটেলস প্রাইভেট লিমিটেডের যাত্রা শুরু করে। এখানেই প্রশ্ন উঠছে, মাত্র ৩ মাসের মাথায় কীভাবে এই বিপুল লগ্নি করা সম্ভব হল? কোথা থেকে এল এত টাকা? ইডি সূত্রে দাবি, রেশনের গম-আটা খোলাবাজারে বিক্রি করে বিপুল টাকা উপার্জন করা হত। যে টাকার লভ্য়াংশ যেত প্রভাবশালীদের কাছেও। এখানেই প্রশ্ন উঠছে, সেই দুর্নীতির টাকাতেই কি এতগুলো প্রাইভেট কোম্পানি খোলা হয়েছিল? ED সূত্রে দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশিতে হদিশ মেলে মেরুন ডায়েরির। যেখানে উল্লেখ ছিল 'বালুদা' নামের। ED সূত্রে দাবি, এই ডায়েরিতে এমন অনেকের নাম রয়েছে যাদের কাছ থেকে টাকা যেত ও টাকা আসত। ED সূত্রে দাবি,সাহা ব্রাদার্সের মিলের সামগ্রী যেত উত্তর ২৪ পরগনা ছাড়াও নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়। এদিন, নদিয়ারও একাধিক জায়গায় তল্লাশি চালায় ED।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -